āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1505

অব্যক্ত প্রলাপ

বিভ্রান্ত বাউণ্ডুলে।

একা একা অনেকটা পথ হেটে এসেছি, কেউ দেখেনি
বুকের বাম পাঁজরে সেলাইয়ে সেলাইয়ে
তোমার চলার পথে বিছিয়ে দিয়েছি নকশী কাথা
হেটে তবু তুমি যাওনি, অহনা।

ধর্মাবতার, আজ আর আমি প্রেমিক নই
রঙিন কাগজে মোড়ানো পুতুলের মতন তুমিও প্রাণহীন
বহুদিন......!

তারপর?
চোখের জলে গড়িয়ে পড়া হেমন্তের বিকেলগুলো গেছে
আর নষ্ট পুরুষ তাকিয়ে আছি রাত জাগা চোখে!
হেমলক পাতার সাথে চিবিয়ে খেয়েছি সত্যান্বেষী হৃদয়, প্রেমহীন জনপদে মাটি
খুঁড়ে খুঁড়ে খুঁজেছি নাগরিক ভালবাসা।

নেই।
অহনার শরীরে হৃদয় নেই,
শঙ্খ চিলের মনে সুখ নেই।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ