মাইয়া তুমি জানো আমারে বিয়ে করলে তোমার
কপালে কিরকম শনি আছে?
- কি রকম কউ শুনি
- চাকরি বাকরি কিচ্ছু করমু না,
ঘরে বইসা বইসা খালি স্ট্যাটাস
দিমু ফেসবুকে
- আচ্ছা বাবু, বলসিতো আমিই
চাকরি করবো, তোমার
করতে হবে না
- বেগানা নারীদের সাথে লুতুপুতু
চ্যাট করমু সারাদিন
- আচ্ছা কইরো, ওরা চ্যাটই
করতে পারবে, তুমিতো আমারই
থাকবা
- মাইরালা এত্ত এত্ত কাপর আর
থালাবাসন মাজতে হইবো, কোন
কাজের লোক এলাউড না
- সব করবো বাবু, অফিস
থেকে এসে নিজ
হাতে রান্না করে খাওয়াবো
- এহহহ রান্না পারো কিছু? একটু
যদি খারাপ হয় রান্না ঢিশুম ঢুশুম
মাইর দিমু কিন্তু
- তুমি আমাকে মারবা ? আচ্ছা, যত
ইচ্ছা মাইরো, আমি শুধু
তোমারে পাপ্পি দিমু
- বেগানা নারী ছি ছি কিসব
ইমো দেয়! বিয়ের পর বছর বছর
বাচ্চা নিমু, তোমার
বারোটা বেজে যাবে
- এটাই তো চাই! আমার বাবু
গুলা তোমাকে আব্বু ডাকবে! আর
কিসুতো চাই নাই
- এত এত ঐত্যাচারের পরও....
- হ্যাঁ, কারণ তুমি শুধুই আমার,
তোমাকে আর
কারো হতে দিবো না,
বুঝেছো? নো মেটার হোয়াট ইউ
সে টু মি অর হোয়াট ইউ ডু, তুমি আর
কারো হতে পারবেনা,
মাথায়
গেসে ব্যাপারটা ?
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ