<প্রথম প্রেমের অনুভূতি>
সোহাগ প্রধান (Sohag)
একটা বিকট শব্দে চারিদিক স্বব্ধ হয়ে যায়।
স্যার হুমায়ন কথাটি ঠিকিই বলেছিলো,
প্রত্যেক মানুষ ই তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পরে।
হুম অামরা মূল কাহিনিতে ফিরে অাসি নিশান অার ফাতেমা এই এলাকাতেই থাকে ছোট থেকে ওদের বেড়ে ওঠা একই পরিবেশে। যদিও কিছুদিন ফাতেমার বাবা দেশের বাহিরে থাকার কারনে। ওদের কেও নিয়ে যায় দেশের বাহিরে। কিছুদিন দেশের বাহিরে থাকার পর ওই গ্রামেই ওরা ফিরে অাসে। ক্লাস ১ম-৩য় পযর্ন্ত নিশান ও ফাতেমা এক সঙ্গেই পড়াশোনা করেছে।ছোট বেলা থেকেই ওদের বন্ধুত্ব। ৩য় শ্রেণী থেকে ওরা দুই জন দুই স্কুলে পড়েছে।তাই ওদের সেরকম ভাবে দেখা সাক্ষাত ও কম হতো। একই এলাকায় বাসা হওয়ার বদৌলতে মাঝে মধ্যে দেখা হতো। কিন্তু কথা বলার সুযোগ খুবই কম ছিলো।এভাবেই কেটে যেতে লাগলো তাদের দিন তারপর তারা যখন প্রাইমারির গন্ডি পেরুলো। ভর্তি হলো একই হাই স্কুলে। তখন থেকে একটু দেখা একটু কথা বলা শুরু হলো। মাঝে মধ্যে এক সাথে স্কুলে যাওয়া একসাথে স্কুল থেকে অাসা। মাঝে মধ্যে ও টিফিন রেখে গেলে ওর টিফিন নিয়ে যাওয়া,বৃষ্টির দিনে ছাতা নিয়ে যাওয়া। একরকম বলতে গেলে ভালোই কাটছিলো ওদের দিনগুলি। ওরা যখন জে.এস.সি পরিক্ষা শেষ করে ক্লাস নাইনে উঠলো তখন তারা দুইজনেই সাইন্স নিলো ওই স্কুলে অাবার সাইন্সের ছেলে মেয়েদের এক সাথেই ক্লাস হতো। তাই তাদের সাইন্স নেওয়ার বদৌলতে কথা বলার,দেখা হওয়ার সুযোগটা অারো বেরে গেল। নিশান অার ফাতেমার বাসা যে একই গ্রামে ওদের বন্ধুরা কেউ জানতো না। কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে তারা জানতে পারলো তাদের বাসা একই গ্রামে। মাঝে মধ্যেই ওরা একসাথে স্কুলে অাসতো বাসায় যেত এটা কোনো এক বন্ধুর নজরে পড়লো। সে এসে পুরা ক্লাস সাপ্লাই দিলো। বন্ধুরা জানেনই তো নাছর বান্দা কোনো কিছু পাইলেই হয়। তারা ভেবে নিয়েছে নিশান ও ফাতেমার মধ্যে চলতেছে।নিশান এমনিতেই খুতখুতে স্বভাবের ছেলে। সহজ সরল চলাফেরাই বিশ্বাসী। অন্যদিকে ফাতেমা চঙ্চল প্রাকৃতির মেয়ে। প্রেম ভালোবাসা তখন কিছুই বুঝতোনা নিশান। তাই বন্ধুদের কথা সেরকম কেয়ার করেনি।ফেইজবুক ফোনে প্রতিনিয়তই ওদের কথা হতো। একে অপরের ভালোলাগা শেয়ার করতো, একে অপরের কেয়ারিং করতো,কারো কোনো সাহায্য লাগলে একে অপরকে সাহায্য করতো।এক কথায় একে অপরের পরিপূরক ছিলো। এভাবেই চলতে থাকলো ওদের দিন। সময় হয়ে গেলো এস এস সি পরিক্ষার,পরিক্ষার সময় নিশানের শুধু বন্ধুদের বলা ওকে অার ফাতেমাকে নিয়ে বলা ওই কথাগুলোই মনে পরে। নিশানের পড়াশোনায় মন বসে না।ওই বিষয়টি নিশানের মনে বিরুপ প্রভাব ফেলে। পরিক্ষা শেষ হলো ।ফলাফল বের হলো দুই জন দুই মেরুর বাসিন্দা হয়ে গেলো কারণ দুই জন দুই কলেজে চান্স পেলো বিধায় দুই জনকে দুই কলেজে ভর্তি হতে হলো। দুইজন দূরে থাকলেও সোস্যাল সাইটে তাদের যোগাযোগ হতো প্রতিনিয়তই। বিষয়টি তখনো ফাতেমার কানে যায় নি। স্যার হুমায়নের কথাটি অাবারো মনে পরছে যে,একটা ছেলে ও একটা মেয়ে কখনই বন্ধু হতে পারে না। তারা এক সময় না একসময় একে অপরের প্রেমে পরবেই। হয়তো ঠিক সময়ে অথবা ভূল সময়ে । অাসলেই প্রেম বলে কয়ে অাসে না। নিশান বুঝতে পারলো ফাতেমার প্রতি তার একটা ভালোলাগা তৈরী হয়ে গেছে,। ফাতেমার সাথে কোনো ছেলের কথা বলা দেখলে নিশানের রাগ হতো।নিশানের সাথে ফাতেমা একদিন কথা না বললে রাগ হতো , ফাতেমার মুখের কেমন অাছিস কথাটা শোনার জন্য নিশানের মন ব্যাকুল হয়ে থাকতো। এর নামই বুঝি প্রেম এর নামই বুঝি ভালোবাসা। নিশানের সরাসরি ফাতেমাকে বলার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্ত তার সাহস অার হয়ে ওঠে নি। একদিন নিশান ওদের ক্লাসেরই এক বান্ধবিকে দিয়ে ফাতেমার কাছে প্রস্তাব পাঠায়। ফাতেমার কানে যাওয়া মাত্রই রেগে মেগে অাগুন, নিশানের সাথে সব প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। ফেইজ বুকে ব্লক দেয়।নিশানের মন ভেঙ্গে দেয় ফাতেমা, মন ভাঙ্গার কষ্টটার গভীরতা যে কত যার ভাঙ্গে সেই বোঝে। হৃদয় ভাঙ্গার কষ্ট নিয়ে ফাতেমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে নিশান । কিন্তু কোনো লাভ হয়নি। নিশান হারে হারে টের পেলো একাকিত্ব কি জিনিস। অনেক বন্ধু বান্ধবীদের দিয়ে ওকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনো ভাবেই কোনো কাজ হয়নি। নিশান সত্যিই ফাতেমাকে খুব ভালোবাসে অনেকবার ভালোবাসার পরিক্ষাও দিয়েছে। কিন্ত ফাতেমার অনিচ্ছায় অার কোনো লাভ হয়নি। অাজ ফাতেমার সাথে নিশানের কথা হয়না ২ দুই বছর ৫ দিন। এই কয়দিন একটি মুহুর্তের জন্যও ফাতেমাকে ভুলতে পারেনি নিশান। কিন্তু নিশানকে কি একটি মুহুর্তের জন্যও মনে পরেনি ফাতেমার?
অাসলেই প্রেম বড়ই অদ্ভুত একটা জিনিস, অদ্ভুত তার প্রাকৃতি.....
কাউকে ভালোবাসা কি পাপ?? তবে কেনো কাওকে সত্যিকারের অর্থে ভালোবাসলে কষ্ট পেতে হয়।
নিশান এখনো ফাতেমার পথচেয়ে বসে অাছে
প্রতিনিয়তই ফাতেমার বাসার সামনে দাড়িয়ে থাকে ভালোবাসার মনুষটিকে একটিবার দেখবে বলে। সে দুই বছর অপেক্ষাই অাছে ফাতেমার সাথে একটি বার কথা বলবে বলে। কিন্তু কোনো লাভ হয়নি শত প্রচেষ্টায় ব্যার্থ হয় নিশান। একাকিত্ব যেন দিনদিন নিশানকে গ্রাস করে ফেলছে । নিশানের সব কিছু ছন্নছাড়া লাগতে লাগলো। নিশানের মন খারাপ হলেই সে বাসার ছাদের এককোনে একাকি বসে থাকতো। কিন্তু সেদিন যেন অন্য রকম খারাপ লাগছিলো নিশানের। ছাদের প্যারাপেট ওয়ালে দাড়িয়ে অাছে, অার ফাতেমার সাথে কাটানে সেই দিনগুলির কথা মনে করছে নিশান। পৃথিবীর সব কিছু নিশানের কাছে রংহীন মনে হচ্ছে কালো মেঘ যেন গ্রাস করে ফেলছে নিশানের সব কিছু। এই কষ্ট সহ্য করতে পারছে না নিশান। চোখটা বন্ধ করে পৃথিবীর মায়া ত্যাগ করে। বায়ু মন্ডলে ভাসিয়ে দিলো ওর দেহ। কিছুক্ষণ পরেই বিকট একটা শব্দে মাটিতে লুটিয়ে পরলো নিশানের দেহ। এলাকার লোকজন দৌড়া দৌড়ি করে নিশানের রক্তার্ত দেহের দিকে ছুটে অাসে। অার সবাই বলতেছে তুই কেনো এমন করলি নিশান। নিশানের রক্তে ভেজা পকেটে একটা চিঠি ছিলো, চিঠিটা ফাতেমাকে লিখেছিল নিশান।ফাতেমার কাছে নিশানের অাত্বহত্যার সংবাদ যখন পৌছালো। ফাতেমা দৌরে অাসে নিশানের নিথর দেহের কাছে, অার বলতে লাগলো তুই কেনো এমন করলি নিশান অামি তো তোর ভালো চেয়েছিলাম। তুই যেনো জীবনে প্রতিষ্ঠিত হতে পারিস এই জন্যই তো তোর প্রস্তাবে অামি রাজি হয়নি।
কিন্তু ফাতেমা হয়তো জানতো না নিশানের ভালো লাগা, জীবনের প্রতিষ্ঠিত হওয়ার মূল মন্ত্র ওকে ঘিরেই ছিল। নিশানে রক্তার্ত চিঠিটা ফাতেমাকে দেওয়া হলো।সেইদিন চিঠিটা খোলার সাহস বা ধৈর্য কোনোটাই হয়ে ওঠে নি ফাতেমার। চিঠিটা বুকে জড়িয়ে নিয়ে বিষাধের সাগরে ঢুবে গেলো ফাতেমা। অার চিৎকার করে বলতে লাগলো। অামি তোকে ভালোবাসি নিশান।নিশানের অব্যাক্ত অাত্তার চোখদিয়ে পানি বেড়িয়ে গেলো। কিন্তু সেই পানি সবার দৃষ্টির অগচোরেই থেকে যায়। কারণ অাত্তার কান্নাযে কেউ দেখতে পারে না,হাহা কার সেকি হাহাকার ।ফাতেমা বড্ডই দেরি করে ফেলেছিল তার ভালোবাসা জানাতে।ফাতেমাকে নিশানের পরিবারের লোকজন বলতে লাগলো কি এমন চেয়েছিল ছেলেটা। একটু ভালোবাসাই তো চেয়ে ছিলো, তুই কেনো এমন করলি মেয়ে। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে ফাতেমার। নিজেকে বুঝতে বড্ডই দেরি করে ফেলেছে ফাতেমা। নিশানের শেষ স্মৃতি হিসাবে চিঠিটা বুকে জড়িয়ে অাজো কাঁদে ফাতেমা। একদিন চিঠিটা খুললো ফাতেমা।
চিঠিতে লেখা ছিল,
"পাগলী এই জন্মে তো অার তোকে পেলাম না, তোর সাথে অামার হিসেবের খাতাটা তোলা রইলো। সব হিসেব মিটিয়ে নেব ওপারেই............!!
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ⧍ā§Ģ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2340
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§Ģā§Š AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ