āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2987

বিদায় ক্ষণে
#লেখা Md Jasim uddin Shuvo
(ক্ষুদ্র লেখক)
!
উদয় সূর্যের মত ছিল এ জীবন
হাস-খুশি  আনন্দ আটখানায় ভরা
যৌবনে এসে আমি গেলাম ফেসে
তোমায় ভালোবেসে।
মনে পড়ে যায় যেদিন তোমার মায়া ভরা দু-টি আঁখি দেখছি
সেদিন থেকে প্রেম সাগরে অতলে পড়ে গেছি।
তোমার দ্বারে এলাম যখন
প্রেমের মালা দিতে তোমার গলে
রিদয়ে প্রেমেয জোয়ার এলো যখন
তখন তুমি গেলে চলে।
শূন্য হলো রিদয় খানা
তোমার শেষ বিদায়ে ক্ষণে
শেষ দেখার ওই ছবিখানি
রিদয়ে স্মৃতি কোণে রেখেছি।
প্রেমের পথ ছেড়ে দিয়ে
একা বিরহের পথে চলেছি
তোমার বিদায়ের পর থেকে
ব্যথার মালা গলে পরেছি।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ