āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3087

কবিতার নাম-          পুকুর পাড়ে ঘুমানো

হঠাৎ যখন পুকুর পাড়ে বসিয়া রহিয়াছি।
তখনই গাছ তলায় ধাক্কা দিয়ে আরো আরাম করে রহিয়াছি,

সেই সাথে ঘুমিয়ে পড়িলাম আমি,
এই নিস্তব নির্জন পুকুর পাড়ে,

মধাহ্ন গড়িয়ে দুপুর চলিয়া আসিলো,
তবুও যেন আমার ঘুম ভাঙ্গিলো না!

উত্তপ্ত রোদ্রের মাঝে প্রকৃতির আলো বাতাসে,
ঘুম যেন আরো গভীর হলো এই প্রকৃতির বাতাসে,

এমন ঘুম হয়নি কখনো হইনি,
তবুও যেন আজ হইয়াছে।

যখন দুপুর হইয়া সন্ধ্যা হইয়া গেছে।
তখনিই যে ঘুম ভাঙ্গিলো,

চোখ খুলে দেখিলাম কোন এক জলপরী,
আমারই সামনে এসে দাড়িঁয়ে রহিয়াছে,

আমি কিছু বলার আগেই চলিয়া গেল,
আর আসিলো না,আমার ধারে,
তখনই মন খারাপ করে চলিয়া গেলাম বাড়ীতে।

                          সমাপ্ত

লেখক-হৃদয় আহমেদ এ এইস

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ