ঠাস...
,,
লিখা:-sabid ahmed saif(সবুজ মরুভূমি)
,,
হঠাৎ মনে হইল যে আমার চাপার ৩২ টা দাঁত হাওয়া
হাইয়া গেল...
কিছুক্ষনের জন্য হতভম্ব হইয়া পরলাম ।
আর কেউ না, আমার প্রানের বান্ধবী আলিনা।
কি হইসে তা জানার আগেই ধুম বকা দেওয়া
শুরু করল।
সম্বিত ফিরে পাইয়া জিজ্ঞাসা করলাম...
হইল ডা কি কইবে ত??
আলিনা------ তুই নাকি আমারে ভালবাসস?
-ইয়ে.. না.. মানে... তরে কে বলছে !
আলিনা-- - আমি কি বলছি তার উত্তর দে...
- এমন চড় খাউয়ার পরেও যে কেও কোনোদিন সত্য
কথা বলতে পারে না... তা সবাই জানে ।
কি আর করা মিথ্যা কথা টা বইলাই দিলাম
না,তরে আমি কোনোদিন এমন চখে দেখি নাই,
হইসে কি বলবি ত....
আলিনা------- তর একটা বন্ধু আমাকে বলছে, যে বলছে
তার কথা মিথ্যা হতে পারে না,সত্যি কইরা বল,
কাহিনি কি?
আরে ধুর, তুই ত আমার সবচাইতে ভাল বান্ধবী,
তরে আমি কেমন কইরা ভালবাসব?
( বুকের ভেতর কেমন জানি লাগতেসে,
ওরে বুঝাতে পারব না )
এমন ভাবেই সময় চলে যেতে থাকল।
যখন ই ভালবাসি বলতে গেছি,তখন ই মনে হয় এই নাকি
আবার চর খাইলাম।
এমনি কইরা দিনের পর দিন যায়,
বুকের হাহাকার বাড়তেই থাকে....
কেন জানি মনে হত ইশু ও আমাকে ভালবাসে....
প্রস্নবিদ্ধ এ বুকে ভয় জেগে উঠত....
-
ঘুম থেকে উঠে দেখি আলিনারর মোবাইল থেকে
৪টা মিসকল...
তাড়াতাড়ি কল ব্যাক করলাম।
-
ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো..
-
আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম,, কী হইছে তোর??
আলিনা--- বাসায় আয়!!
-
তাড়াতাড়ি আলিনার বাসায় গেলাম!!
-
আলিনার বড়বোন কে বললাম, " আলিনা কই ?"
- আলিনা ত ছাদে, কেন কি হইছে ?
তেমন কিছু না,আলিনা আসতে বলছিলো!!
-ছাদে গেলাম,
বুঝতে পারলাম আলিনার চোখে পানি!
ওর অশ্রুভরা চোখ দেখে আমার যেন
পুরো দুনিয়ায় অন্ধকার হয়ে গেল!
- বুঝতে পারলাম নাহ কিছু.....
আলিনার কাছে যেতেই
আবারো সজোড়ে চড় খেলাম!!!
-আকস্মিক ঘটনায় যেন আমি আগের বোবা
হয়ে গেলাম।
-
আলিনা--- "আমাকে ভালোবাসছ"???
-
এবার সত্যটা বলেই ফেলবো বলে ঠিক করলাম
-"আমি তোকে ভালোবাসি ", দুটো চোখ বন্ধ
হয়ে এলো...
-বুঝতে পারলাম আমার বুকের মধ্যে কেউ
একজন জায়গা করে নিতে চাচ্ছে....
-আনমনে আমার হাতদুটো ওর হাতদুটোকে খুজে পেল।
_হঠাৎ যেন দুটো মন একহয়ে যেতে চাচ্ছে...
আলিনা-- - ভালোবাসি তোকে। ছেড়ে যাবি না তো
আমায়
-ওর অশ্রুজলে আমার বুক ভিজে গেলো!
-----হুম,,যাব তোর মতো পেত্নির সাথে কে থাকবে,,,,
আলিনা:-ওই কুত্তা কি বললি দাড়া,,,,,
----আমি আপাতত দৌড়াচ্ছি,,পিছনে রেগে কট মট করতে
করতে আসছে,,,,,প্রান পনে দৌড়াচ্ছি ধরা পড়লে আমার
খবর করে ছাড়বে পেত্নি টা,,,,,,,,,,,,,,,,
এমনি করে নতুন একটি ভালোবাসার গল্পের আরম্ভ হল......
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ā§Ģ āĻāĻāϏ্āĻ, ⧍ā§Ļā§§ā§
618
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧧⧍:ā§Ē⧝ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ