āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2988

অসময়ে ভালোবাসা বহি:প্রকাশের
পরিনাম
#লেখা Md Jasim uddin Shuvo (ক্ষুদ্র লেখক)
!
আজ কলেজের প্রথম দিন সব কিছুই
অপরিচিত লাগছে শুভর কাছে,লাগাড়ি
কথা যেহেতু নতুন কলেজ নতুন পরিবেশ
সর্বোপরি এক অজানা রাজ্য। তারপর
আবার শুভ বাসা ছেড়ে কখনো দুরে
থাকেনি।
শুভ নিয়মিত ক্লাস করতে লাগলো এবং
আস্তে আস্তে বন্ধুর সংখ্যা বাড়তে
লাগলো যদিও শুভ আগ বাড়িয়ে কাউকে
বন্ধুত্বের অফার দেয়নি। শুভ ঐ অল্প
বন্ধুদের সাথে আড্ডা ক্রাস না থাকলে
কলেজের মাঠে একা বসে থাকা,বিকাল
বেলা নদীর ধারে বসে থাকা এ সব
ছিলো নিত্য দিনের রুটিন। শুভ একদিন
কলেজে দেখলো এক অপরুপা সুন্দরী
মেয়ে।প্রথম দেখেই শুভ চোখ ফেরাতে
পারলো না।
শুভর ভাষ্য মতে তার রূপের বর্ণনা
দিতে গেলে হয়তো কলমের কালি
ফুড়িয়ে যাবে তবু তার রুপের বর্ণনা
অপূর্ণ রয়ে যাবে।
শুভ ভাবছে এতো দিন ক্লাস করলাম কই
এর আগেতো এ মেয়েকে কখনো
দেখিনি।
শুভ খোঁজ নিয়ে জানতে পারলো
মেয়েটি কলেজে নতুন ভর্তি হয়েছে
ব্যবসার শিক্ষা শাখায়। শুভর খানিক মন
খারাপ হয়ে গেলো কারণ
শুভ ছিলো মানবিক শাখায়। তারপর
থেকে শুভ বাংলা,ইংরেজী ক্লাসে
লুকিয়ে লুকিয়ে দেখতো কারণ এই দুই
বিষয়ের ক্রাসের সময় সবাই এক সাথে
বসতো রুমে।
ও হ্যা মেয়েটার নাম ছিলো রুমু। শুভ
তার মনের অজান্তে কখন যে রুমুকে
ভালোবেসে ফেলেছে শুভ নিজেও
জানেনা।
যাইহোক ক্রাস ফাঁকি দিয়ে রুমুকে
দেখা রুমুর যে পথে দিয়ে বাসায় যায়
সে পথে রুমুকে ফলো করা এভাবেই
চলছিলো শুভর প্রতিটাদিন। শুভ যে
রুমুকে এতেটা ভালোবাসতো শুভ কখনো
কাউকে জানায়নি এমকি তার বেষ্ট
ফেন্ডদেরকেও না যদি তামাশা করে।
শুভর বন্ধুরা জানে শুভ অনেক শান্ত
আবেগহীন একটা পদার্থ।
শুভর মতো মানুষের কাছে ভালোবাসার
কথা শুনা আর আকাশ থেকে পড়া একই
কথা।
দেখতে দেখতে অর্ধ বার্ষিকী
পরীক্ষা চলে গেলো
উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় নিকটে
এত সময় অতিবাহিত হবার পরাও শুভ তার
মনের কথা বলতে পারলো না। শুভ
সিদ্ধান্ত নিলো যে না আর না এ বার
বলতেই হবে রুমু আমি তোমাকে
ভালবাসি।
শুভ যখন বললো রুমু আমি তোমাকে
ভালোবাসি ততোক্ষণে অনেক দেরী
হয়ে গেছে
রুমুর বিয়ে ঠিক কিছুদিন পরে বিয়ে।
রুমু শুভকে বললো অনেক দেরী করে
ফেলেছো তুমি আমি জানতাম তুমি
আমাকে ভালবাসো এবং কি তুমি
জানো আমি ও তোমাকে
ভালোবাসতাম।
তুমি জানো মেয়েদের বুক ফাটে তবু মুখ
ফোটে না আমি মেয়ে হয়ে কিভাবে
বলি তোমাকে ভালোবাসি বলো।
ভালো থেকো শুভ আমাকে ভুলে যেও
পারলে অন্য কাউকে ভালোবেসে
অনেক সুখি হও তুমি।
আর হ্যা পরবর্তি সময়ে এরখম ভুল কখনো
করবে না কেমন যদি কাউকে ভাললাগে
অপেক্ষা না করে ভালোবাসি বলে
দিবে।
জানি তোমার মনের মধ্যে কি চলছে
আমাকে ক্ষমা করে দিও আমার কিছু
করার নেই।
তবু যদি আমাকে সত্যি ভালোবেসে
থাকো তাহলে তুমি খারাপ পথে যেও
না আমার থেকে অনেক ভালো মেয়ে
পাবে তুমি দেখে নিও তাকে নিয়ে
সুখি হও।
বিদায়..ভালো থেকো।
শুভ কোনো কথাই বলেনি শুধু শেষে
বললো তুমিও ভালো থেকো বিদায়। রুমু
চলে গেল শুভ ঠাঁয় দাঁড়িয়ে হঠাৎ আকাশ
থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। শুভর বুক
ফাটা কাঁন্নার বৃষ্টি আর আকাশ থেকে
ঝড়া বৃষ্টি মিশে একাকার। !
!
মরাল----সময়ের কাজ সময়ে করতে হয়।
একবার সুসময় চলে গেলে আবার সে সময়
ফিরে পাওয়া সম্ভব না, তবে হা পাওয়া
যাবে শুধু হতাশা আফসুস।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ