āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ⧍⧝ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2827

###_রুমডেট_###

- দেখো আসিফ বিয়ের আগে এসব ঠিক নয়। তুমি বুঝতে চেষ্টা করো।
- রিমি তুমি আমাকে ভালোবাসনা, বিশ্বাস করনা?
- করি তো। তোমাকে অনেক ভালবাসি।
- তাহলে না করনা প্লিজ।
- না আসিফ আমি পারবোনা। আমরা বিয়ে তো করবই। শুধু শুধু বিয়ের আগে কেন.....
- সেটাই তো বিয়েতো করবোই। তাহলে সমস্যা কোথায়?
- বিয়ে করবো কিন্তু এখনো করিনি তো? প্লিজ আমাকে জোর করনা। আমি তোমার কথা রাখতে পারবোনা।
-  অনেকেই তো রুমডেট করে।
- অনেকের সাথে আমাকে তুলনা করতে আসবানা একদম। না বলেছি তো না।
- প্রমাণ করলে যে তুমি আমাকে একটুও ভালবাসনা।
- আমি তোমাকে ভালবাসি আসিফ কিন্তু তোমার মনের এই নোংরা চিন্তা ভাবনা কে নয়।
- ঠিক আছে। রাখবেনা আমার কথা যাও তোমার সাথে ব্রেক আপ।
- তুমি কি ভেবেছো আমাকে ইমশোনাল কথা বলে ভোলাবে? ব্রেক আপের ভয় দেখিয়ে রাজি করাবে? তাহলে ভুল ভাবছ। শোনো নিজের সম্মান বিসর্জন দিয়ে আমার রিলেশান রাখার কোনো দরকার নেই। তুমি বরং অন্য কাউকে খুঁজে নাও যে এসব মিষ্টি কথায় ভুলবে।
ফোনটা কেটে দিয়ে একেবারে সুইচ অফ করে দিল রিমি। আসিফের মন মানসিকতা এতটা নিচ রিমির জানা ছিলনা। রিলেশনের দু বছর পরেও সে আসিফের এই রূপটার কথা জানতেই পারেনি? কি চিনেছে এতদিনে সে আসিফকে? রুমডেট! ছিঃ রিমি নিজেই নিজেকে ধিক্বার দেয়।
ব্রেক আপ হয়েছে ভালই হয়েছে।

আজ রিমি হয়ত তার প্রেমিক আসিফের ফাঁদে পা দেয়নি। কিন্তু প্রতিনিয়ত কোথাও না কোথাও অন্য কোনো রিমি আসিফের মত প্রেমিকের এধরনের মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে নিজের সম্মান বিলিয়ে দিচ্ছে। তুমি আমাকে ভালবাসনা, বিশ্বাস করনা, বিয়ে তো করবই ইত্যাদি শুনলে বেচারি প্রেমিকা গলে জল হয়ে যায়। এমনিতেই মেয়েরা নরম মনের হয়। যাকে ভালবাসে তাকে অন্ধের মত বিশ্বাস করে। এতটা প্রবল বিশ্বাস যে তারই বশে নিজের সম্মান প্রেমিক নামের প্রতারকের কাছে বিলিয়ে দেয়। যার ফলাফল আমরা সামাজিক গণযোগাযোগ মাধ্যমগুলোর হেডলাইনে দেখতে পাই। প্রেমের ফাঁদে ফেলে ধর্ষন, গোপন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তরুনীকে ধর্ষন করেছে প্রেমিক,  গোপন ভিডিও প্রকাশ তরুনীর আত্নহত্যা ইত্যাদি খবরের কাগজে হেডলাইন গুলো প্রতিদিনই চোখে পড়ে। নেহাত এর সংখ্যাও কম না।
জোর করে ধর্ষন আর স্বেচ্ছায় ধর্ষিত হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিশ্বাসের কাঠের চশমা পরে থাকা প্রেমিকা গণকে বলছি আপনার প্রেমিক  যখন নানাভাবে ইমোশনাল কথায় রুমডেট করার কথা বলবে তখন তার মিষ্টি কথায় না ভুলে বরং তা এড়িয়ে যাবেন। রুমডেট না করলে রিলেশান ভেঙে যাবে? ভাঙতে দিন না। নিজের মান সম্মান, পরিবারের মান সম্মানের চেয়ে কি রিলেশানটাই বড়? মৌমাছি কিন্তু এক ফুলের কাছে দুবার আসেনা। কি এমন গ্যারান্টি আছে রুমডেটের পর রিলেশান টিকে থাকবে? মাঝখানে শুধু নিজের জীবনটা নরকে পরিণত হবে। কোনো মেয়ে যদি প্রেমিকের এই প্রস্তাবটা না করতে পারে তবে স্বেচ্ছায় ধর্ষিত মেয়ের সংখ্যা একটা হলেও কমবে।

আমার এই পোস্টের উদ্দেশ্য কাউকে প্ররোচিত বা  কাউকে অসম্মান করার জন্য নয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। যদি কোনো বিষয় অসংলগ্ন মনে হয় অবশ্যই জানাবেন।

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ