āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

707

- খেয়েছো দুপুরে?
- হুম।
- কখন?
- সাড়ে তিনটায়।
- দিন ছোট। এতো দেরী হলো যে।
- এমনই।
- আর এরকম যেন না হয়।
- আচ্ছা।
- বেরুবে কখন?
- একটু পরেই।
- বেরুবার আগেও বলবে, বাস না পাওয়া পর্যন্ত অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, তার চেয়ে নাস্তা করে নিও। চা খেয়ো। সিগারেট খেও না।
- আচ্ছা।
- বাসে উঠলে?
- হুম।
- সিট পেয়েছো?
- পেয়েছি।
- ঘুমিয়ে যেও না। পনেরো মিনিট পর আমি ফোন দেবো।
- আচ্ছা।
- আচ্ছা কী? আচ্ছা বলেই তো ঘুমিয়ে যাবে। নেত্রকোণা না নেমে, নামবে গিয়ে বাংলা!
- আরে না।
- আচ্ছা। মনে থাকে যেন।
- হুম।
- নেমেছো?
- নামলাম।
- বাসায় যাবে?
- না। কাজ আছে এদিকে।
- ফ্রেশ হয়ে নিও।
- আচ্ছা।
- আজ সারাদিন সিগারেট খেয়েছো?
- উহু।
- উহু কী? সত্যি করে বলো।
- খাই নাই।
- একদম মিথ্যে বলবে না।
- খাই নাই তো।
- গুড।
- কয়টা বাজে এখন?
- রাত সাড়ে বারো।
- ঘুমাবে কখন?
- দেরি আছে। তুমি?
- আমি একটা বাজলেই ঘুমাবো। তোমাকেও এত রাত জাগতে হবে না।
- তোমার ঘুম পেলে বলো।
- আমি তো ঘুমাবোই। তুমি কী করবে শুনি?
- আমিও ঘুমাবো।
- আচ্ছা।
- একটা বাজে। ঘুম পাচ্ছে।
- আরেকটু।
- ঠিক আছে। দুই মিনিট আর।
- তিন মিনিট।
- আচ্ছা।
- তুমি ঘুমিয়ে গেছো? আহারে।
- সকালে জাগিয়ে দেবো। শুভরাত্রি। ভালোবাসি।
-.....
- চুপ কেন? কিছু বলো।
-......
- আজব। আচ্ছা আমি ঘুমাই। বাই।
কল্পিত এই কথোপকথন ধরে বলা যায়- এই টুকরো টুকরো যত্ন না পেলেও কেউ দিব্যি তার দিন যাপন করতে পারে, খায়দায় নিয়ম করেই, ঘুম পেলে ঘুম যায়, সময়মত পড়াশোনা করে, বাজার করে, আড্ডা দেয়, মানে সবই করে
এই টুকরো টুকরো যত্নের অভাবে মানুষ শ্বাস নেয়া বন্ধ করে না। স্বাভাবিক জীবনেরও ছন্দপতন হয় না।
তবুও একটা কথা থেকে যায় - এই ছোট ছোট যত্নগুলো কাউকে দারুণ প্রাণবন্ত আর ঝরঝরে রাখে, শান্তিতে রাখে, স্বস্তিতে রাখে, এইসব যত্নেরা কাউকে কাউকে ভালো রাখে খুব।।😭😭😭
.
.
লেখক: ভালোবাসার অলিখিত নীল কাব্য(হিমাদ্রী মেঘ)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ