āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1474

#মাধবীলতা

শেষ বার যখন ওর সাথে দেখা হয়েছিলো।তখন সে বিয়ের কার্ড নিয়ে আমার কাছে এসেছিলো।চোখ জোড়া পানিতে ছলছল করছিলো।আমি তাঁর কান্নার কারণটা বুঝতে পারিনি।বুঝতে পারনি তাঁর মনের ব্যথাটুকু।আমি আসলেই বোকা ছিলাম।

কান্না জড়রিত কন্ঠে আমায় বললো," জানিস আমার না বিয়ে।তুই আমার বিয়েতে আসবি।আর শুন একটু ফিটফাট হয়ে আসিস।সবসময় তো এলোমেলো ভাবে চলেছিস।আমিই সব ঠিক করে দিতাম।এবার না হয় একা একা সবকিছু করতে শিখ"।

আমি হেসেই উড়ে দিলাম ওর কথা।" ধুর পাগলি এখানে কান্নার কি হলো? তুই কি সারাজীবনের জন্য চলে যাচ্ছিস নাকি।আমাদের কি আর কখনো দেখা হবে না।দূর থেকেও তুই আমার খেয়াল রাখতি পারবি"।

ও এতদূরে চলে যাবে ভাবতেই পারিনি। আমার মনের সীমানার বাহিরে।আমার সবটুকু অবাধ্যতা নিয়ে চলে গেলো।তবে ওর দেওয়া মাধবীলতার গাছটা এখনো ঠিক বারান্দায় আছে।সারা বারান্দায় মাধবীলতার ফুল ছড়িয়ে গেছে।আমি ইচ্ছে করেই ডালপালা কাটি না।মাধবীলতার মাঝে আমার মাধবীকে খুঁজে পাই।একদিন খুব সকালে আমার এক জন্মদিনে মাধবী এই গাছটা আর আস্ত একটা টব সহ হাজির।আমি অবাক হয়ে গেলাম।

" তুই সবসময় এমন করিস কেন?কি উল্টাপাল্টা গিফট দিস।এসব গাছপালা ফুল আমার পছন্দ না।কিছু ভালো মন্দ খাওয়াবি,,, তা না গাছ নিয়ে হাজির।তাও আবার মাধবীলতা।নিজের যত্ন নিতে পারি না।আবার গাছের"।

" শুন এটা আমার প্রিয় ফুল।তোর যত্ন নিতে হবেনা।আমি মাঝেমাঝে এসে যত্ন করে যাবো।তুই শুধু গাছ টা দেখবি।কেউ যেন নষ্ট না করে।আর শুন গাছটা যখন বড় হবে দেখবি পাখিরা এসে কিচিরমিচির করবে। তখন তোর সকালের ঘুম ভাঙ্গবে। ফুল ফুটলে ঘ্রাণ নিবি।রাতে এটা খুব ভালো ঘ্রাণ দেয়"।

" এই শুন তোর এসব আজগবি কথা বাদ দে"।
" রাগ করলি বুঝি"?

পুরনো দিনের সেইসব স্মৃতি এখন অর্থহীন।আমি নিজে নিজে   কিছুই করতে পারতাম না।জীবনের ছোট বড় সবকিছু মাধুবী  মনে করিয়ে দিত,,,,সেভ করার কথা,চুল কাটার কথা,এমনকি ঠিক মত খেলাম কিনা,ঘুমালাম  কিনা তাও ।আজ আমি একা একাই সব করি।সময় মত ঘুম থেকে উঠি, নাস্তা করে অফিসে যাই।কখন কোন মিটিং এ যাবো কেউ মনে করিয়ে দেয়না ।ওর বিয়ের তিন বছর হয়ে গেলো।এই তিন বছরে একবারও ওকে দেখিনি।তবে এটা জানি ও খুব সুখে আছে ভালো আছে।আমি কি খারাপ আছি?না,,,,আমিও ভালো আছি। সবসময় ভালো থাকার চেষ্টা করি।জীবন অনেক কিছু পরিবর্তন করে দেয়।ওর ভালোবাসা যখন বুঝেছি খুব দেরী হয়ে গেছে।তাই আমিও আমার পরিবর্তন টা করে নিয়েছি।

অতঃপর,,,,, আমি, মাধবী আর মাধবীলতা অজানা এক গল্পকথা।

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ