গল্প :-- রং নাম্বার
পর্বঃ-- ০৩ এবং শেষ পর্ব
পায়েল :-- কেমন আছো তুমি....? (মেসেজের কোন রিপ্লে আসেনি) হ্যালো...?
দু'দিন পর রিপ্লে আসল.......
➡হুম,তেমন ভালো নেই আমি...😖😖
পায়েল :-- আমারও ঠিক একই অবস্থা... জানো তোমাকে আমি অনেক মিস করেছি... তোমার পাঠানো মেসেজগুলো বার বার পড়েছি... 😘😘
➡আমিও বন্ধু...অনেক বার ফোন দিতে চেয়েছি কিন্তু তখনই মনে পড়ে যায়,,,তোমার কাছে ফোন নেই... আবার ফোন রেখে দেয়....
পায়েল :-- কিন্তু এখন থেকে রোজ কথা বলব....💘
➡ আচ্ছা,,তোমার বাসা কোথায়....?
পায়েল :-- আমার বাসা গুলশানে....
➡তাহলেতো বেশি দূরে না,,,,আমি তোমার সাথে দেখা করতে চায়.....
পায়েল :-- ঠিক আছে.....😄
➡কখন আসব বল...?😱
পায়েল :-- এখনতো পরিক্ষা শেষ,পড়াশোনার তেমন চাপ নেই....কালকেই আসতে পার....
➡ঠিক আছে _তোমার ঠিকানাটা দাও....?
(পায়েল তার ঠিকানা দিল)
পরদিন বিকেলে......
রায়হান পায়েলের বাসার পাশে এসে তাকে ফোন দেয়....😉
পায়েল তখন রায়হানকে নিয়ে নিরব এক
জায়গায় নিয়ে যায়....😍
তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে
থাকে কিন্তু কিছুই বলতে পারে না,,,, যেন তারা বাকরূদ্ধ হয়ে গেছে.... 😱😱
পায়েল :-- এভাবে তাকিয়ে আছো কেন...?
প্রেম হয়ে যাবে কিন্তু.....😱😱
➡তা তো অনেক আগেই হয়ে গেছে... লজ্জার কারনে সরাসরি কিছু বলতে পারিনি....😍
পায়েল :-- তাই বুঝি...?😉😉
➡ হুম... থাকবে তো আমার পাশে,সারাজীবন...?
পায়েল :-- না, পারব না.....তুমি আমার পাশে থাকবে তো...?💏💑
➡পাগলী.... তুমি শুধু আমার পাগলী.. <3
পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়,যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে..আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে... <3
এভাবেই রং নাম্বারের মাধ্যমে তাদের প্রেম
হয়ে উঠে....চলতে থাকুক তাদের ভালোবাসার মিষ্টি গল্প...এ কামনাই করি💘
বিঃদ্র :-- গল্পের মধ্যে কোন প্রকার বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন.....🙏🙏
______________🔚🔚🔚_____________
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ