āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ⧍⧝ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2804

#অনুগল্প

--- কিরে! সকাল গড়িয়ে দুপুর হতে চল্লো এবার তো উঠ (আম্মু)
--- হুম (আমি)
--- কি হুম?
--- উঠছি
--- সেই সকাল থেকে বলেই যাচ্ছিস উঠছি, এখনো তোহ উঠলি নাহ,,, আর এদিকে ঘরে মেহমান এসে বসে আছে, ঘরে যে কিছু নেই সে খেয়াল কি তোর আছে?
- গত পরশু নাহ বাজার করে আনলাম!
- আরে ওগুলো তোহ আছেই মেহমান দের জন্য কিছু স্পেশাল বানাতে হবে নাহ?,,,, টেবিলের উপরে লিস্ট রাখা আছে,,, নাস্তা করে সেগুলো নিয়ে আয়।
--- আরে, সেই সকাল থেকে মেহমান মেহমান করছো আসছে কে শুনি?
--- তোর বড় খালা আর জান্নাত এসেছে
--- জান্নাত?
--- হুম, ওর এইচএসসি শেষ,,, কলেজ বন্ধ, তাই কিছু দিন আমার কাছে বেড়িয়ে যেতে বলছি, তুই তোহ আর আমায় নিয়ে যাবিনা তাই আমিই বললাম ওদের আসতে।
--- হম, আমিও ভাবছিলাম তোমাকে নিয়ে কাল পরশু খালামনি দের বাসা থেকে বেড়িয়ে আসবো (একদম মিথ্যা কথা) ;)
--- হইছে আপনে থামেন, কত যে নিয়ে যান তা আমার জানা আছে, এখন আর কথা না বলে তারাতাড়ি টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি।

চলে গেলো;
তার মানে আমি সকালে ওইটা স্বপ্ন দেখিনি! জান্নাত সত্তি সত্তি আমার রুমে এসেছিলো, আর আমার হলুদ প্যাড টা থেকে কি যেনো পড়ছিলো!
নিতুকে দেওয়া লাভ লেটার দেখেনি তো?
দূর! দেখলেই কি,,, যে কাউকেই ভালবাসার অধিকার সবারই আছে। শুধু সে (জান্নাত) ই কি পৃথিবীর একমাএ মেয়ে নাকি?
,
--- ওয়াও! ফুল গুলো তোহ খুব সুন্দর, কি নিষ্পাপ দেখতে (জান্নাত)
--- ফুলের কাজই মানুষ কে তার সুন্দর্য দিয়ে বিমোহিত করা, তার জন্য ফুলের ইর্ষনীয় রূপ থাকা অবশ্যক  (আমি)
--- বাহ ইদানীং তাহলে বক্তিতা ও খুব ভালো দিতে পারেন দেখছি? প্রেমে পরে কবি টবি হলেন নাকি?
--- কবি হতে এখন আর প্রেমে পরতে হয়না,, তবে চেস্টা অব্যহত আছে
--- কিসের চেস্টা?
--- প্রেমে পরার
--- তারমানে আপনি এখন আমাকে বুঝাতে চাইছেন আমি সিংঙ্গেল?
--- এতে বুঝানোর কি আছে?
--- তাহলে নিতুর সাথে কি আপনি হা-ডু-ডু খেলছেন?
--- সত্তি কথা বলতে প্রোপোজটা যদি একসেপ্ট হতো তাহলে, শুধু হা-ডু-ডু না আরো অনেক কিছুই খেলতাম।
--- লজ্জা করে নাহ আবার বলতে?
--- লজ্জা করার কি আছে! আমি কি খারাপ কিছু বলছি নাকি?
--- নাহ, আমি খারাপ বলতে পারেন? মোটেও নাহ
--- হম সেটাই,, থাক বাদ দাও তোমার সাথে এইসব মূল্যহীন কথা বলে লাভ নাই,,, আমি গেলাম
--- নীল?
--- আবার কি?
--- শুনলাম তোমাদের এখান থেকে একটু দূরেই নাকি মেলা বসেছে?
--- ওহ তাহলে ফ্রেন্ডরা আমাকে ওই মেলার কথাই বলেছিলো! হতে পারে
--- চলো নাহ মেলায় যাই!
--- দূঃখিত, আম্মু সন্ধার পরে বাড়ির বাহিরে থাকা পছন্দ করে নাহ।
--- খালামনি কে রাজী করানোর দায়িত্ব আমার
--- আসলে আমার একটা জরুরি কাজ আছে, আমি যেতে পারছি নাহ।
--- কি এমন জরুরি কাজ শুনি?
--- তেমন কিছুনা, এইতো নিচের ফ্লাটের ছোটভাই তানভির এর কাছে যাবো আরও একটা প্রেমপএ লিখানোর জন্য। আর তুমি যদি লিখে দাও তাহলে তোমাকে একটা কর্নেল আইসক্রিম খাওয়াবো প্রমিস।
--- কার জন্য লাভ লেটার লিখবা?
--- আমাদের ভার্সিটির হট গার্ল মাহির জন্য
--- মাহিকে লাভ লেটার দিবি মানে? তাহলে আমাকে প্রোপোজ করেছিলি কেন?
--- তখন তোহ আবেগের বসে করে ছিলাম। তুমিও তোহ রিজেক্ট করে দিছো?
--- রিজন ছিলো
--- রিজন টা কি? আমি দেখতে তেমন আহামরি সুন্দর না তাইতো!
--- নীল! কি বলো এইসব?
--- যা সত্তি
--- দেখো নীল! তুমি যখন আমাকে প্রোপোজ করো তখন তোমার ক্যারিয়ার গঠন করার সময়।
--- তুমি যদি রাজী হয়ে যেতো তাহলে কি আমার ক্যারিয়ার নস্ট হয়ে যেতো?
--- দেখো, আমি তা মিন করি নি! আমি তখন রাজী হলে তুমি হয়তো তখন আমার প্রতি দূর্বল হয়ে যেতে তোমার পুরো এটেনশন চলে আসতো আমার উপর, আর এতে করে তোমার লেখাপড়ায় এর প্রভাব পরতো। সো আমি চাইনি তোমার তেমন কোন ক্ষতি হোক।
--- হম,
--- কি হমম?
--- কিছুনা আমার নিচে যেতে হবে
--- নীল?
--- বলো
--- ভালোবাসি
--- তোহ আমি কি করবো?
--- ওই নীলের বাচ্চা? বলছিনা তোরে ভালোবাসি আর যদি অন্য কোনো মেয়ের জন্য লাভ লেটার লিখছোস, তোহ বিয়ের আগেই হাত ভেংঙ্গে দিবো।
--- বিয়ের আগেই মানে? এখানে বিয়ে আসলো কোথাথেকে?
--- তোমার কি মনে হয় আমরা এখানে কিজন্য এসেছি?
--- তোমার এক্সাম শেষ তাই বেড়াতে এসেছো
--- জি নাহহ বুদ্দু, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে, আর একটা সিক্টের কি জানো?
--- কি?
--- তোমার আমার বিয়ে সেই ছেলেবেলা থেকেই ঠিক করা ছিলো।
--- ওএমজি! তারমানে এখন থেকে এই পেত্নির সাথে সারাজীবন কাটাতে হবে?
---- কিহ! আমি পেতনি? তবে রে
শুরু হলো আমার আর জান্নাতের দৌড়,,, ও আমার পিছু পিছু ছুটছে। আমিই তোহ নিজেই চাই ও যেনো সারাজীবনেও আমার পিছু না ছাড়ে

লেখা: Kazi Muhammad Moktakin

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ