āĻļāύিāĻŦাāϰ, ā§Šā§Ļ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2861



❝ দুষ্টু মিষ্টি ভালোবাসা ❞


--এই নিলয় ওঠ।
.
--না পারমুনা আরেকটু ঘুমামু।
.
--উহহ...আল্লাদ আরেকটু ঘুমাবে, তাহলে তোমার অফিসে যাবে কে হুম্ম...???
.
--আমার লক্ষী বউকে ছেড়ে কি অফিসে যেতে ইচ্ছে করে হুম্ম....??? এই আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না।
.
--উহহ..ঘুম পাড়িয়ে দাওনা (মুখ বিকৃত করে), তোমার অফিসে যাবে কে শুনি...???
.
--আজকে কি না গেলেই নয়...???(অসহায় কন্ঠে)
.
--না, আর দুদিন পরে পুজো আর তুমি এই বলছ।
.
--প্লিজ আজকে একটু না যায়,,,, আজকে না হয় আমার এই লক্ষী বউটাকে দেখি...!!
.
--উমমমম...ঢং কত...তাড়াতাড়ি অফিসে যাও এবং ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আজকে পুজোর মার্কেটে যাব,,, আমি কিন্তু রেডি হয়ে বসে থাকবো..!!
.
--উমমমম পুজোর মার্কেটে যাবে,,, আমার টাকা পয়সা নাই আমি যাবার পারমু না..!!
.
--ওইইই পাজি ছেলে তাড়াতাড়ি দেরি করলে কিন্তু দু কান কাঁচি দিয়ে সমান করে কেটে দেবে...!!
.
--তাতে আমার কি হুম্ম...??? তোমাকেই লোকজন বলবে কান কাটার বউ,,, হাহাহা...!!
.
--তবে রে পাজি নচ্ছার....

এতক্ষণ আমার লক্ষী ফুলটুসি বউ অদ্রিকার সাথে ঝগড়া করছিলাম। আজ তিনমাস হল ওর সাথে গাঁটছড়া বেধেছি।আমার গিন্নীটা খুব খুনসুটি আর অভিমানি, প্রত্যেকদিন আমার সাথে ওর ঝগড়া হবেই, ঝগড়ায় জিতে গেলে যে খুনটির হাসিটা হাসে তা যেন আমার জন্য অমর সন্জীবনী। ভালবাসে আমাকে খুব, বিয়ের আগে আমার সাথে প্রেম করতে পারেনি তাই প্রতি সপ্তাহে আমার জন্য একটা চিঠি লিখে বালিশের নিচে লুকিয়ে রাখে, চিঠির উত্তর না দিলে গাল ফুলিয়ে বসে থাকে।
.
দুদিন পর পুজোর ছুটি, তাই অফিসের ব্যাস্ততার কারণে আজকেও আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল, বসের কাছে অবশ্য ছুটি চেয়েছিলাম, কিন্তু এ্যালাও হয়নি। জানি না বাড়িতে ঢুকলে, গিন্নী আমাকে আস্ত রাখবে কিনা।
বাড়ি এসে দেখি রুমের দরজা ভেজানো, অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোন সারাশব্দ পাচ্ছি না, কি হল...???, তাহলে ও কি.....
পিছন থেকে মা এসে আমাকে গালাগালি শুরু করে দিলো, পাজি, নচ্ছার, তুই বউমাকে কি বলেছিস হ্যাঁ...??? আজ সারাদিন স্নান, খাওয়াদাওয়া না করে ঘর দোর বন্ধ করে বসে আছে, ঠাকুরই জানে তোদের মধ্যে কি হয়,,,,,!!
এই বলে মা চলে গেল। এই পাজি মেয়েটার জন্য বুঝি আমার আদর উঠে গেল,,,,, দুদিন এসে ঠিকই বাড়ির সবাইকে হাত করে নিয়েছ। ওনার কিছু হলেই সবাই এসে আমাকে ঝাড়বে, এমন করে যেন আমি ওদের কেউই না,,,,ওই পাজি নচ্ছার মেয়েটাই যেন ওদের সবকিছু।
নরম সুরে আবার ডাকতে থাকলাম,
--অদ্রিকা.....
.
--ওওও অদ্রিকা কুমারি একটু দরজা খোল না বাবু, এই কান ধরছি, তুমি যা বলবে তাই শুনব, এখন একটু খোল প্লিইইইইজ...!!
.
ভিতর থেকে এবার আওয়াজ আসল,,,
--যাও না ওই নাকথাবড়ি চয়নিকার কাছে এসেছে কেন...........??????????
.
এই কাম সেরেছে মাইয়া তায়লে সবকিচু দেইখ্যা ফালাইছে,,,, অফিসে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে চয়নিকাকে যখন বাইকে করে অফিসে নিয়ে গেছিলাম তাহলে ও দেখে ফেলেছে....??? ধ্যাত্তেরি কেন যে ওকে নিতে গেলাম।
আবার ওকে ডাকলাম...
--ওওও অদ্রিকা খোল না প্লিজ, এই তোমার কান ছুয়ে প্রতিজ্ঞা করছি, থুক্কু আমার কান ছুয়ে প্রতিজ্ঞা করছি আর এমন করব না প্লিইইইইইজ....!!
.
এবার বোধহয় মহারানীর দয়া হল দরজাটা খুলে দিল।
কিন্তু একিইইইই ঘরদোরের এ অবস্থা ক্যান....???
ওওও মাগোওওও আমার পছন্দের নীল রংয়ের শার্টের এ অবস্থা ক্যান...??? কালো রংয়ের মার্কার দিয়ে লুডুর কোর্ট একে রেখেছে।
হায় হায় মাইডা এইডা কি করেছে চয়নিকার দেয়া ঘড়িটা এখনও হাতে পড়িনি ওইটাও ভেঙে চুরমার করে ফেলেছে, বুঝিনা মেয়েটা এরকম করে কেন,,,,,
--ওইইই তোমার কি ভুতে ধরেছে এমন করছ কেন...????
.
--যাও না চয়নিকার কাছে, আমার কাছে কি...???
.
--আরে পাগলি ও আমার কলিগ, তাই বলে ওর সাথে কথা বলব না...??? ওর দেয়া ঘড়িটা যে ভেঙে ফেললে, ও যদি ঘড়ির কথা বলে আমি কি বলব...???
.
--কি বলবা আমি জানি না,,,, তুমি আর আমার সাথে কথা বলবা না,,,!!(কেঁদে ফেলে)
.
সেদিন রাতে আমার সাথে কথা বলা তো দুরের আমার দিকে ভাল করে তাকালোও না,
আমি যেঁচে কথা বললাম না, দেখি কতক্ষণ এভাবে থাকতে পার...!!
সকালে মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙ্গলো,,,, পাশে দেখি গিন্নী নেই,,,,!!!
মা এসে বললো, বউমাকে পশ্চিম পাড়া থেকে একটু ঠাকুর দেখায়ে নিয়ে আয় তো ওর ভাই ওকে নিতে এসেছে,,,, ঠাকুর দেখেই নাকি বাপের বাড়ি চলে যাবে ওত করে বললাম পুজোর পরে যেতে, কিন্তু এখনই যাবে,,, মেয়েটা বড্ড অভিমানী রে...!!!
মনে মনে বললাম, অভিমানী না ছাই, আস্ত একটা বদমাইশের ধারি,,,!!
.
অদ্রিকা দরজার পাশে জল ছলছল চোখে আমার দিকে চেয়ে আছে, যেন পল্লী প্রান্তের নিভৃত চুত -বকুল বিথীর প্রগাঢ় শ্যাম স্নিগ্ধতা ডাগর চোখ দুটির মধ্যে অর্ধসুপ্ত রয়েছে, প্রভাত এখনও হয়নি রাত্রে শেষের অলস অন্ধকার এখনো জুড়ে আছে। লাল পেড়ে একটা শাড়ি পড়ছে, যেন শরৎএর শারদীয়া আমার ঘরে এসেছে।
ও যেন কি একটা বলবে বলবে ভাবছে কিন্তু কিছু বলতে পারছে না। আমি ওর কাছে গিয়ে বললাম কিছু বলবে,,,,???
টলমল চোখের জল নির্গত করে, বাচ্চা মেয়ের মত অভিমানের কান্না জুড়ে দিয়ে বলল...ওইইই তুমি কাল রাত থেকে আমার সাথে কথা বলছ না কেন, আমি খুব পচা না...??? আমি আর তোমাকে জ্বালাতন করতে আসব না,,, শেষ বারের মত আমাকে দেখে নাও,,,!!
আমি ওকে জড়িয়ে ধরে বললাম, ওইইই বউ তুমি চলে গেলে আমার কি হবে হুম্ম....??? তুমি কি পারবে আমাকে ছেড়ে থাকতে...???
.
--ওইইই আমাকে বউ বলবা না,
আমার হাত ছাড়ো,,,,!!
.
--সত্যি সত্যিই কি ছেড়ে দেব...????
.
--ওইইই একদম খুন করে ফেলব।
.
--তখন আমার অদ্রিকার বাবুটার কি হবে,,,???
.
--হারিয়ে যাবে।
.
--ধুর পাগলি।
.
--এই শোন।
.
--কও সোনা।
.
--দশমীর দিনে কিন্তু আমাকে নিয়ে আসবে,, ,,!!
.
--হুম,,, ভালবাসি অনেক,,,!!
.
--কাকে,,,????
.
--আমার এই পাগলিটাকে,,,!!
.
--আমিও,,,!!
.
--আমিও কি,,,,,???
.
--ভালবাসি আমার এই শয়তান জামাইকে,,,,,!!

✎ S M Rasel Parvez

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ