ভালবাসার জন্মদিন
-------------------------------
প্রতিদনের মতো অাজও মোবাইলের
রিংটোনের
শব্দে ঘুম ভাংঙ্গে অামার।
→: এই তোর না ক্লাশ অাছে এখনো ঘুমাছ তাড়াতাড়ি
উঠ এই বলেই লাইন কেটে দিল মিথিলা।
অামি তো মনে মনে বলছি কেনো যে
নোয়াখাইল্লা
মেয়ের সাথে প্রেম করতে গেলাম সকাল
সময়ে একটু
ঘুমাতে দিবে না।
.
ক্লাশ শেষ করে বাসায় ফিরছি অার ভাবছি ১৩ তারিখ
তো মিথিলার জন্মদিন।
তার জন্মদিনে কি গিফট দিবো সেটাই ভাবছি অনেক
খুজেও মনের মত কিছু পেলাম না তাই ভাবছি
সবচেয়ে বড় সাইপ্রাইজ, সবচেয়ে বড় গিফট অামি
নিজেই হবো। তার জন্মদিনে সড়াসড়ি তার কাছে
পৌছে যাবে।
এর চেয়ে বড় সাপ্রাইজ অার কি হতে পারে।
.
অাগেই বলেই রাখি ওর নাম মিথিলা অার অামার নাম
সাকিব।
অামি সাধারনত তাকে পেত্নী বলেই ডাকি।
.
অামার পেত্নী টা কে সাপ্রাইজ দেবার লক্ষ্যেই
১১ তারিখ রওয়ানা হলাম কিন্তু নোয়াখালী বাস তো
মিস অারো বিশ মিনিট অাগে বাস ছেড়ে চলে
গেছে
এখন অার কি যেতে তো হবে সেইজন্য চিটাগাং বাস
ধরলাম সিলেট থেকে চিটাগাং সেখান থেকে বাস
বদল
করে নোয়াখালী।
১৩ তারিখ মিথিলার জন্মদিন ১২ তারিখ রাত ১২ টার
অাগেই
অামাকে নোয়াখালী পৌছাতে হবে।
সেই লক্ষেই বাসে উঠা।
.
শীতের কুয়াশা মাখা শহরে চাদর মুড়ি দিয়ে চলছে
অামার ভ্রমন।
শুধু ভাবছি কখন সময় ফুরাবে অার প্রিয় মানুষ'টি কে
সাইপ্রাইজ দিবো।
এইসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি।
কিছুক্ষণ পরই মিথিলার নাম্বার থেকে কল অাসে,,
অাচমকা হয়ে ঘুম ভাঙ্গলো।
অনেক চিন্তিথড়ড় হয়ে গেলাম এই মেয়ে কে
এখন
কি বলবো। পৃথিবীর সবার সাথে মিথ্যা বলতে
পারলেও তার কাছে মিথ্যা বলতে গিয়ে অামতা অামতা
করে ধরা পড়ে যায়। এখন কি করে মিথ্যা বলবো,
বলতে তো হবেই সাপ্রাইজ দিতে হলে এই টুকু
মিথ্যা তো
বলতেই হবে।
মিথিলা বললো
>= কিরে ঘুমাস নাকি?
>= হু ঘুমাই, অনেক রাত হয়েছে এবার তুইও ঘুমাতে
যা।
এই বলেই লাইনটা কেটে দিলাম।
.
বুকে একটু হালকা থতু দিয়ে যেনো হাফ ছেড়ে
বাচলাম,
মিথিলা অাবার কখন যে ফোন করে বসে মিথ্যা
বলতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাই ফোনটি অফ
করে রাখি।
ব্যাগ থেকে পানির বোতল'টি হাতে নিয়ে
চোখে একটু পানি ছিটিয়ে দিয়ে ঘুম কে তাড়িয়ে
দেয়।
এরপর চশমা টা চোখে দিয়ে ফেইসবুক লগিন
করে একটা স্ট্যাটাস দিতে গেলাম,
ক্যাপশন লিখলাম--
প্রিয় মানুষের জন্মদিনের সাপ্রাইজ দিতেই অন্ধকার
রাত্রে রওয়ানা হলাম তার কাছে।
স্ট্যাটাস দিয়েও অাবার মুছে ফেললাম কেননা মিথিলা
যদি দেখে তাহলে হয়তো বুঝে ফেলবে। তাই
সাপ্রাইজ দেবার জন্যে স্ট্যাটাস দেওয়া থেকে
বিরত থাকলাম।
.
বাস চলছে তার গতিতে, বাসে বসে থাকা সকলেই
ঘুমিয়ে
অামিও একটু ঘুমানোর চেষ্টা করলাম।
রাতের অন্ধকার কাটিয়ে সকাল হয়ে সৃর্যের
অালো দেখা দিয়েছে।
.
বাস এসে থামলো চিটাগাং।
সকালের শীতের কুয়াশায় শহরটা অনেক শান্ত।
এখান থেকে অাবার
নোয়াখালীর বাসে উঠতে হবে।
কয়েক ঘন্টার মধ্যেই নোয়াখালী পৌছে গেলাম,
পচন্ড
ক্ষিদা পেয়েছে, হালকা খেয়েই একটা অাবাসিক
হোটেলে উঠলাম।
জামা কাপর ছেড়েই ফ্রেশ হয়ে বিছানায় শুয়লাম। সারা
রাতের ভ্রমনে পচন্ড ঘুম পেয়েছে, ঘুম
থেকে উঠে দেখি ঘড়ির কাটায় বিকাল ৩ টা বাজছে,
অামার পেত্নীর জন্মদিনের অারো বাকি ৯ ঘন্টা।
একটু বেড় হলাম শহর ঘুড়ে দেখবো অচেনা
পরিবেশ
অচেনা মানুষ তারপরেও ভালো লাগছে।
কিন্তু একটু সমস্যায় তো পড়ে গেলাম বাইরে
বেড় হয়ে
তখন পড়লাম অারো এক মুশকিলে এখানকার মানুষ
তাদের ভাষা তো কিছুই বুঝি না।
নোয়াখালী ভাষা এত
কঠিন প্রেম করার অাগে জানলে প্রেম'ই করতাম
না।
.
ফোনটা এখনো অফ রয়েছে অন করেই মিথিলা
কে কল করলাম।
.
ফোনটা রিসিভ হওয়ার সাথে সাথে মেয়েটার এক
গাঁদা
বকা হজম করতে হলো।
পাগলি মেয়ে গুলো একটু বেশিই ভালোবাসে তাই
একটু
কথা না হলেই রাগ করে বসে অনেক স্যারি বলে
রাগ
ভাঙ্গালাম।
মিথিলা বললো-
>= ফোন কেনো অফ ছিলো?
.
অাবারো মিথ্যা বলতে হচ্ছে,
মিথ্যা বলা ছাড়া তো অার কোন উপায় নেই।
বিদ্যুৎ ছিলো না তাই ফোনের চার্জ ফুরিয়ে যায়।
অাবারো মিথ্যে বলে বেঁচে গেলাম।
হোটেলে এসেই রাতের ডিনার সেরে নিলাম
অার
ভাবছি অাজকের রাতে ঘুমাবো না ঘুমালে হয়তো
১২ টার
অাগে না উঠতে না পারি তখন তো সবার অাগে উইশ
করতে পারবো না। তাই ব্যাগ থেকে ল্যাপটপ বের
করে ফেইসবুক লগিন করেই পেইজে একটি
অাড্ডা পোস্ট করলাম।
ক্যাপশন দিলামঃ-
হ্যালো ফেন্ডস কে কে ফ্রি অাছেন..?
অাসুন আড্ডা দেয়, আড্ডার টপিক অাপনার প্রিয় মানুষ
ভালবাসার মানুষ'টির জন্মদিন কত তারিখ...?
অাপনাদের সাথে রাত ১১.১০ মিনিট পযর্ন্ত অাড্ডায়
মেথে থাকবো অামি Shakib Hasan Ruyel
.
এক এক করে অসংখ্যা কমেন্ট অাসতে লাগলো
আর অামিও তাদের কমেন্টের রিপ্লে দিতে
থাকলাম।
Ishika Khan নামে একজন কমেন্ট করেছে সাকিব
ভাইয়া অাপনার ভালবাসার মানুষের জন্মদিন কত
তারিখ..?
কমেন্ট টি দেখে অসম্ভব একটা ভাল লাগা সৃষ্টি হয়
হেসে হেসে রিপ্লে দিলাম।
অামার ভালবাসার মানুষ'টির জন্মদিন অার মাত্র ১ ঘন্টা
১২ মিনিট
পরেই ১৩ জানুয়ারি।
বিপরীতে Ishika Khan অাবারো রিপ্লে দেই,
ওয়াও
তাহলে তো কিছুক্ষণ পরেই, অনেক বেশি
শুভকামনা অাপনাদের জন্যে।
.
Fahim নামের একজন কমেন্ট করে ভাইয়া অাপনার
সাথে অাড্ডা দিতে অামার অনেক ভাল লাগে ১১.১০
মিনিট না অাপনার সাথে সারারাত অাড্ডা দিব।
উনার কমেন্টের রিপ্লে দেই, স্যরি ভাইয়া পারবো
না কেননা অাজ রাত্র ঘড়ির কাটা ১২ টা বাজার সাথে
সাথেই অামার প্রিয় মানুষের জন্মদিন, অন্যদিন
তোমার সাথে অাড্ডা দিব।
বিপরীথে Fahim রিপ্লে দেয় তাই নাকি ভাইয়া,
তাহলে অাড্ডা পরে অাগে ভাবি কে Wish করেন।
- ১১ টা বেজে গেছে।
.
তখনি ল্যাপটপ অফ করে কানে হেডফোন গুচিয়ে
পুরনো দিনের একটা বাংলা গান অন করে হোটেল
থেকে
বাইরে বেরিয়ে এলাম রওয়ানা হলাম মিথিলার বাসার
উদ্দেশ্যে শীতের কুয়াশায় তখন অনেকটা
অন্ধকার, গায়ে
একটা চাদর জড়িয়ে হাটছি।
অন্ধকারাচ্ছন্ন কুয়াশা মাড়ায় শীতের রাত হাঠতে
ভালোই লাগছে।
অামার অপেক্ষা তরি শেষ হচ্ছে না বার বার ঘড়ির
দিকে
তাকাচ্ছি অার পা বাড়িয়ে যাচ্ছি।
১২ টা বাজতে অারো বাকি ৩ মিনিট, তখনি ফোনটি
হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়েই লিখতে
থাকলাম
Happy Birthday
Mithela চিরচেনা নাম্বারে মেসেজ সেন্ড করে।
এরপরই সাথে সাথেই তাকে ফোন করলাম,
রিসিভ হওয়ার সাথে সাথেই বললাম হ্যাপি বার্থডে
পেত্নী।
এরপর'ই বললাম -
একটু বারান্দায় অাসতে পারবি...?
মিথিলার উত্তর এতো রাত্রে বারান্দায় ক্যান?
অবশেষে
মেয়েটা বারান্দায় অাসলো তখনি অামি প্লেকার্ড টি
উজিয়ে
ধলাম, সেখানে লেখা শুভ জন্মদিন মিথিলা।
অামায় দেখে দৌড়ে সে নিচে নেমে অাসলো।
তার চোখে মুখে অানন্দের ছাপ সে হয়তো
ভাবতেই
পারছে অামিই তার জন্মদিনের সাপ্রাইজ হবো।
.
মেয়েটি নিচে অাসতেই তার জন্যে অানা খুটিনাটি
গিফট গুলো দিতে
লাগলাম।
সে অনেকটা অাশ্চর্য হয়ে গেলো,
তখনি অামার চুলে অনেক গুলো টান দিয়ে বকতে
লাগলো বান্দর, কুত্তা, বিলাই, ভুত তুই এতো বড়
সাপ্রাইজ দিবি কখনো ভাবিনি।
এই বলেই মেয়েটি কাদতে লাগলো,
তখনি দিল মনটাই খারাপ করে মেয়েদের এই একটি
বাজে অভ্যাস রোমান্টিক সময়ে কান্না করে।
.
মনে মনে বলতে লাগলাম মাত্র তো সিলেট
থেকে
নোয়াখালী অাসলাম তোর জন্য অামি সব করতে
পারবো।
তখনি অামার প্রিয় মানুষটির জন্মদিনের কেক কেটে
তার মুখে তুলে দিলাম।
ঠিক তখনি যেনো পৃকিতির বুক সবুজ অরন্য থেকে
ভেসে
অাসলো শুভ
জন্মদিন মিথিলা।
এভাবেই যেনো সবাই তার ভালবাসার
মানুষ কে ভালবাসতে পারে।
.
লিখেছেনঃ- Shakib Hasan Ruyel (উদ্দেশ্যহীন)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
1500
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§§ā§Ē AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ