āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1506

ভঙ্গুর মনলিপি : আড়ষ্টতা
.
.
পেঁপে পাতার সাঁজ দেখেছেন নিশ্চয়ই,
বেশ মনোরম,না!কৃত্রিম নয়,সৃষ্টি থেকেই সুন্দর।
কিন্তু দুর্বলতা একটাই,পেঁপে গাছটা বড্ড নরম।
সবুজ অবস্থায় ভেঙ্গে না গেলেও একসময় ঠিক মরে যায়।
মরে গিয়ে পঁচে যায়।একসময় নিঃশেষ হয়ে যায়।
.
মানুষ হয়তো অনেকটা পেঁপে গাছের মতো। অল্প সময়ের জীব। অকালেও যেতে পারে কিংবা মেয়াদোত্তীর্ণ হলে। তবে নিঃশেষ হওয়ার সুযোগ নেই।মরেও তাকে বাঁচতে হয়,পুরষ্কার কিংবা দন্ড প্রাপ্তির জন্য।মরার পরেও বেঁচে উঠা মৃত্যুর চেয়ে ভয়ংকর।
,
একটু গভীরে ভাবলে আড়ষ্টতার চাদর নিশ্চয়ই মোড়াবে।

,

📝 Nobonita Puspito Oboni

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ