āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1509

কেন!!!!!
.
লিখা:MD Nazim(শেষ তরীর যাত্রী)
.
মৃত্যু দেখেছি আমি,তার আত্নার কান্না,
জীবন দেখেছি আমি,নিরুপণ বেদনা,
নিশাচারী বিভেদক আমি,নিকোশ
কালো,
নিমৃত্তে নিরাধায় আমি,অাঁধারে খুজি
আলো।
.
স্বপ্নীল তুমি,কালোয় মাধুরী,
খুঁজি তোমাতে আমার জীবনী,
দেখেছ গড়ন আমার,গড়েছি কিভাবে!
দেখেছ কষ্ট আমার,বিদারিত এ মনে।
.
নীল,তবু নীল এনে দিলে জীবনে,
হারিয়ে ফিরিয়ে,ছেরে গিয়ে আমাকে,
রাতের কালো তোমাতো আলো,দেখনি
স্বপ্নময়ে?
আমি যে তোমাতে,বিভোর হয়ে কালোয়
আলোতে।
.
কফিনের বুকে,আত্নার হাহাকার,
বুঝে দেয় আমার হৃদয়ের দ্বার,
নির্দয়ে চলে গেলে,বিভেদে সঞ্চার,
নিরাধায় হারিয়ে,স্বপ্ন যেন নিশ্চার।
.
কেন!!!!!
.
লিখা:MD Nazim(শেষ তরীর যাত্রী)..

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ