অনেকক্ষন ফোনে রিং হবার পরে কল টি রিসিভ করলো শ্রাবন্তি|
:কই ছিলে? ফোনটা ধরতে এত সময় লাগলো কেন?
-- সরি ছিলাম না ফোনের কাছে|
:ছিলে না মানে!শোন এক্ষন তুমি আমার নাম্বারের রিংটোন আলাদা করে রাখবে|সময় পাচ মিনিট, কি কথা বলছো না কেন?পাচ মিনিটকি কম হয়ে যাবে!শ্রাবন্তি আমি জানতে চাচ্ছি|
--রাতুল ! আমি মেশিন নয় বুজচ্ছো!তোমার গার্লফ্রেন্ড না তোমার রোবট দরকার|
:ওকে ফাইন ক্যাফেতে আসো আমি রিংটোন ঠিক করে দিচ্ছি|
---এক্সকিউজমি ,আমি এখন বাইরে যেতে পারব না|
:পারবে না?পারবে না তুমি?
--- নাহ পারব না|
:ওকে বাই লাগবে না তোমার কিছু করা|
--শোন ,বলতে না বলতেই কলটা কেটে দিল রাতুল|
শ্রাবন্তি অনেক বার ট্রাই করেও ফোনটা অন পেলোনা রাতুলের||
ছয় ঘন্টা পরে আবার রিং দিল রাতুল|
:সরি
---আমি ও
:রাগ করেছি আমি অনেক
--- আমিও
:মিস করেছি তোমাকে অনেক
--- আমিও
:হেইট ইউ
--আমি ও
:কি?
--কি বলেছি?
:যা বলেছো তা আর একবার বলোতো
---লাভ ইউ
:কি শুনি নায়
-- লাভ ইউ
:এক থাপ্পড় মারবো,ভালবাসো না?তাহলে কস্ট দাও কেন?
--এই এই কি বলছো তুমি আবার বলো,থাপ্পড় মারবে না?ফোন রাখো ,আবার যদি ফোন দিছো ডাইরেক্ট শুট করবো মাইন্ড ইট|বেদ্দপ
:ওই তুমি আমাকে বেয়াদ্দপ বলছো?
--চুপ ..ফোন রাখো|
তিন বছর পর,
--রাতুল ওঠো প্লিজ ,নাস্তা করব অনেক ক্ষুধা লেগেছে আমার|
: তোমাকে না বলেছি আমার জন্য ওয়েট করবে না,ক্ষুধা লাগলে খেয়ে নিবে|(আধো আধো কন্ঠে কথাটা বলেই রাতুল আবার ঘুমিয়ে পড়লো)
ঘুম ভাংগার পরে রাতুল চেয়ে দেখে পাশে শ্রাবন্তি ঘুমাচ্ছে,নাস্তা টেবিলে পড়ে আছে|তার মানে ও নাস্তা না করেই ঘুমিয়ে গেছে|ফ্রেস হয়ে শ্রাবন্তির কাছে গিয়ে বসে : এই উঠবে প্লিজ ,ক্ষীধা লাগছে অনেক|
--উহ রাতুল ঘুমাবো প্লিজ,যাও তুমি খাও|
:এই তুমি উঠবে না!ওঠো না প্লিজ |
--না উঠবো না|
:ওকে তাহলে আমিও আবার ঘুমাবো,হু
এবার শ্রাবন্তি এক লাফে উঠে বসলো : এই একদম ঘুমাবে না বল্লাম|ওঠো ,,,,ওঠো বলেই হাত ধরে টেনে নিয়ে গেলো |
বি:দ্র: ভালবাসা প্রকাশের জন্য কোন নির্দিস্ট ভাষা দরকার হয় না|দরকার শুধু অনুভবের ....
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ