কোন মেয়েকে প্রপোজ করার পরপরই যদি
মেয়েটা একসেপ্ট করে ফেলে,তাহলে
প্রেম করার ফিলিংসটাই চলে যায়।
কোন মেয়েকে প্রপোজ করবো,সে প্রথমে
"শালা ক্ষেত" বলে গালি দিবে।
চিল্লায়া লোক জড়ো করে অপমান
করবে।
খুব ভালো হয়,যদি কষিয়ে আমার গালে
একটা থাপ্পড় মারে।দুইটা দিলে আরো
ভালো।ফুল প্যাকেজ।
আমি পিছু ছাড়বোনা।জোকের মত লেগে
থাকবো পিছনে।
ওর স্কুলে যাওয়ার পথে দাড়িয়ে
থাকবো।কোচিংয়ে যাওয়ার পথে ফুল
নিয়ে প্রপোজ করবো।বান্ধবীদের সাথে
নিয়ে ফুচকা খেতে গেলে,হুট করে আমি
গিয়ে বিল দিয়ে চলে আসবো।
ওর জানালার পাশে রোজ সকালে
হাফপ্যান্ট পরে দাড়িয়ে দাত ব্রাশ
করবো।পরনে একটা স্যান্ডো গেঞ্জীও
থাকতে পারে।
একদিন ওকে রাস্তায় একা পেয়ে ওর চুলে
টান মেরে দৌড়ে পালাব।আর ও পিছন
থেকে চিল্লাবে,"তোরে সামনে পেলে
জুতা দিয়া বাইড়াইতাম রে শালার্পুত"।
এর পরের দিন আমি ওকে একজোড়া জুতা
গিফট করবো।
আমার গিফট করা জুতা দিয়ে নিশ্চই
আমাকে বাইড়াবে না?
একদিন ও যার কাছে ফ্লেক্সি দেয়,সেই
ফ্লেক্সিওয়ালাকে হালকা তোষামোদ
করে ওর ফোন নাম্বারটা নিবো।তারপর
রাত তিনটার সময় এক দমে ৪৯ টা মিসকল
দিবো।তারপর একটা টেক্সটা
পাঠাবো,"এই বাবু তুমি ঘুমাইসো তো?"
এটা লিখে।
দুএকদিন পর হুট করে ওর বাসায় চলে যাব।
কোন রকম ফরমালিটি না মেনে সোজা
ওর বেডরুমে চলে যাব।গিয়ে ওর পড়ার
টেবিলের সব বই উলটপালট করে দিয়ে
চলে আসবো।
এরপর ও ওর বাবার কাছে বিচার দিবে।
ওর বাবা একদিন সুযোগমত পেয়ে
আমাকে প্রচুর মারবেন।শক্ত বাঁশ দিয়ে
বাইড়াইতে বাইড়াইতে আমার হাড্ডি
ভেঙে ফেলবেন।আর সাথে সাথে
বলবেন,"আর করবি প্রেম?বামন হয়ে
চাঁদের দিকে হাত বাড়াস শালা
বজ্জাত"।
মার খেয়ে আমি সেন্সলেস হয়ে যাবো।
আমাকে হাসপাতালে ভর্তি করা হবে।
একমাস পর হাসপাতাল থেকে বেরিয়ে
এসেই সোজা ওর স্কুলে চলে যাব মাইক
নিয়ে।তারপর মাইকে চিল্লায়ে বলতে
থাকবো,"আমি তোমাকে ভালোবাসি
অমুক"।
তখন স্কুলের ছাত্র আর শিক্ষকদের হাতে
দ্বিতীয় দফা মার খাবো।
এবার হাসপাতালে মাত্র দশদিন থাকবো।
হাসপাতাল থেকে বেরিয়েই কোন সাধু
বাবার কাছে যাব প্রেমে ফেলার
তাবিজ নেয়ার জন্য।
সাধু বাবা শর্ত দিবেন,অমাবষ্যার
মাঝরাতে কোন খরস্রোতা নদীর মাঝখান
থেকে তাবিজটা ভিজিয়ে নিয়ে আসতে
হবে।তারপর সেই তাবিজ কোন
কবরস্থানের কাছাকাছি কোন গাছের
ডালে বেধে রাখতে হবে।
আমি কথামত সব করবো।কিন্তু তাবিজে
কোন কাজ হবেনা।
আমি হতাশ হবো।
তারপর একদিন গিয়ে ওকে বলবো,দেখো
এতদিন যা করেছি তার জন্য আমি খুব
দুঃখিত।আমি আর তোমাকে ডিস্টার্ব
করবোনা।বলে চলে আসবো।
তখন ও পিছন থেকে এসে আমাকে
জড়িয়ে ধরবে।আর চুপিসারে
বলবে,"ভালোবাসি"।
ভালোবাসা অমর হবে
Adro Neel himu
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ