#আবির ♥♠
ভুতের ভয়ানক গল্প তো প্রতিদিন ই পরেন। চলুন না আজ একটু মানবতার দিক টাও দেখি।।আমি জানি এই ঘটনাটা আপনার জানা। তারপর দিলাম।।
ভুল করলে ক্ষমার দৃস্টি তে দেখেবেন।।।
একজন ডাক্তারএকটি জরুরী সার্জারির জন্য
তাড়াহুড়ো করে আর একডাক্তারকে হাসপাতালে
ডেকেগতিতে হাসপাতালে পৌঁ হাসপাতালে ঢুকেই সে
নিজেকেদ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর সার্জারির
ব্লক এগিয়ে সে দেখল রোগীর ( একটি ছোট্ট
ছেলে )বাবা ওখানে পায়চারি করছে দ অপেক্ষায় ,ডাক্তার কে
দেখামাত্রলোকটি চেঁচিয়ে উঠল-... আপনার আসতে এত
দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছুআছে আপনার? আপনি
জানেন আমার ছেলেএখানে কতটা শোচনীয় অবস্থায়
আছে ???? ডাক্তার ছোট্টএকটা মুচকি হাসি হেসে বলল- "আমি
দুঃখিত,আমি হাসপাতাল এ ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে এলা তাই
খানিক দেরি হল, এখন আপনি যদি একটু শান্ত হন, তবে আমি আমার
কাজ টা শুরু করি ?" লোকটি এবার যেন আরও রেগে
গেলো, ঝাঁঝাঁলো স্বরে বলল-" ঠাণ্ডা হব? আপনার সন্তান যদি
আজএখানে থাকতো? আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে
দাঁড়াইয়া থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে
থাকতেন ??" ডাক্তার আবার হাসলেন আরবললেন"আমি বলব
পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেআমাদের সৃষ্টি আর
মাটিতেই আমরা মিসে যাব ! ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান
করতে পারেননা আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে
থাকুনআমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা টা করব ।" লোকটি পুনরায়
রাগত স্বরে বলল-"যখন আপনারটেনশন না থাকে তখন
উপদেশদেয়া সহজ ই !!" এরপর ডাক্তার সাহেব সার্জারির রুম এ
চলে গেলো, ২ ঘণ্টার মত লাগলো, শেষে হাসি মুখে
ডাক্তা হাসি মুখে বের হয়ে এলেন,"আলহামদুলি ল্লাহ
অপারেশন সফল"এরপর লোকটির উত্তরেরঅপেক্ষা না করেই
ডাক্তারআবার বলে উঠলেন-"আপনার কোন প্রশ্ন থাকলে নার্স
কে জিজ্ঞেস করুন", বলে তিনি চলে গেলেন ।
এরপরলোকটি নার্সকে বললেন- "ডাক্তার এত ভাব নেন কেন?
তিনি কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারতেন না? যাতে আমি
ওনাকে আমার সন্তান এর ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম ।" নার্স
কান্নায় ভেঙ্গে পড়লেন আরজানালেন- ডাক্তার এর ছেলে
আজ সকালে মারা গেছেন রোড এক্সিডেন্ট এ, তিনি আপনার
ফোন পেয়েওনারছেলের জানাজা থেকে উঠে এসেছেন
,এখন আবার দৌড়ে চলে গেলেন- কবর দিতে । নৈতিক শিক্ষা :-
একজন মানুষ কে কখনো তার বাইরের আচরণ দেখে
যাচাইকরবেন না, কারণ আপনি কখনইজানেন না তিনি কিসেরমাঝে
আছেন
#মাটির_আয়না
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ