-----যদি প্রথম দেখায় তুমি কোন ছেলেকে বা কোন ছেলে তোমাকে পছন্দ করে তাহলে এটা কি ভালোবাসা?
"হয়তো না "
কারন প্রথম দেখায় তো কোন আসভাব পত্র ও ভালো লাগতে পারে আমারত সেটা ঘরে সাজিয়ে রাখি সুন্দর্যের জন্য।
---- যদি রাত ভর তুমি তার সাথে কথা বলে সময় কাটাও
তাহলে এটা কি ভালোবাসা?
"হয়তো না"
কারন দুইজন অপরিচত মানুষও কথা বলে সময় কাটানোর জন্য।
---- যদি তোমার কষ্টে কেউ কাঁদে আর তুমি তার কষ্টে তাহলে এটা কি ভালোবাসা?
"হয়তো না"
কারন একজন ভিখারি ও অন্য ভিখারির কষ্ট দেখে কাঁদতে পারে কিন্তু কিছু করতে পারেনা আফসোস ছাড়া।
---- যদি কখনো তুমি ভয় পেয়ে ছেলেটার হাত বা ছেলেটা ভয় পেয়ে তোমার হাত চেপে ধরে তাহলে এটা কি ভালোবাসা?
"হয়তো না"
কারন ভয় পেলে তুমিতো আমার পাশের যে কারো হাত চেপে
ধরতেই পারি।
---- যদি প্রতি বছরই তোমরা তোমাদের বিবাহবার্ষিকী পালন করে থাকো তাহলে এটা কি ভালোবাসা?
"হয়তো না"
কারন ভালোবাসার জন্য কোন দিন তারিখ ঠিক করা হয়নি
যে কোন সময় ভালোবাসা যায়।
---- আর যদি তোমার একটু দুষ্টুমিতে কারো মুখে ভুবন ভুলানো হাসি ফুটে,,,, তোমার বাস্তবতা মেনে নিয়ে সে যদি তোমার সাথে নিজের সবটা শেয়ার করেতে পারে,,,, তোমার উপর বিশ্বাস রেখে তার সারাটা জীবন তোমার সাথেই কাটানোর জন্য শপত
করে তাহলে,,,,,,,,
হ্যাঁ তাহলে এটাই ভালোবাসা। আর এমন কোন ভালোবাসার মানুষ যদি তুমি পেয়ে থাকো তাহলে তাকে আগলে রাখো।
#পিয়ু
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ