āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§§ā§Ģ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1759

( বদলে গেছি)
-
-
adro neel himu ( হিমালয় ও ইচ্ছে ঘুড়ি)
-
-
হাই
হ্যাল
হাই
ভাব বেড়ে গেছে আপনার
জি না
তাহলে রিপ্লে করেন না কি জন্য
সময় পাইনা
কেমন আছেন
ভালো
আমি কেমন আছি জিগ্গাস করলেন না
না
কেন করলেন না
তিন মাস আগের টেক্স গুলে দেখেন
সরি খুব সরি
হা হা
একটা কথা রাখবেন
(.............)
দয়া করে রাখবেন
তিন মাস আগে অনেক কথা রাখছি। এখন পারবো কিনা জানি না।
আগের মত আবার আমার কেয়ার নিবেন! আগের মত আবার মাঝ রাতে ফেবুতে দেখলে বকবেন।
হা হা হা
রাখবেন বলেন
(............)
কি হল রাখবেন
নতুন কাউ কে খুজেন
আমি আবার আপনার সে হতে চাই। আমি আবার আপনার গল্পের অরিন হতে চাই।
হা হা আমা সব গল্পের নাইকা আমার কল্পনার পরী ভালো আছি একে নিয়ে আর মায়ায় জরাতে চাই না।
আপনার সেই নাম্বারটা বন্দ.. কি জন্য
সুধু নাম্বার নয় আমি মানুষ টাও বন্দ
শুন লাম সিগারেট খান
না খাই না
সত্যি তো
(........)
আমাকে কি আর ফিরিয়ে নেয়া যায় না
(......)
আপনি এখনো আমায় চান। এখনো আমায় ভালোবাসেন।
কখনো বলেছি
না কখনো বলেন নি
তাহলে
মেয়েরা অনেক কিছু বুঝতে পাড়ে
যখন বুঝার তখন বুঝলেন না
সত্যি আমি আপনা কে এখন ভালোবাসি। অনেক মিস করে ছি আপনা কে অনেক অনেক
সময় গেলে সাধন হয় না
দয়া করে আমায় ফিরিয়ে দিবেন না
মাফ চাই সেটা আর সম্ভব নয়
কিন্তু
যখন বঝার তখন বুঝেন নি। এখন আর কারো মায়ায় জরাতে চাইনা। এভাবেই বেশ ভালো আছি।
-
(আমি ফিরতে চাই)
( আমি তোমার অরিন হতে চাই)
( আমি তোমার সে হতে চাই)
অরিন পাগলি সেন্ট এ ৩ ফট.
..
কান্না করে কোন লাভ নেই
সত্যি আপনি আমায় আর ফিরিয়ে নিবেন না
কখনো না
নতুন কাউ কে পেয়ছেন
না
তাহলে! আমি তো আমার ভুল বুঝতে পেরেছি
হা হা
হাসেন কেনো
কি হল
কি হল
রিপ্লে করেন না কি জন্য
আমি বাচবো না আপনাকে ছাড়া
সত্যি আমি বাচবো না
i love u neel
i love u
plce cam back u neel plceee
.
....
সময়ের সাথে আমি বদলে গেছি আর কখনো সেই আমি কে পাবে না।
-
আমি তোমাকে ছাড়া বাচবো না
....
..
.....
....
...
...
চলতে থাকুক তার টেক্স করা। আমি আর কখনো রিপ্লে করবো না।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ