āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2770

===বন্ধুত্ব অর্থ বাশ
.
লেখক: Tanjil Ahmed(দ্যা লিজেন্ড)
.
রাত ২.৩০ বাজে আমি ঘুমাই নাই এখনো
ভাবলাম ফ্রেন্ড একটার ঘুম ভাঙ্গাই।।তাই
দিলাম ফোন ৬নাম্বার বার রিং হওয়ার পর কল
রিসিভ করল...
-হ্যালো(ঘুম ঘুম কণ্ঠে শাওন)
-আরে দুস্ত তুই কই???(আমি)
-হারামী আমি আসমানে তুই এত রাতে ফোন
দিছস কেন??
-রাগ করছ ক্যারে।।দুস্ত আমার ফোনের টাইম
উল্টা পাল্টা হইয়া গেছে তাই সঠিক টাইম
জানার জন্য তরে ফোন দিলাম।।।
-কুত্তা বিলাই গরু তুই আমার এত মজার একটা ঘুম
ভাঙ্গাইছস টাইম জানার জন্য হারামী ফোন
রাখ।।।
-দুস্ত টাইম টা তো জানাইয়া কাট....
কুত কুত কুত ফোন কেটে গেছে....
.
এবার ভাবলাম নুরুল রে একটা ফোন দিয়া
দেখি প্যাঁচ লাগানো যায় কিনা।।।৫বারের
সময় নুরুল ফোন ধরা মাত্রই।।
-এই বেটা তুই কই(ধমক সুরে আমি বললাম)
-(ধরফর করে)কেন কি হইছে বে।।।(নুরুল)
-তর গার্লফ্রেন্ড বেটা আমারে শুধু মেসেজ
দিতাছে তাও আবার আই মিস ইউ,আই লাভ ইউ
এই টাইপের ডায়লগের মেসেজ ওরে না কর
মেসেজ না দিতে।।।
-কি আমি এখনোই কনভার্সন করে ওরে কল
দিতাছি।।তুই শুধু শোন।।
হেতীর গার্লফ্রেন্ড রে কল দিয়া বলতাছে
-এই তুমি ফাহিম রে মেসেজ দিচ্ছ কেন।।(নুরুল)
-কি আজেবাজে বলছ রাত ৩টার সময় পাগল হইছ
নাকি??
-এখন তো আমারে পাগল বলবাই আমার
ফ্রেন্ডরে তুমি মেসেজ দাও তাও আবার
রোমান্টিক মেসেজ।।।তুমি আমার সাথে আর
কথাই বলবা না।।
-এই তোমারে এসব কে বলছে।।।
-ফাহিম বলছে....ফাহিম এই ফাহিম তুই লাইনে
আছিস।।।
-ফাহিম বলল আর তুমি বিশ্বাস করতে পারলা...
ও তো ফাজলামি করছে আর তুমি আমারে
সন্দেহ করলা তোমার সাথে সম্পর্ক করাই
আমার ভূল হইছে।।
-এই ফাহিম তুই তো লাইনে আছিস তাহলে কথা
বলছিস না কেন।।
-দুস্ত গুড নাইট আমার অনেক ঘুম পাচ্ছে।।।আর
ভাবী দেখছেন নি নুরুল আপনারে কত সন্দেহ
করে...
এই বলেই আমি ফোন কেটে দিলাম......লও
ঠ্যেলা।।।২টায় এবার জগড়া করে মর।।।
.
এক্সাম হলে এক্সাম দিতাছি না পড়লে যেমন
হয় তেমনি দেখাদেখি চলতাছে।।৩নাম্বার
ব্রেঞ্চ থেকে ২নাম্বার ব্রেঞ্চে পেপার
রপ্তানির সময় স্যার ধরে ফেলছেন।।কিন্তু
সমস্যা টা ধরায় হয় হইছে পেপারের লিখায়।।।
-এই পেপার টা কার??(স্যার)
-জ্বী মানে আমার স্যার(সায়মন)
-হুম বুঝলাম প্রথম পৃষ্ঠায় লিখা কার??
-আমার স্যার(সামন)
-সেটা দেখতে পাচ্ছি।।
-মাঝের ২পৃষ্ঠা লিখা কার এগুলা তো তর
হাতের লিখা না।।।
-জ্বী না মানে...
-বল বল নইলে কিন্তু...
-স্যার লিখা টা আমার(আমি বললাম)
-আমি ও ভাবতাছিইই তুই হবি।।।
-আচ্ছা এবার বল শেষের পৃষ্ঠা লিখা কার এটা
তো সায়মন এর ও না আবার তর ও না এইটা
কার??
-ইয়ে মানে স্যার(আমি)
-মানে কি বল।
-স্যার লাষ্টের পেইজের লিখা টা আমার(নুরুল)
-মারহাবা মারহাবা ক্লাসের টপ ৩টা স্টুডেন্ট
একটা পেইজে লিখছ।।।এইটা কি করে সম্ভব।।
-দেখছেননি স্যার কত বড় তেলসমাতি হইয়া
গেল ৩জন মিলিয়া একটা পেইজ লিখল।।(আমি
বললাম)
-তেলেসমাতি ছুটাইতাছি।।।স্কুলে পেইজের
অভাব পরছিল তাই না।।তাই তুরা ৩টা মিলে
একটা পেইজে লিখছস।।।
-না মানে লিখার অভাব পরছিল।।।
অতঃপর স্যার তো রেগে মেগে আগুন।।।।অবশ্য
পরে পেপার দিছিল বাট লিখা গুলা আর দেয়
নাই।।।
.
ক্লাসে বাবলু মিয়া ফোন নিয়া আসছে হেতী
আমারে কোন দিন খাওয়ায় নাই তাই তারে
আজ বাঁশ দিতেই হবে...
-বাবলু তুই মোবাইল আনছস(আমি)
-হ দুস্ত।।(বাবলু)
-স্যার রে আমি কইতাছি।।
-না দুস্ত এইটা ভূলে কইস না দুস্ত।।।
-না আমি কইমুই।।
-দুস্ত পায়ে পরি।।এই স্যার রে আমার এমনিতেই
অনেক ভয় করে।।
-তুই আমারে কোন দিন খাওয়াস নাই।আজ আমি
তরে ছাড়ুম না।।স্যার
-ফাহিম তর হেতীর কসম লাগে প্লিজ দুস্ত তুই
এইবারের মত মাফ কইরা দে।।
-স্যার ও স্যার।।।
-ফাহিম কইছ না,, ফাহিম কইছ না।।।
-স্যার বলেই দাঁড়িয়ে গেছি বাবলু তো ওই
দিকে আমার প্যান্ট ছিড়িয়া ফালাইতাছে।।
-কি হইছে(স্যার)
-বাহিরে যাব স্যার।।।
-যাও।।।
অতঃপর বাবলুর চেহারার দিকে চেয়ে দেখি
বেচারা সত্যি অনেক বেশি ভয় পাইয়া
গেছিল।।
.
রাতে বান্ধবী একটারে আমার গোপন নাম্বার
থেকে ফোন দিলাম কিন্তু ফোন ধরছে হেতীর
আম্মু ভাবলাম এই তো সুযোগ বান্ধবীরে একটা
বাঁশ দেয়া প্রয়োজন।।
-হ্যালো(ওপাশ থেকে)
-হ্যালো পপি কেমন আছো গো।।।ঘুমিয়ে গেছে
নাকি আমার ফোনের জন্য জেগে আছো।।
জানো তোমাকে কতটা মিস করছি।।আই লাভ
ইউ জানু।।।
-আমি পপির মা।।
-সরি আন্টি।।।আমি ভাবছিলাম পপি।।।
-পপির সাথে তোমার কিসের সম্পর্ক।।
-না মানে.. ওর কাছ থেকে জেনে নিয়েন।।।
রাখি আন্টি।।।
ফোন টা কেটে দিলাম লও এবার ঠ্যেলা।।।
.
পরের দিন বান্ধবীর সাথে দেখা হইতেই।।।
-ফাহিম গতকাল জানিস কি হইছে।।(পপি)
-কি হইছে(আমি)
-কোন কুত্তায় জেনে আমারে ফোন দিছে আর
আম্মু ফোন ধরছেন আর ওই কুত্তাটায় বলছে
আমার সাথে নাকি তার সম্পর্ক চলতাছে।।
-বলিস কি।।।কে এই কাজ টা করতে পারে রে
দুস্ত।।
-জানিনা এই নে নাম্বার পরে আমি ট্রাই
করছি কিন্তু ফোন বন্ধ।।
-(বন্ধই তো পাবি আমি কি খুলে রাখুম)আচ্ছা
এই দিকে দেখে আর কাউরে দিস না পরে
অসুবিধা বেড়ে যেতে পারে।।।সবার মত তো
আর আমি না যে তর এইসব বিষয় জেনেও
কাউরে কমু না।।।অন্যরা তো তর এই সব বিষয়
শুনিয়া মজা করব।।।
-হ দুস্ত।তাই তো তরে বললাম।।এখন যাই আমি।।
-আচ্ছা যা।। এই আন্টি তরে কিছু বলে নাইই।।
-একটা চড় দিছে,,,আর ফোন ও নিয়া নিছিল
পরে অবশ্য দিছেন।।
-আহা রে বেচারী যা যা।।।।।।।।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ