āĻļāύিāĻŦাāϰ, ā§Ģ āφāĻ—āϏ্āϟ, ⧍ā§Ļā§§ā§­

618

ঠাস...
,,
লিখা:-sabid ahmed saif(সবুজ মরুভূমি)
,,
হঠাৎ মনে হইল যে আমার চাপার ৩২ টা দাঁত হাওয়া
হাইয়া গেল...
কিছুক্ষনের জন্য হতভম্ব হইয়া পরলাম ।
আর কেউ না, আমার প্রানের বান্ধবী আলিনা।
কি হইসে তা জানার আগেই ধুম বকা দেওয়া
শুরু করল।
সম্বিত ফিরে পাইয়া জিজ্ঞাসা করলাম...
হইল ডা কি কইবে ত??
আলিনা------ তুই নাকি আমারে ভালবাসস?
-ইয়ে.. না.. মানে... তরে কে বলছে !
আলিনা-- - আমি কি বলছি তার উত্তর দে...
- এমন চড় খাউয়ার পরেও যে কেও কোনোদিন সত্য
কথা বলতে পারে না... তা সবাই জানে ।
কি আর করা মিথ্যা কথা টা বইলাই দিলাম
না,তরে আমি কোনোদিন এমন চখে দেখি নাই,
হইসে কি বলবি ত....
আলিনা------- তর একটা বন্ধু আমাকে বলছে, যে বলছে
তার কথা মিথ্যা হতে পারে না,সত্যি কইরা বল,
কাহিনি কি?
আরে ধুর, তুই ত আমার সবচাইতে ভাল বান্ধবী,
তরে আমি কেমন কইরা ভালবাসব?
( বুকের ভেতর কেমন জানি লাগতেসে,
ওরে বুঝাতে পারব না )
এমন ভাবেই সময় চলে যেতে থাকল।
যখন ই ভালবাসি বলতে গেছি,তখন ই মনে হয় এই নাকি
আবার চর খাইলাম।
এমনি কইরা দিনের পর দিন যায়,
বুকের হাহাকার বাড়তেই থাকে....
কেন জানি মনে হত ইশু ও আমাকে ভালবাসে....
প্রস্নবিদ্ধ এ বুকে ভয় জেগে উঠত....
-
ঘুম থেকে উঠে দেখি আলিনারর মোবাইল থেকে
৪টা মিসকল...
তাড়াতাড়ি কল ব্যাক করলাম।
-
ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো..
-
আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম,, কী হইছে তোর??
আলিনা--- বাসায় আয়!!
-
তাড়াতাড়ি আলিনার বাসায় গেলাম!!
-
আলিনার বড়বোন কে বললাম, " আলিনা কই ?"
- আলিনা ত ছাদে, কেন কি হইছে ?
তেমন কিছু না,আলিনা আসতে বলছিলো!!
-ছাদে গেলাম,
বুঝতে পারলাম আলিনার চোখে পানি!
ওর অশ্রুভরা চোখ দেখে আমার যেন
পুরো দুনিয়ায় অন্ধকার হয়ে গেল!
- বুঝতে পারলাম নাহ কিছু.....
আলিনার কাছে যেতেই
আবারো সজোড়ে চড় খেলাম!!!
-আকস্মিক ঘটনায় যেন আমি আগের বোবা
হয়ে গেলাম।
-
আলিনা--- "আমাকে ভালোবাসছ"???
-
এবার সত্যটা বলেই ফেলবো বলে ঠিক করলাম
-"আমি তোকে ভালোবাসি ", দুটো চোখ বন্ধ
হয়ে এলো...
-বুঝতে পারলাম আমার বুকের মধ্যে কেউ
একজন জায়গা করে নিতে চাচ্ছে....
-আনমনে আমার হাতদুটো ওর হাতদুটোকে খুজে পেল।
_হঠাৎ যেন দুটো মন একহয়ে যেতে চাচ্ছে...
আলিনা-- - ভালোবাসি তোকে। ছেড়ে যাবি না তো
আমায়
-ওর অশ্রুজলে আমার বুক ভিজে গেলো!
-----হুম,,যাব তোর মতো পেত্নির সাথে কে থাকবে,,,,
আলিনা:-ওই কুত্তা কি বললি দাড়া,,,,,
----আমি আপাতত দৌড়াচ্ছি,,পিছনে রেগে কট মট করতে
করতে আসছে,,,,,প্রান পনে দৌড়াচ্ছি ধরা পড়লে আমার
খবর করে ছাড়বে পেত্নি টা,,,,,,,,,,,,,,,,
এমনি করে নতুন একটি ভালোবাসার গল্পের আরম্ভ হল......

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ