āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1516

--- কি করো?? 
--- খেয়ে এলাম। তুমি??
--- আমি তোমার অপেক্ষায় ছিলাম। তুমি এলে আর মনটা শান্তি হলো।
--- একটু শান্তি আমি থাকা অবস্থায় ড্রামে বা ডিব্বায় ভরে রাখলেই পারো! আমি চলে গেলে ওখান থেকে খরচ করলে, আর অপেক্ষা করা লাগেনা ...

--- অপেক্ষা মানে জি জানো??
--- কারোর জন্য একমনা হয়ে বসে থাকা, সে আসবে এমন একটা প্রতীক্ষায়।
--- আর রে রে নাহ! হয়নি তোমারটা ...
--- তবে কি হবে??
--- আমার কাছে অপেক্ষা মানেই "তুমি"
-
--- আচ্ছা! তুমি আমাকে কখনো হারাতে চাওনা, তাইনা??
--- হ্যাঁ! আমি তোমাকে কখনো হারাতে দেবোও না।
--- তাহলে আমি আজ থেকে চলে গেলাম। সারাজীবন তুমি আমার অপেক্ষা নিয়েই বেঁচে থেকো। যেহেতু অপেক্ষা মানেই আমি সেহেতু তুমি আমাকে নিয়েই বাঁচবে। আমি কখনো চাইলেও হারাবোনা!!
--- আচ্ছা তুমি কি আমায় কখনোই বুঝবেনা!! এতো অবহেলা করো কেনো আমায় .........??
-//
লাস্ট কথাটি বলেই মেয়েটি চলে গিয়েছিলো ফেসবুক থেকে সেদিনের মত।
আর ফেরেনা। আজও ফিরেনি।
ছেলেটি আজ ছ'মাস পর বুঝতে পারছে, সে অনেক শুকিয়ে গিয়েছে। সে আজ আয়নার সামনে দাঁড়িয়ে  তার সেই অনেক যত্নের চুল গুলো খসখসে আর এলোমেলো দেখতে পাচ্ছে। তার চোখের নিচের ধবধবে সাদা জায়গাটা আজ, কাজলনয়না মেয়েদের বিন্দুসমষ্টি কাজল নিচের দিকে লেপটে যাবার মতই কালো দেখাচ্ছে।
ছেলেটা কাঁদছে। কালো জায়গাটা চিকচিক করছে স্বচ্ছ অশ্রুবিন্দুর বৃষ্টিধারায়। সে আজ বুঝতে পারছে অপেক্ষা শব্দের অর্থটা। সত্যিই যে অপেক্ষা মানেই হৃদয়ে লুকিয়ে থাকা "তুমি'টা" এটা সেও জানতোনা। মেয়েটা শিখিয়ে দিলো।
সেইসাথে বুঝিয়ে গেলো অবহেলাভরে দেখা মানুষ গুলো, কত যত্নভরে হৃদয়ে লুকিয়ে পরতে পারে।
ঠিক কাঠঠোকরা পাখির মত।
ধীরেধীরে যে নিজের বাসভবনটা শক্তিধর গাছের বুকচিরে বানিয়ে রেখে যায়, যারপর আর কখনো ফিরেও দেখতে আসেনা। অবহেলা পাওয়া মানুষ গুলোও এমনই।
সুখের হাজারটা স্বপ্নে দিয়ে সাজাতে আসে একটি জীবন। আর নিয়ে যায় চোখভরা ক্লান্ত অশ্রু। আর বুকভরা বেদনার স্মৃতি। এরপর এরা আর কখনোই ফেরেনা। এরা অপেক্ষা নামক তুমি'টাকেই সারাজীবন বুকের গভীরে আগলে বেঁচে থাকে হয়তবা। 😊
//
\\
লিখা-- Md Marufur Rahman (দুঃখ নিবাসী)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ