āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1479 (1)

গল্প :-- রং নাম্বার____ 😱😱
পর্ব :- ০১

সকাল ১০টা....অচেনা এক নাম্বর থেকে মেসেজ আসল.....😱
(মনের মাঝে আছি বলে করিস অবহেলা..আমি যখন হারিয়ে যাবো কাদবি সারাবেলা...তবু যদি হারিয়ে যায় তোর অজান্তে...স্মৃতিগুলো যতনে রাখিস মনের সিমান্তে......😍😍)
মেসেজটি দেখতে পেয়ে রং নাম্বার মনে করে কোন রিপ্লে দিল না পায়েল.....
*পায়েল_এবার_ইন্টার_এ_পড়ে___
বরাবরের মতো কেটে গেল কয়েকটা দিন..
একদিন আবার একই নাম্বার থেকে মেসেজ
এলো........😍😍
(তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।)
কিন্তু এবার মেসেজটি দেখে কিছুটা সন্দেহ
করল.......তখন পায়েল ঐ রং নাম্বারে ফোন করল......কিন্তু কোন সাড়া পেল না...
দ্বিতীয় বার ফোন করার পর ভালোভাবে
কথা বলে বোঝতে পারল ফোনটা ছোট বাচ্চা রিসিভ করেছে,,,,,,,যার কাছ থেকে এসব মেসেজ আসা অসম্ভব..... যাইহোক
সেদিন রাতে পায়েল আবার রং নাম্বারে ফোন করল,তখন অন্য একজন রিসিভ করল....পায়েলের মনে হলো সে ঐ বাচ্চার
থেকে অনেকটা বড়.....😱😱😱

তখন পায়েল বলল :-- আচ্ছা,আপনি কে...?
➡কেন...? আমার কন্ঠ কি মানুষের মতো মনে হয় না...?😜😂😂
পায়েল :-- আমি তা বলেনি..আমি জানতে চায় আপনার নাম কি.......?😒
➡আমার নাম রায়হান.....আমি ঢাকা সাভারে থাকি,,, আর ইন্টারে পড়ি... আপনি কে...?আর আমার নাম্বার পেলেন কোথায়...?😯
পায়েল:-- আশ্চর্য...এই কথাটা তো আমি জানতে চায়...আপনি আমার নাম্বার পেলেন কোথায়.....?😏
➡আপনি কি বলতে চান...?😕
পায়েল:-- আপনার এই নাম্বার থেকে আমার মোবাইলে বাজে বাজে মেসেজ আসে..আর তা থেকেই আপনাকে কল দিলাম....😏
➡দুঃখিত..আপনি হয়ত ভুল কারও সাথে কথা বলছেন,,,,আমি এরকম ছেলে না...
একথা বলে রায়হান ফোন কেটে দিল...

পায়েলও বেশি কিছু জানতে না চেয়ে ফোন রেখে দিল.....❣❣
তারপর থেকে কয়েক সপ্তাহ কেটে গেল,,
ঐ নাম্বারে আর কোন মেসেজ বা মিস কল কোন কিছুই আসল না...... তবে মাঝে মাঝে
পায়েল রং নাম্বারে আসা মেসেজগুলো পড়ত..তার কাছে ভালোই লাগত মেসেজগুলো..... এভাবে কেটে গেল আরও এক সপ্তাহ...তারপর আবার একটি মেসেজ
আসল কিন্তু সেই মেসেজটি ছিল ভিন্ন রকমের........ 💌💌

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ