মিম: আমার মোবাইলে যেন কারো কল না আসে।
তারেক : মাথা খারাপ!!!
মিমঃ মনে থাকে যেন....
তারেকঃ আবার জিগায়!!!
মিমঃ আমার শাড়ি গুলো পাঠিয়েদিও....!!//তারেকঃ আমি কারো চাকর নাকি?
মিমঃ আর কোনদিন তোমার বাড়ী যাব না......
তারেকঃ ওমা তাই? নতুন কাউকে পাইছো বুঝি?
মিমঃ হ্যা পাইছি। তুমিও তো কাউরে পাইয়া সারাটা দিন একটা ফোন দাওনি।কাজের ব্যবস্থার নাম করে সারাদিন ইয়ে করো......!!/তারেকঃ ইয়ে টা কি বুঝলাম নাতো।সাথেই তো আছে একজন।কথা বলবা? নাও নাও কথা বলো....
মিমঃ থাকো তুমি তোমার নতুন gf নিয়ে বাই।
তারেকঃ হ্যালো,,, হ্যালো,,,,হ্যালো,,,,,,,,,,!!//
এই সেরেছে রে, পাগলী টা ক্ষেপেই গেল।কি যে করব এই দুষ্ট টাকে নিয়ে, উফ........অফিস সামলাবো নাকি বউ..........অফিস এর কাজে আজ বাইরে গিয়েছিলাম। কাজ শেষ করে আসতে প্রায় রাত ১১ টা বেজে গেল।সারাদিন ফোন দেইনি বলে পাগলী বউটা চলে গেছে বাপের বাড়ী।মেয়েদের বাপের বাড়ী কাছে হলে এই এক সমস্যা।মেয়েটা বড্ড ভালবাসে আমাকে।আর এই টাও জানি, পাগলী টা আজ সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিবে। একটু ও ঘুমাবেনা।কি করবো ভেবে পাচ্ছিনা। সব চিন্তা বাদ দিয়ে রাতেই চলে গেলাম পাগলী টার কাছে"গেটের ভিতর গিয়ে কয়েকবার ফোন করার পর ফোন রিসিভ করলো
তারেকঃ হ্যালো......
মিমঃ চুপ চাপ কিছু বলছে না"
তারেকঃঅই হ্যালো, তোমার শাড়ি নিয়ে আসছি নিয়া যাও। আমি তোমাদের বাসার গেটের ভিতরে"!ফোন টা কেটে দেওয়ার আগেই এক দৌড়ে বাইরে চলে আসে পাগলী টা।পাগলী বউটা কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে।কাছে গিয়ে গাল দু'টো ধরে ছলছল নয়নে বলতে লাগলাম "!!
তারেকঃএই পাগলী শুনো
মিমঃবলো পাগল গম্ভীর কষ্ঠে
"তারেকঃবিয়ের পর কোন রাতে তোমার হাত ছাড়া খেয়েছি বলো?একটা রাতও কি কাটিয়েছি তোমায় ছাড়া?তুমি ঘুম পাড়িয়ে না দিলে ঘুমিয়েছি বলো?রোজ সকালে আদরে আদরে কে ভাঙাবে আমার ঘুম বলো?বুকে জড়িয়ে কে বলবেআদুরে গলায়, জলদি এসো "জান"।তুমি ছাড়া মরেই যাব.........!!কথাটা শেষ হতে না হতেই পাগলী টা আমার মুখ চেপে ধরে বললো"!!চোখে অশ্রুর বন্যা ভাসিয়ে অজশ্র চুমু....................."!
তারেকঃ I love u পাগলী
"মিমঃ I love u 2 পাগল "!আমি না কিন্তু " পাগলী টাই সব করছে,,,,
COLLECTED
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ā§Ģ āĻāĻāϏ্āĻ, ⧍ā§Ļā§§ā§
619
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧧⧍:ā§Ģā§Ļ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ