তিলক মায়াবিনী..
.
লিখা:MD Nazim(শেষ তরীর যাত্রী)..
.
কাব্যের ভাষায় মানানসই,
অকাব্যেও তুমিতে রই রই,
বিভাষাযুক্ত তিলকে তুমি মোর,
তিলকের কপালে রাঙ্গাবো আঁচর।
.
বরষার বাদলা দিনে,বৃষ্টি নামে ধেয়ে,
মায়াবী ও নয়নের দিকে,নয়ন থাকে চেয়ে।
ঝুম ঝুম বৃষ্টির সুর,আলাপনের আঁকিভঁকি,
নিশ্রাব্দের নিশাতলে,ভালোবাসার উকিঝুকি।
.
রাত পোহালো বাদলা থামলো,তবুও আকাশ কালো,
ও কালোতে খুঁজেফিরি,তোমার মায়ার আলো।
ক্ষণের মাঝে নিশাচর আমি,চারদিকে শুধু তুমি,
তোমাতেই হারায় আমি,খুঁজে পাই অস্তির ভূমি।
.
মায়াবিনী মায়ার তরী,গড়ালে তোমার মায়াতে,
তরঙ্গিণী তটিনী, ভরা তোমার ও নয়নের কাজলে।
বিভেদক জাত, মুসলিম আমি হিন্দু তুমি,
পার করে গড়ি আমি,তোমায় করে সঙ্গিনী।
.
বৃত্তের গোলাকারে আমি,চারপাশে তুমি,
তোমাতেই আমার গড়া,বৃত্তের ধরা,বৃত্তের ভূমি,
ব্যাসের মিলন,মিলনে গড়োন,গড়োনে গড়ে তুলি,
গড়ার মাঝে,তিলক চন্দন ন্যয় জীবনের কাঠখড়ি।
.
মায়াকে বিভোর আমি,তোমার মায়াতে মগ্ন আমি,
নয়নের মায়ায়,কাজলের ছায়ায় রুপে আমি ভাসি ডুবি,
ভাসার মাঝে লুকোচুরি,ডোবার মাঝে আঁকি ভুঁকি,
আঁকি ভুঁকিতে বাঁচি আমি,তুমি যে আমার..
"তিলক মায়াবিনী"...
.
তিলক মায়াবিনী..
.
লিখা:MD Nazim (শেষ তরীর যাত্রী)..
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
1510
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§¨ā§Š AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ