সিনিয়রVsজুনিয়র
.
অনেক দিন পর আবার ভালবাসার ছন্দে মেতে উঠলাম অনেককে লাভ করেছি সত্যিকারের ভালবাসা কখনই পাই নি।
হয়তো ভালবাসার যোগ্যই ছিলাম না,আমি শ্রাবন অর্নাস ফাইনাল ইয়ারে,ভাবতে পারি নি কখনই একটা সিনিয়র মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারবো!
কাম টু দ্যা পয়েন্ট কাজের কথায় আসি কলেজ গেটে ঠুকতেই আচমকা একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো?
.
আমি:সরি সরি আপু।
মেয়ে:ইটস ওকে।
হঠ্যাৎ মেয়েটার হাতের স্পর্শ পেলাম কি নরম উফ দিল ওয়ালে দুলহান!
আমি:আপু আপনার নামটা জানতে পারি যদি কিছু মনে
না করেন।
মেয়ে :জান্নাত আপনার।
আমি:শ্রাবন।
জান্নাত:আমি মাস্টার্সে আপনি!
শ্রাবন:আমি বিবিএ ফাইনাল!
জান্নাত:ওরে আমার কাট্টুস ছুডু ভাই!
শ্রাবন:দেখেন ছোট বলে অবহেলা করবেন না।
জান্নাত:আচ্ছা থাকরে যায়।
যা চলেই গেলো এবার এটা সেটা বুঝি না বিয়ে আমি সিনিয়র মেয়েকেই করবো হয় জীবন লাকী না হয়!
কিন্তু প্রেম করবো কি করে এতো মরার উপ্রে মরা যা হবার হবে কাল প্রপোজ করমু কি হয় হবে!
.
সকাল বেলা কলেজে গেলাম জান্নাতের সাথে দেখা।
শ্রাবন:হ্যালো জান্নাত ম্যাডাম।
জান্নাত:সরি ভাইটু ক্লাসে যাবো সময় নেই!
শ্রাবন:ভাইটু বলবেন না দুনিয়ার সবাইরে যদি ভাই বানায় বউ বানামু কারে বলেন।
জান্নাত:ঐই বেটা তুই কি আমার বয়ফ্রেন্ড যে তোরে আদর করতে হইবো।
শ্রাবন:দেখেন হতে কতক্ষন।
জান্নাত:মারবো একটা চড় যা ভাগ!
যা যা তোমাকেও পটতে হবে হয় শুক্রবারে না হয় মোঙ্গলবারে সব মেয়েরাই পটে শুধু পটানোর মতো ছেলে চাই হুম।
.
দেখতে দেখতে একটা মাস চলে গেলো বোনটু শুধু ভাইটুই বলে ডাকে কোনও পাত্তাই দেয় না হঠ্যাৎ একদিন,ঝড়ে বক মরে ভকীর মানে আমার কেরামতি বাড়লো!
একদিন বাসায় ঠুকতেই দেখি জান্নাত আমার বাসায়।
শ্রাবন:আপনি এখানে কেনো।
জান্নাত:তুমি এখানে কেনো
শ্রাবন:বোনটু এটা আমার বাড়ি।
জান্নাত:আগে জানলে আসতাম ই না।
শ্রাবন:তো যান ধরছে কে আটকাইছে কে হু।
জান্নাত:আম্মু আমি গেলাম এই ইডিয়টা আমার মাথা খাবে!
হঠ্যাৎ আমার আম্মুর আগমন।
আম্মু:শ্রাবন এসব কি ধরনের বেয়াদবি শুনি।
শ্রাবন:আম্মু এই যে মেয়েটা দেখছো এর পিছনে তিনমাস ধরে ঘুরি পাত্তাই দেয় না,আচ্ছা তুমি বলো তো সিনিয়র ছেলেরা জুনিয়র মেয়েরে লাভ করে বিয়ে করে আমি ওকে লাভ করলে সিনিয়র হলে আমার দোষ কি?
.
আম্মু:ওহ্ তাই এই ব্যাপার জান্নাত শ্রাবন তোমরা এখানে থাকো আমি আর জান্নাতের আম্মু বাইরে থেকে আসছি!
জান্নাত:ঐই ইডিয়ট তোর ঘাড় কি অলটাইম তেরাই থাকবো।
শ্রাবন:হ শুধু তোমার জন্য।
জান্নাত:একটা চড় মারবো আমি তোমার সিনিয়র রিসপেক্ট দিয়ে কথা বলো!
শ্রাবন:তুই থেকে তুমি ওরে লাভ ইউ সো মাস।
জান্নাত:দাড়া আজ আন্টি আসুক তোর খবর আছে।
এবার আমার আম্মু জান্নাতের আম্মু চলে আসলো,এ কি হাতে এতো শপিং!
শ্রাবন:আম্মু এসব কি।
আম্মু:তোমাদের বিয়ে দেবো।
শ্রাবন:আম্মু আমি তো বাচ্চা।
জান্নাত:আহা দুধের শিশু এতোক্ষন তো নিজেই রাজি ছিলা এখন ন্যাকামো!
শ্রাবন:তার মানে আপনি সরি তুমি রাজি।
জান্নাত:জানি না।
কাজী ডেকে আমাদের বিয়ে হলো বিকজ আম্মার আম্মু আর জান্নাতের আম্মু ক্লোজ ফ্রেন্ড!
.
বাসর ঘরে বসে আছে জান্নাত ঘরে ডুকতেই সালাম করলো।
শ্রাবন:এ কি এসব কি করতাছো।
জান্নাত:কি করতাছি মানে সালাম করতাছি বুঝো না!
শ্রাবন:এমা আপনি কতো সিনিয়র বোনটু আমি সিম্পল জুনিয়র ভাইটু এসব মানায় বলেন।
জান্নাত:মারবো একটা চড়।
শ্রাবন:ছি ছি তুমি এতো নির্দয় হাবিকে চড় মারবা তুমি এতো পাষন্ড!
জান্নাত:আমাকে বিয়ে করছো আমার কিছু শর্ত আছে।
শ্রাবন:যেমন।
জান্নাত:১.বৃষ্টির রাতে আমার সাথে ভিজতে হবে।
২.জোছনা রাতে আমার সাথে ছাদে যেতে হবে।
৩.আমি রাগ করলে রাগ ভাঙ্গাতে হবে।
৪.রোজ রাতে তুমি অফিস থেকে এসে আমাকে খাইয়ে দেবে।
৫.আমার কোনও কথার বাইরে যাবে না।
শ্রাবন:ওকে ওকে অনেক শুনছি সব শর্তে রাজি!
জান্নাত:থ্যাংকু ভাইটু।
শ্রাবন:প্লিজ ভাইটু বলো না।
জান্নাত:কেনো।
শ্রাবন:আমার ফাটে এতে।
জান্নাত:আচ্ছা বলবো না।
শ্রাবন:আমার শর্ত আছে।
জান্নাত:জানি কি বলবা আমাকে অনেক ভালবাসতে হবে আমার আম্মু তোমার তোমার সব আমার ওকে!
শ্রাবন:ট্যালেন্ট আছে।
জান্নাত:বুঝতে হবে না বউটা কার।
শ্রাবন:হুম।
জান্নাত:উফ ছাড়ো লাগে।
সকাল বেলা ঘুম ভাঙলো জান্নাতের ভেজা চুলে সত্যিই অনেক মায়াবীই লাগছে ওকে।
শ্রাবন:তুমি এতো সুন্দর কেনো।
জান্নাত:ন্যাকামো ছাড়ো কলেজ যাবো চলো!
আজ বউকে সাথে নিয়ে কলেজ আসলাম আহ্ কি শান্তিই না লাগতাছে।
শ্রাবন:ইস কবে যে মেয়েকে সাথে নিয়ে কলেজে আসবো।
জান্নাত:টেনসন নিয়ো না আমি তো মাত্র মাস্টার্সে ভর্তি হইছে শেষ হতে হতে মেয়ে নিয়ে আসবো।
শ্রাবন:হুম পরিশ্রম বাড়াতে হবে!
জান্নাত:ফাযিল।
একটা বছর পর আমাদের কোলে একটা ফুটফুটে মেয়ে এলো।
নামটা আমার পছন্দেই রাখলাম অথৈই বিকজ শ্রাবন,অথৈই, জান্নাত!
শ্রাবন:জান্নাত চলো কলেজে যাবো।
জান্নাত:তুমি কি পাগল এইটুকু বাচ্চাকে নিয়ে যাওয়া ঠিক হবে না।
শ্রাবন:শোনও আমার ইচ্ছা বউ মেয়েরে নিয়ে কলেজ যাবো।
জান্নাত:চলো পাগল!
শ্রাবন:জানো আজ কলেজ লাইফ সার্থক হলো বউ মেয়েকে একসাথে করে এনে।
কি শান্তির প্রেম,প্রেম করতে হলে সিনিয়র মেয়েদের সাথে করবেন বলতে হবে না সব বুঝে নেবে।
জান্নাত:কিছু বললা।
শ্রাবন:না না।
চলতেছে ওদের সিনিয়র অর জুনিয়র এর ভালবাসা?
লিখা:Razu Ahmed(Idiot Boy)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ā§Ģ āĻāĻāϏ্āĻ, ⧍ā§Ļā§§ā§
636
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧧⧍:ā§Ģā§ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ