গল্প :-- রং নাম্বার_
পর্বঃ- ০২
আমি কি তোমার বন্ধু হতে পারি..?(রায়হান)
পায়েল :-- এখনকার ছেলেদের তো বিশ্বাস
করা যায় না....তাছাড়া তোমার সম্পর্কে কিছুই জানি না....
➡একবার বন্ধু বানিয়ে দেখ...সব বলব....
পায়েল:-- আচ্ছা ভেবে দেখি, কি করা যায়..?
এভাবে কথা বলতে বলতে আরও কয়েকটা দিন পার হয়ে যায়____
তারপর আবার রায়হান বলল......🔊
➡তো বন্ধুত্বের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে..?
আমি কি তোমার বন্ধু হতে পারি.......?
পায়েল:--হুম,হতে পার তবে শুধু বন্ধু....আর কিছু যাতে না হয়...এ যুগের ছেলেদের প্রতি আমার একটুও বিশ্বাস নেই......
➡আচ্ছা বাবা, ঠিক আছে...শুধু বন্ধু হয়ে থাকব....
পায়েল:-- আচ্ছা,তোমার বাসায় কে কে আছে.....?
➡সবাই....মা-বাবা,ছোট বোন আর দাদা-দাদি।তোমার...?
পায়েল:-- মা আর বড় ভাই....বাবা ৫ বছর আগে মারা যায়.....
➡আমি দুঃখীত কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য.....
পায়েল:-- না, সমস্যা নেই....মানুষ তো মরনশীল....তবে হয়তো একটু আগেই..যাক
এসব কথা বাদ দাও....
➡আচ্ছা,তোমার পড়াশোনা কেমন চলছে..?
পায়েল:-- হুম, খুব ভালো...তোমার.........?
➡মোটামুটি চলতেছে......
পায়েল:-- আচ্ছা একটা কথা বলি কিছু মনে করো না.....
➡ঠিক আছে...বল...
পায়েল:- তোমার কি কোন গার্লফ্রেন্ড আছে বা আগে ছিল....?
➡না,আমি এমনিতেই ভালো আছি..তোমার তেমন কেউ আছে......?
পায়েল:-- তেমন কাউকে এখনও খোজে পায়নি.......
➡যদি কখনো খোজে পাও,,,তাহলে কি করবে...?
পায়েল:-- যদি এমন কাউকে পেতাম যে আমাকে অন্তর দিয়ে ভালবাসবে যার সব ভালবাসা আমায় গিরে থাকবে.তবে আমি এই পৃথিবীর বিনিময়েও তাকে হারিয়ে যেতে দিতাম না.....
➡খুব ভালো মনোভাব তোমার..আমার কিন্তু ভালোই লেগেছে....
পায়েল:- আচ্ছা,,,,, তোমার সাথে মনে হয় এক-দুই মাস কথা হবে না....সামনে তো পরিক্ষা শুরু হবে তাই আম্মু ফোন ব্যবহার করতে দেবে না.....
➡আজ থেকেই কথা বলা শেষ...? (কথা শুনে রায়হানের খুব খারাপ লাগল)
পায়েল:--হুম,আজ থেকেই...ভালো থেকো বন্ধু খুব মিস করব...বাই.....
➡বাই..... (কান্না ভেজা কন্ঠে)
এভাবে দুই মাস কেটে গেল.....তাদের পরিক্ষার শেষ দিন আজে..... পরিক্ষা শেষে বাসায় ফিরে পায়েল আগে রায়হানকে মেসেজ দিল......
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ