āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1515

- আপনি মুনিয়ার স্বামী? হাউজ নং ২৬?
- জ্বী স্যার। কেন?
- ইউ আর আন্ডার এরেস্ট।

আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমি নাকি আমার স্ত্রীকে ধর্ষণ করেছি। আমার মন্ত্রী চাচা, মামা নেই। সো, আমার কোন রক্ষাও নেই।

আমার মাথা ঘুরছে। বউ আমার নামে এমন কেইস করলো কিভাবে!!

থানায় ঢুকে আমার চোখ কপালে উঠে গেল। আমার বন্ধু হাজতে আগে থেকেই বন্দি। বললাম...

- কিরে তুই এখানে?
- তা পরে হবে তুই এখানে কেন?
- আহহা! তুই বল না।
- তোর বউ আমার নামে attempt to rape কেইস করছে।
- হোয়াট! তুই কি আসলে করেছিলি এমন কিছু?
- আশ্চর্য! আমি কি এমন কিছু করতে পারি বল?
- না। তাও ঠিক।
- তা তুই জেলে কেন?
- আমার বউ আমার নামে কেইস করেছে। আমি নাকি তাকে ধর্ষণ করেছি।
- ও মাই গড! তোর বউয়ের কি মাথাটাতা খারাপ নাকি!
- বুঝতেছি না তো।

তিনদিন হাজতে থাকার পর কেডী পাঠক এসেছেন আমাদের সাথে দেখা করতে। অনেকটা অবিশ্বাস্য ব্যপার। বেস্ট উকিল কেডী পাঠককে দেখে আশার আলো ফুঠলো। আমরা নির্দোষ এটা প্রমাণ হয়ে যাবে।

আদালতে আসামির কাঠগড়ায় আমি আর আমার বন্ধু। সাক্ষীর কাঠগড়ায় স্বয়ং আমার বউ।

কেডী পাঠক প্রথমে আমার বউকে প্রশ্ন করলেন :-
- আপনি উনাকে চিনেন?

- হু।

- কে উনি?

- আমার স্বামীর বন্ধু।

- উনি কি আপনাকে ধর্ষণের চেষ্টা করেছে? কিংবা কোন প্ল্যান করেছে?

- না। তবে বিয়ের দিন আমি গভীর একটা কথা শুনেছি।

- কি সেটা?

- আমার স্বামী যখন তার বন্ধুকে বললো " কিরে আমি তো বিয়ে করে ফেললাম। তুই করবি কবে? তখন সে বললো - আমার বিয়ে করার কি দরকার! তোর বউ মানে আমার বউ, আর আমার বউ মানে তোর ভাবি ' এটা বলে তারা হাসাহাসি শুরু করলো।

- আপনার স্বামী কি করলো তখন?

- ও বললো যৌবন থাকতে বিয়ে কর নাহলে পরে পস্তাবি। তারপর তারা হাসাহাসি করেছিলো।

- আপনি এটাকে ধর্ষণ চেষ্টা বলছেন?

- হুম।

- কেন?

- আমি ফেসবুকে একজন নারীবাদীকে ফলো করি। তিনি বলেছেন এসব জোক্স যারা বলে তারা মনে মনে ধর্ষণ চিন্তা মাথায় পুষে পুষে রাখে।

- বাচ্! একজন নারীবাদী বললো আর তাতেই আপনি একজন নিরাপরাধ মানুষকে রেইপ কেসের আসামি করে দিলেন?

- কিন্তু আমার স্বামী... সে তো আমাকে ধর্ষণ করেছে।

- স্বামী কিভাবে ধর্ষণ করতে পারে যেখানে তার সম্পূর্ণ অধিকার আছে স্ত্রীর সাথে মিলত হবার।

- বিয়ে কি শুধু মিলত হবার জন্য করে?

- শুধু মিলত হবার জন্য না করলেও মেইন উদ্দেশ্য মিলত হওয়া। আপনাদের ধর্মগ্রন্থেও তো উল্লেখ আছে "তোমাদের স্বামী যখন তোমাদের সাথে মিলত হতে চাইবে তখন যদি তোমার ঋতুস্রাব না হয় আর তুমি যদি তাকে মিলত হতে বাধা দাও তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। কারন এতে করে স্বামী স্ত্রীর উপর নারাজ হবে এবং পরনারীতে আসক্ত হবে। এতে সমাজে ব্যভিচার বৃদ্ধি পাবে।

- আমি অতকিছু বুঝি না। ও আমাকে ধর্ষণ করেছে।

- কিভাবে?

- নারীবাদীরা বলেছেন " যারা বিয়ে করে তোমাকে ভালোভাবে না বুঝেই তোমার সাথে মিলত হয় তারা ধর্ষক। তারা পূর্বে তোমাকে ধর্ষণের মনোভাব রাখতো, বিয়ে করে তা সহজেই করে ফেলে।

- আহ্! নারীবাদী! নারীবাদী। কাল যদি নারীবাদীরা বলে শুধু স্বামীর সাথে সেক্স করা মানে একস্থানে আটকে থাকা মানে সেই বন্দি দশা, পরপুরুষ পছন্দ হলে তার সাথে বিনা দ্বিধায় সেক্স করতে হবে। তবেই প্রাপ্তি হবে পূর্ণ নারীর অধিকার। তবে কি তাই করবেন?

- অবশ্যই....ইয়ে মানে কি বললেন?

মাননীয় জাজ সাহেব, বর্তমানে ব্যাঙের ছাতার মতো অনলাইনের কল্যানে নারীবাদীদের বংশবৃদ্ধি হচ্ছে। অধিকাংশ নারীবাদীরাই বিগত যৌবনা এবং ব্যক্তিগতভাবেবে সাংসারিক, সামাজিক জীবনে চরমভাবে ব্যর্থ। সমাজের রীতিনীতি এরা মানে না। সমাজ বিদ্বেষীরাই সমাজের প্রকৃত ক্ষতি করে।

মুনিয়ার মতো সহজ সরল মেয়েরা খুব সহজেই এদের দ্বারা ব্রেনওয়াশের স্বীকার হয়। তারপর অভিযোগ করে বসে সামাজের মানুষ এমনকি নিজ পরিবারের বিরুদ্ধে।

মাননীয় জাজ সাহেব, আমার মক্কেলরা নির্দোষ। মুনিয়া যেসব অভিযোগ এনেছে তার প্রমাণ তো নেই, তারউপর যুক্তির পাল্লায় দাঁড় করালে হাস্যকরও বটে। আর এজন্যই তার পক্ষে কেস নেয় নি কোন উকিল। আমি মনে করি মুনিয়ার চিকিৎসার প্রয়োজন আর আমার মক্কেলদরে স্বসম্মানে মুক্তি দেয়া হোক।

কোট থেকে বের হয়ে বল্লাম....

- কেডী পাঠক স্যার, মঙ্গলগ্রহে কিংবা চাঁদে জমি কেনার একটা ব্যবস্থা করে দিবেন? 😣😣

- কেন?🤔

- না মানে, নারীবাদীরা যা শুরু করেছে তাতে তো আর এই পৃথিবীতে থাকা যাবে না।

- হাহাহা। ওখানে গেলে ছেড়ে দিবে ভাবছেন কেন? বরং নিজ অবস্থানে এদের বিরুদ্ধে সোচ্চার হউন।

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ