" মৃত্যুর একবছর পর"
আজ বাহিরে খুব বৃষ্টি হচ্ছে,গতবছর একটি ছেলে আজকের দিনে রোড এক্সিডেন্টে মারা গিয়েছিলো।সেইদিন ও খুব বৃষ্টি ছিলো,সেদিন শুধু বৃষ্টি ঝরে নি সাথে একটা সুন্দর সুঠম দেহ ও ঝরে গিয়েছিলো।অদ্ভুতভাবে বাহিরে আজ বৃষ্টি,গতকাল দেখেছি ছেলেটির বাড়িতে খুব ঝগড়া।কান পাততেই শুনতে পেলাম ছেলেটির নাম ধরে তার আত্মীয়দের মাঝে কথা হচ্ছে,একজন চিৎকার করে বলে উঠলো সূর্য মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি আমার বলেছিলো।আরেকজন মুখ বাকিয়ে বললো, আপনার বলেছে কিন্তু লিখে তো আর দেয়নি।ছেলেটির প্রিয় মানুষটা আজ খুব সুখী,শুনেছি তার বিয়ে হয়েছে।মৃত্যু নিয়ে তাদের মাঝে কথাবার্তা চলতো মাঝেমাঝে। একদিন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি যদি মারা যাই তুমি কি আবার বিয়ে করবে??মেয়েটি উত্তরে না বলেছিলো,মেয়েটি হয়তো জানতো না বাস্তবতার কাছে হার মানতেই হবে একদিন।ছেলেটির খুব ভালো বন্ধুগুলো সবাই সবার প্রিয় মানুষগুলো নিয়ে ব্যস্ত,যে বন্ধুটা সবসময় তাকেঘিরে কবিতা লিখতো সে আজ অন্য কারো কাব্যের মাঝে ডুবে আছে।
হয়তো এইটাই বাস্তবতা।মাঠিচাপা দিয়ে আসার পর মানুষটাকে আমরা হয়তো কিছুদিন মনে রাখি,তারপর অন্যের ভিতরে চাপিয়ে দি।কি সাংঘাতিকভাবে ছেলেটির বেলায় ও তা হলো।😊
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ