āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2769

একবার ঈদের সময় দেবররকে শার্ট-প্যন্ট কিনে দিলাম।সে রাগে ছুয়েও দেখলো না।তার অভিযোগ ঈদের দিন কি খালি পায়ে হাটবে?জুতা কই?পরে জুতা কিনে দিয়ে, অনেক বুঝিয়ে তার মান ভাঙালাম।ভাবলাম ছোট ভাই, তাই একটু আব্দার বেশি।
আরেক ঈদে দুই ননদের পাঁচ ছেলে মেয়ে,দেবরের এক মেয়ে আর শ্বাশুরীকে কাপড় চোপর দিলাম।আমার শ্বাশুরী কান্না শুরু করলেন।সে বেঁচে থাকতেই তার মেয়ে,জামাই ঈদে কাপড় পায়না।মরলে কি হবে?ভাবলাম শ্বাশুরীরা এরকমই হয়।
ঐ ঈদেই ছোট ভাইকে ১৮০০ টাকা দিয়ে একটা প্যান্ট কিনে দিলাম।ভাই এর মুখ দেখে বুঝলাম পছন্দ হয়নি।৩০০০ টাকার নিচে নাকি ভালো প্যান্ট পাওয়াই যায় না।মাও প্রশ্রয়ের হাসি হেসে বললেন,ছোট ভাই বোনরা এরকমই হয়।ভাবলাম সংসারে বড়দের কাছে ছোটদের এরকম একটু আব্দার থাকে।
কিছুদিন পরে আমার বাসায় ছোট ভাই এর এক বন্ধু এলো। চট্টগ্রাম শহর দেখবে।ওতো আমার ছোট ভাই এর মতোই।তাছাড়া বাড়িতে গেলে আমার ছেলেমেয়েকে এটাওটা কিনে খাওয়ায়।ওকে ৮০০ টাকা দিয়ে একটা টি শার্ট কিনে দিলাম।ও যে কি খুশি হলো বলে বোঝানো যাবে না।আমার এই উদারতার(!!!) কথা বাবার বাড়ির এলাকায় মনে হয় জানতে কেউ বাকি নেই।
আমার বর অফিসের কাজে থাইল্যন্ড গেলে ওখান থেকে কিছু লেডিস ব্যাগ আনে।একটা ব্যাগ পরিচিত একজনকে দেই, যে এক সময় আমার অনেক উপকার করেছিলো।ব্যগটা পেয়ে তার খুশি,উজ্জ্বল চেহারা দেখে আমি লজ্জা পেলাম। তার খুশির কাছে উপহারটা খুব ছোট মনে হচ্ছিলো।
এরকম প্রায়ই হয়।দুঃসম্পর্কের কাউকে কিছু দিলে নিকটাত্মীয়ের চেয়ে তারা বেশি খুশি হয়।আসলে অধিকাংশ নিকটাত্মীয়দের কাছে ভালোবাসার চেয়ে অধিকার বোধটা বেশি থাকে।তারা ভাবে এটা তাদের প্রাপ্য। এখানে ত্রুটি(!!) থাকাবে,তাতো মেনে নেয়া যায় না।অনেকে অবশ্য বলে,এগুলোর আবার কি দরকার ছিল!!তবে তাদের বেশির ভাগই কৃতজ্ঞতা, খুশি হওয়া এসব বাড়তি ঝামেলায় যায়না।আবার যারা বেশি পায় তারা ভুলে যায়,তাদের যেমন পাওয়ার অধিকার আছে, তেমন দেয়ার কর্তব্যও আছে।
অন্যদিকে যারা কারো কাছ থেকে কিছু আশা করে না,বা পায় না তারা একটুতেই খুশি হয়ে যায়, অল্পতেই চোখে মুখে কৃতজ্ঞতা ভর করে।এদেরকে দিলে নিজেও শান্তি পাওয়া যায়।
অনেকে বলেন,কাউকে কিছু দিয়ে কিছু প্রত্যাশা করতে নেই।কিন্তু হয়তো আমি স্বার্থপর। তাই উপহার দিয়ে আমি গ্রহীতার চোখে খুশি,সন্তুষ্টি, আনন্দ প্রত্যাশা করি।
#রেহানা

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ