āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ā§Šā§§ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3557

~~~~অসমাপ্ত স্মৃতি
Writer:-Afsana Akter

---এই যে শুনছেন??(সোহা)
---জ্বি,, আমাকে বলছেন?(একটু অবাক হয়ে সাঈফ)
---আপনি ছাড়া কি এখানে কেউ আছে?
---না,,,,তা ঠিক।
---আচ্ছা এই ঠিকানাটা কোথায় একটু বলবেন প্লিজ?(একটা চিরকুট এগিয়ে দিয়ে)
---জ্বি অব্যশই....আরে এই ঠিকানা চলুন আমার সাথে,,,
---না ধন্যবাদ,,,,আপনি দয়া করে ঠিকানাটা বলে দিন আমি একাই চলে যেতে পারবো।
---ভয় পাচ্ছেন নাকি....আর হে আপনি যেখানে যাবেন এর পাশেই আমার বাসা তাই বলছি,,,,,,
---ও আচ্ছা...
---যাওয়া যাক তাহলে?
---হুম☺

       সোহা ভার্সিটিতে পড়ে....গ্রাম থেকে শহরে এসেছে বেশি দিন হয় নি, বাবার মৃত্যুর পর ছোট ভাই, নিজের পড়ালেখার খরচ এবং কি পরিবারের সকল খরচ তাকেই বহন করতে হয়। যার কারনে পড়ালেখার পাশাপাশি দুই একটা টিউশনি করে। আজ নতুন একটা টিউশনিতে জয়েন করার কথা কিন্তু ঠিকানাটা খুজে না পাওয়ার কারনে সাঈফের সাহায্য নেয়। সাঈফ মার একমাত্র আদুর ছেলে আর বাবার কাছে বখাটে। সারাদিন বন্ধুদের সাথে মাজা মস্তিই তার একমাত্র কাজ। কিন্তু কে যানে বাবার এই বখাটেটা একদিন প্রমে পড়বে,,,,ওই দিনের পর থেকে সোহাকে না দেখলে যেনো তার দিনই শেষ হতো না। আর সামান্য কিছু মুহূর্ত দেখেও আর তৃপ্তি মেটতো না। তারা দুজনে এক ভার্সিটিতেই পড়ত কিন্তু সাঈফ ক্লাস না করার কারনে সোহা ভার্সিটিতে দেখি নি...আর এখন প্রতিদিনি ক্লাসে যায় তবে সেটা স্যার লেকচার শুনার জন্য নয়,,সোহাকে দেখার জন্য....

--আরে আপনি ওই ছেলেটা না(সোহা)
--সরি....আপনি কার কথা বলছেন?(সাঈফ,,,একটু না চিনার ভান করে)
--আরে চিনতে পারেন নি....ওই যে ঠিকানা...
--ওহ,,,হে হে মনে পড়েছে।
--কিন্তু আপনি এখানে?
--আমার ক্লাসে আমাকেই প্রশ্ন করছেন আমি এখানে কি করি?
--আপনার ক্লাস???আগেতো কখনো দেখিনি...
--না মানে,,,আগে দেখেন নাই তো কি হয়েছে এখন তো দেখেছেন☺
--হুম...দেখলামতো,,,আমি সোহা
--যানি(একটু আস্তে)
--কিছু বললেন??
--কই,,ও হে আমি সাঈফ
--ওকে আজ তাহলে আসি,,
--আচ্ছা আমারা কি ফেন্ড হতে পারি না😎
--........দেখা যাক😜

       এই ভাবেই শুরু দুজনের বন্ধুত্ব। সাঈফ সোহাকে আরাল থেকেই ভালোবেসে যায়। কখনো তার মনের গহীনে লুকানো অনুভূতি গুলোকে সোহার কাছে প্রকাশ করে নি।

--কিরে একাএকা বসে কি করছ(সাঈফ)
--না তেমন কিছু না(সোহা)
--কিছুটা কি সেটাতো বলবি..
--কালতো ভালোবাসা দিবস,,,
--ওহ,,,,,আমাকে প্রপোজ করবি বুঝি?😎
--তোকে প্রপোজ করতে আমার বয়েই গেছে😜
--😒😒😒
--জানছ আমার না খুব ইচ্ছে যে,,, আমার পছন্দের কাছের কেউ আমাকে প্রপোজ করুক☺(এই বলে সোহা চলে যাচ্ছিল)
--ওই কোথায় যাইতেচ্ছ,,,
--পাতালে...যাবি নাকি😡(একটু দূর থেকে জোর গলায়)

     ___পরদিন সকালে____

--এই সাঈফ..(সোহা)
--তুই আমার সাথে একটা কথাও বলবি না😡
--ওমা আমি আবার কি করলাম?
--কি করছত জানছ না তুই....তোর ফোন ওয়েটিং ছিলো কেনো কাল রাত??কার সাথে কথা বলছত😡
--ওহ,,এই ব্যাপার 😃এটা বাদ দে,,,তোর জন্য একটা সারপ্রাইজ আছে
--কি সারপ্রাইজ??
-- একটু অপেক্ষা কর...প্লিজ☺
--ওকে....
--সরি জান,,,আসতে একটু লেইট হয়ে গেলো😞(অভি)
--আজকের দিনেও তুমি লেইট করলে,,,,(সোহা)
--আর এমন হবে না(অভি)
--মনে থাকে যাতে...আর হে ও আমার ফেন্ড সাঈফ(সোহা সাঈফকে দেখিয়ে)
   আর সাঈফ ও হলো অভি....আমার বয়ফেন্ড(অভিকে দেখিয়ে)
--Hi...(অভি)
--Hlw...(সাঈফ)
--আচ্ছা সোহা চলো লেইট হচ্ছো আমাদের...(অভি)
--হুম...তোর সাথে পড়ে কথা হবে... Bye(সোহা)
--.........(সাঈফ)

       সাঈফ স্তব্ধ হয়ে সোহা আর অভির চলে যাওয়া দেখছে। সোহা এইসব কি বলে গেলো সাঈফ কোনো ভাবেই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না...মানতে পারছে না সোহার কথাগুলোকে। ওই দিনের পর থেকে সাঈফ কখনো সোহার সামনে যায় নি,,,সোহার সামনে কেনো কারো সামনেই যেতো না...নিজেকে সারাক্ষণ বদ্ধ ঘড়ের মধ্যে বন্ধী করে রাখত। সাঈফ এর এই পরিবর্তন দেখে তার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়ে এবং তাকে এই অবস্থা থেকে বাহির করে আনার জন্য ওকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়। সাঈফও সব কিছু ভুলার চেষ্টা করে (যদিও আজও সে সোহাকে ভুলতে পারে নি) নতুন করে জীবন শুরু করে।ওইখানেই নিজের পড়ালেখা চালিয়ে যায়। আর আজ পাঁচ বছর পড় দেশে পিরেছে সাঈফ। যদিও আসতে চায়নি...তবে তার মার অসুস্থতার কারনে আসতে বাধ্য হয়েছে। ভেবেছিলো দেশে ফিরার পর হয়তো সোহার সাথে কখনো দেখা হবে না....কিন্তু কে যানে নিয়তি যে তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। একদিন শপিং মলে......

    একটা বাচ্চা মেয়ে দাড়িয়ে দাড়িয়ে কান্না করছিলো
--😭😭😭😭😭
--কি হয়েছে মামনি তুমি কান্না করছো কেনো?(সাঈফ)
--আংকেল আমি না আমার আম্মুকে খুজে পাচ্ছি না😭(বাচ্চা মেয়েটি)
--নাম কি তোমার? আমি তোমার আম্মুকে খুজে দিবো☺(মেয়েটিকে কোলে নিয়ে)
--তোহা..
--আম্মুর নাম কি তোহা?

    এমন সময় মেয়েটি সাঈফ এর কোল থেকে নেমে দৌড়ে একটি মহিলার কাছে চলে যায়....আর সে মহিলাটি হলো সোহা,,,,সাঈফ একদৃষ্টিতে তার দিকে চেয়ে রইল....

--তোহা....কোথায় চলে গিয়েছিলি তুই? জানিস তোকে কত খুজেছি,,,আর ওইখানে কার সাথে কথা বলছিলি?(সোহা)
--ভালো আংকেলের সাথে(তোহা)
--এটা আবার কে?
--ওই যে দেখো...(আঙ্গুল দিয়ে সাঈফকে দেখিয়ে)
--😱😱😱😱😱তুই(সোহা)
--অবাক হলি নাকি?(সাঈফ)
--হবারি কথা...
--তোর মেয়ে কিন্তু তোর মতেই হয়েছে...
--ঠাস্....👋(সাঈফ এর গালে জোরে একটা চড় বসিয়ে দিলো)
--.....(গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে সাঈফ)
--তোহা.....আম্মুকে ছেড়ে কোথায় গিয়েছিলে?(তিথি)
--জানো আম্মু সোহা আন্টি না ভালো আংকেল কে ঠাস্ করে একটা থাপ্পর মেরেছে... তুমি মাঝে মাঝে যে ভাবে আব্বুকে মারো ওইভাবে😂(তোহা)
--চুপ😡 খুব কথা শিখেগেছো তাই না(তিথি)
--😱😱😱😱😱(সাঈফ)
--😡(সোহা)
--তোর স্বামি কেমন আছে?(সাঈফ)
--ঠাস্👋(সাঈফ এর অন্য গালে আর একটা চড় বসিয়ে দিলো সোহা)
--.....(আবারো গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে সাঈফ)
--আহ্...সোহা কি শুরু করলি টা কি?(তিথি)
--😡😡😡😡(সোহা)
--আপনি নিশ্চয় সাঈফ?(তিথি)
--....(সাঈফ মাথা নেরে হ্যাঁ বললো)
--সোহা এখনো বিয়ে করেনি....আর ওই যে অভি ও হলো তোহার বাবা মানে আমার স্বামী..(তিথি)
--😱😱😱(সাঈফ অবাক হয়ে তিথির কথা শুনছে)
--আপনি যে সোহাকে ভালোবাসতেন সেটা সোহা বুঝতে পেরেছিলো। ও চেয়েছিলো ওই দিন ভালোবাসা দিবসে আপনি তাকে আপনার মনের কথা বলেন...কিন্তু ও জানতো আপনি কখনো তাকে মনের কথা বলবেন না... তাই আমরা প্লেন করে অভিকে সোহার বয়ফেন্ড হিসেবে আপনার সাথে পরিচয় করিয়ে দেই...যেনো আপনি সোহাকে হারানোর ভয়ে আপনার মনের কথা তাকে বলে দেন....কিন্তু আমরা এটা ভাবতে পারি নি যে এর উল্টো হবে। আপনিতো নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেলেন। আপনাকে অনেক খুজেছে সোহা কিন্তু পায় নি,,,,তাই আজও আপনার অপেক্ষায় পথ চেয়ে আছে...(তিথি)
--সরি সোহা(সাঈফ)
--😡😡(অন্য দিকে মুখ করে দাড়িয়ে আছে সোহা)
--কিরে কথা বলবি না আমার সাথে....খুব ভয়ে ছিলাম যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়...তাই ওই দিন বলে নি😖
--তো এখন বল😡
--Will You Marry Me....
--বুদ্দু এই ভাবে কি কেউ কাউকে প্রপোজ করে নাকি? তুই ফিল্ম দেখছ না😡
--না দেখি নাতো😜
--তোকে দেখতে হবে না আর বলতেও হবে না😡😡😡আমি গেলাম(সোহা দৌড়ে শপিং মল থেকে বাহির হয়ে রাস্তায় চলে গেলো)
--সোহা..........

        সোহা শপিং মল থেকে বাহির হয়ে রাস্তা এসে পিছন পিড়ে সাঈফ এর দিকে তাকাচ্ছিল.... এমন সময় একটা গাড়ি সোহাকে এসে ঠাক্কা দেয়......সোহার রক্তাক্ত দেহটি রাস্তার এক কোনে পড়ে আছে,,পাশে স্তব্ধ হয়ে বসে আছে সাঈফ...স্তব্ধ হয়ে আছে ক্ষনিকের মাঝে দেখা শত আসা শত স্বপ্ন______ #স্বপ্নপরী

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ