āĻļāύিāĻŦাāϰ, ā§Šā§Ļ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2858

আজও আকাশটা নীল! সাদা কালোর কুন্ডুলি পাকানো মেঘ, বাতাসে ভেসে বেড়াচ্ছে! যেকোন সময় বৃষ্টিটাও অঝোড় বেগে নামবে! বেশ জরালো বাতাসও বইছে! মৃদু গন্ধসিক্ত গায়ের বিন্দু বিন্দু জমে থাকা ঘামগুলো বাতাসের ঠান্ডা অনুভবে শুকিয়ে যাচ্ছে! চুলগুলো ঢেউ খেলছে সেই বাতাসের সাথে! হাতে থাকা সিগারেটের ধোঁয়াটাও সম্পূর্ণ সাদা, ঠিক আকাশের সেই সাদা মেঘের মতো।
...
আজো বসে আছি সেই চিরচেনা, চিরঅচেনা নদীর পাড়টাই! দুর্বা আরোও কিছু ঘাসে লতাপাতা ভরা উচু একটি স্থান! বসে আছি, মন চাক কিংবা না চাক! এখানে বসে থাকাটা যে এখন আমার নিত্য দিনের কাজ হয়ে দাড়িয়েছে! বলতে পারেন শ্রেষ্ট একটি জায়গা আমার জন্য এটি! কেন জানি খুব ভাললাগে, একা একা বসে কিছু সময় পার করতে! সঙ্গী হিসেবে সেই লতাপাতা, মাঝে মাঝে পাখির অজানা একটি ডাক, মাঝে মধ্যে নদীর ঢেউ যেন প্রতিটি রক্তের শিরা বেয়ে হৃদয়টাকে সর্প্শ করছে! চির অচেনা আজানা এক সুরের মোহনায়!
...
আশে পাশে অনেকই তো আছে...... নিজ নিজ কাজ... নিজ নিজ আড্ডায় মেতে! সেই দিকে কোন ভ্রুক্ষেপ নেই আমার!  হঠাৎ কাধে কারো হাতের সর্প্শ! ফিরে তাকাতেই চির অচেনা মুখটা কোথায় যেন হারিয়ে ফেললাম! কখনও কি পাবো তার সন্ধান? তাকে যে ভালোবাসি।

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ