-বাবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠ
-আর একটু ঘুমিয়ে নিই
-না,,এক্ষনি উঠ
-ক্যানো
-তোর জন্য মেয়ে দেখতে যাবো
-কিইইইইইই
-হুম,,একদম ভাব ধরবি না।।চুপচাপ রেডি হ।।
(ভাবতেই মজা লাগছে জ্বালানোর জন্য একটা মেয়ে পাবো।।আবার ঘুমানোর সময়ও কোলবালিশের চেয়ে ভালো সার্ভিসিং দিবে।।
ভাবতে ভাবতে ভদ্র ছেলের মতন রেডি হয়ে সবার সাথে বের হলাম।।
মেয়ের বাসায় পৌছে মনের মাঝে একটা বিষন্নতা কাজ করলো।।জিবনের প্রথম মেয়ে দেখতে যাচ্ছি,,তাও আবার নিজের জন্য।।তাই হয়তো এমনটা)
{মেয়ের বাসায় বসে আছি।।কিছুক্ষণ বাদে মেয়ে আসলো।।দেইখাতো পুরাই টাস্কি।।ম্যাইয়া নাকি পরী।।নীল চোখ,,রেশম কালো চুল।।সুন্দর্যের মায়ায় মাখা মুখ।।সব মিলিয়ে পারফেক্ট।।}
[আব্বু-আম্মুও মনেহয় টাস্কি না খায়ে পারে নাই।।
.
আমিও দেখতে খুব একটা খারাপ নাহ্।।আর যেহেতু মোটা অংকের বেতনের চাকরি করি,,তাই মেয়ের বাড়ির লোকেরাও আমায় হাত-ছাড়া করতে নারাজ।।
অবশেষে দুই পরিবারের মতেই বিয়ের দিন-তারিখ ঠিক হলো।।
কিছুদিন বাদে বিয়েটাও সু-সম্পূর্ণ হলো।।বন্ধুরা এমন সাহস দিলো বাঘের মতন বাসরঘরে ঢুকলাম।।
কিন্তু মায়াবতীর মায়া ভরা মুখখানি দেখে সব সাহস মিলিয়ে গেলো।।মনের মাঝে সৃষ্টি হলো ভালবাসার।।
কাছে গিয়ে বসতেই এক ঝারি]
-দূরে সরে বসুন
-ক্যানো
-আমি আপনাকে মেনে নিতে পারবোনা
-অন্য কাউকে ভালবাসেন!!
-তেমন কিছুই নয়।।কিন্তু বিয়েতে আমার কোন মত-ই নেয়া হয় নাই।।এখন আমি বিয়ে করতে রাজিও ছিলাম না।।কিন্তু বাবার দিকে তাকিয়ে কিছু বলার সাহস আমার নেই।।তাই বাধ্য হয়ে বিয়েটা করেছি
-সেম টু ইউ।।দুইজনি (মাইনস)(মাইনস).
..আসেন গুণ করে (প্লাস) হয়ে যাই
[মজাকরে]
-খুব ফাজিল তো আপনি
-অনেক রোমান্টিকও
-ভালো,,যান অন্য কারো সাথে রোমান্স করেন।।আমি ঘুমাবো এখন।।আর হ্যা আপনি নিচে ঘুমান
-এটা আমার ঘর।।সো আপনার সমস্যা হলে আপনি নিচে ঘুমান
-যা বলছি শুনেন,,নাহলে ঘর থেকেই বের করে দিবো
-কিইইইই
-হুম,,আর আমার থেকে দূরে থাকাই আপনার জন্য শ্রেয়
-আচ্ছা দেখা যাবে
-দেখা যাবে কি,,একদম মুখে মুখে তর্ক করবেন না
(এইডা কি মানুষ না ডাইনি।।এত্ত রাগ কই থেকে সাপ্লাই পায় খোদা জানে।।
তবে দেইখা নিমু পরে।।)
*
<পরের দিন সকালে>
-এই উঠেন,,আপনার নাকি ৯টা থেকে অফিস শুরু
-অফিস বন্ধ
-বন্ধ মানে,,ঘুমানোর ধান্দা না।।দাঁড়ান আপনার ঘুম ছুটাইতেছি
(কিছুক্ষণ বাদে নিজেকে এক বালটি পানির নিচে আবিষ্কার করলাম)
-এইটা কি করলেন
-রেডি হয়ে অফিসে যান
-বললাম তো অফিস বন্ধ
-কিসের বন্ধ,,আজ তো শুক্রবার না।।আবার কোন ছুটির দিনও না
-ধুরর,,ছুটিতে আছি
-ওহ্,,সরি ঘুমান
(আজাইরা কামে বিয়ে করছি।।কিসের জন্য বিয়ে করলাম আর কি হইতেছে।।
কিছু একটা করতেই হবে)
*
{সারাদিন কিছু বললাম না।।কারণ রাতে বালিকার জন্য ধামাকা আছে}
-আপনাকে না বলেছি নিচে ঘুমাতে
-হুম,,নিচে ঘুমাতে প্রব্লেম
-তাহলে অন্য ঘরে যান
-আচ্ছা
-এই না না,,যাবেন না প্লিজ
-ক্যানো
-আমার একা ঘুমাতে ভয় করে,,আপনি বরং উপরেই ঘুমান
-ওক্কে
-কিন্তু আমার থেকে দূরে থাকবেন
-আপনি কাছে না আসলেই হবে
-হুহ,,আপনার কাছে কে যেতে যাবে
-দেখা যাবে
(রাত ১টা বাজে।।মোবাইলে ভুতের মিউজিক অন করে ঘুমানোর ভাব ধরলাম
আর কি লাগে।।এক লাফ দিয়ে আমার বুকের ওপর।।)
-উঠুনতো,,কিসের যেন শব্দ আসছে
-....
-এই উঠুন না
-কি হয়েছে
-কিসের যেন ভয়ংকর একটা শব্দ
-কই নাতো
-আমি পেয়েছি
-ভালো করছেন।।আমায় ছাড়ুন আর ঘুমিয়ে পরুন
-হুম
(এবার আর দূরত্ব রেখে ঘুমালো না।।)
*
<সকালে খেতে বসেছি।।>
-আমি বাসায় যাবো
-ক্যানো
-এই বাসায় ভুত আছে
-কে বললো
-আমি কাল শব্দ পেয়েছি
-আচ্ছা দিয়ে আসবোনে
-আপনিও যাবেন প্লিজ
-ক্যানো
-আমার রাতে একা ঘুমাতে অনেক ভয় হয়
-আমি যেতে পারবোনা
(তারপর কিছুক্ষণ রাগ দেখিয়ে অন্য দিকে তাকিয়ে থেকে চলে গেলো)
*
{বাহির থেকে কিছু ভুতের পোষ্টার নিয়ে আসলাম।।সারা রুমে পোষ্টার টানিয়ে দিলাম।।
দেয়ালের অনেক উপরে টানিয়ে দিলাম,,যাতে মেয়েটা চাইলেও ছিরতে না পারে।।}
-এই ঘরে এগুলা কি করছেন
-দেখতে পাচ্ছেন না
-এমনটা করলে এক মুহূর্তও আপনার ঘরে আমি থাকবোনা
-কোথায় যাবেন
-জানিনা
-নতুন বউ,,কোথাও গেলে লোকে কি বলবে
-জানিনা
-জানেন টা কি
-সেটাও জানিনা
-ধুররররর
*
(রাতে শুয়ে মোবাইলে ভুতের ফিল্ম দেখছি,,আর মেয়েটা পাশে চোখ বুজে শুয়ে আছে।।কিছু সময় বাদে হেডফোন টা মোবাইল থেকে খুলে ফেললাম।
ভয়ংকর আওয়াজ শুনে মেয়েটা ২য় বার আমায় জড়িয়ে ধরলো)
-এই ছাড়ুন ছাড়ুন
-প্লিজ মোবাইলটা অফ করুন না
-উঁহু
-আমার অনেক ভয় করছে
[দেখলাম মেয়েটা কাঁপছে,,তাই মোবাইলটা অফ করে পাশে রেখে দিলাম]
-এবার তো ছাড়ুন
-হুম
.
-একটা কথা বলি
-বলুন
-একটু জড়িয়ে ধরতে দিননা প্লিজ
-কিইইইইই
-হুম,,আপনায় জড়িয়ে ধরলে আর ভয় করেনা
-তবে একটা পাপ্পি দিবেন
-এগুলো কথা স্বপ্নেও ভাববেন না,,ভয় পেয়েছি বলে একটু জড়িয়ে ধরেছি আর আপনি আবুল-তাবুত ভাবতে শুরু করে দিয়েছেন
-আচ্ছা
(সেদিন রাতে খুব হার্ট হই।।সকালে উঠেই পোষ্টার গুলো ছিরে ফেলে দিই।।
এরপর থেকে মেয়েটা যাই চাইতো দিতাম,,কিন্তু সেদিন পর থেকে মেয়েটার কাছে আর কিছুই আশা করিনি।।এমনকি নিজে থেকে তার হাত টাও স্পর্শ করিনি।।)
{একদিন অফিস থেকে এসে অবাক হয়ে যাই।।মেয়েটা কাঁদছে।।কিন্তু ক্যানো!!}
-এই কান্না করছেন ক্যানো
-আপনি আমাকে ধোকা দিয়েছেন
-কিইইইইই,,কিভাবে
-আপনার ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘুরেবেড়ান
-ওওওহ,,হুম তাতে আপনার কি
-অন্য মেয়ের সাথে ঘুরবেন ক্যানো
-আমার ইচ্ছা
-আমি আপনার স্ত্রী,,সো সব কিছু নিজের ইচ্ছে তে করতে পারবেন না
-হাহাহা,,আপনি নিজেকে আমার স্ত্রী মনে করেন।।কখনো আপনার হাত পর্যন্ত স্পর্শ করতে দেননি,,আর যেই অন্য মেয়ের সাথে দেখেছেন তখনি আসছেন স্ত্রী সম্পর্ক দেখাতে
(মেয়েটা চোখ বড় বড় করে কিছু সময় আমার দিকে চেয়ে রইলো।।তারপর আবারো জোড়ে কান্না শুরু করলো।।
আমি অন্য রুমে চলে গেলাম।।কিছুক্ষণ বাদে)
-এই নিন আপনার খাবার
-রাখুন পরে খেয়ে নিবো
-আচ্ছা
-আপনি খেয়েছেন
-না
-যান এখন খেয়ে নিন
-আপনি খাইয়ে দিবেন
-কিইইইই
-হুম
-আচ্ছা
*
<রাতে দুজন দুদিকে ঘুরে শুয়ে আছি।।দুজনেই নিরব।।হঠাৎ>
-শুনুন
-বলেন
-মেয়েটা আপনার কি হয়
-আবার
-বলুন না প্লিজ
-কলিগ
-আর কিছুনা
-নাহ
-মেয়েটার সাথে কথা না বললে কি আপনার প্রব্লেম
-না,,কেনো
-আর কথা বইলেন না মেয়েটার সাথে প্লিজ,,বিনীময়ে প্রতিদিন একটা করে পাপ্পি দিবো
-অফিসে মোট ৫টা মেয়ে কলিগ আছে
-আচ্ছা ৫টা পাপ্পি দিবো,,কিন্তু কথা বলবেননা একটুও
-আচ্ছা
-আমাকে একটা পাপ্পি দিবেন
-নাহ
-দিননা প্লিজ
-নাহ
-একটা কথা বলি
-বলেন
-আপনার কি কখনো বাবা ডাক শুনতে ইচ্ছে হয়না
-আগে হতো
-এখন হয়না
-হলেও তো কোন লাভ নেই
-আর একটা কথা বলি
-বলেন
-আমায় একটা বেবি গিফট দিবেন
-কিইইইই
-হুম
(হ্যা মেয়েটা হয়তো আমায় ভালবেসে ফেলেছে।।সব কথা ভুলেগিয়ে এবার নাহয় তাকেও একটু ভালবাসা দিই)
খুব সহজে পাওয়া ভালবাসা অবহেলা করতে নেই
হাজার খুঁজেও পরে সেই ভালবাসা পাওয়া যায়না )
-Aryan Rofi
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ā§§ā§Ŧ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
1768
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§Ē⧍ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ