āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1475

মেয়েটা আমার পাশে,ঠিক গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে|আমি ওর দিকে তাকিয়ে আছি ফ্যালফ্যাল করে|ও আমার দিকে তাকিয়ে বলল,
:এভাবে তাকিয়ে আছ কেন?
আমি কিছু না বলে ওর দিকে তাকিয়েই আছি|ও খানিকটা দুষ্টুমির স্বরে বলল,
:আজিব!আমি জানি আমি খুব সুন্দর|তাই বলে এভাবে তাকাতে হবে?
এই বলে ও উচ্চ স্বরে হাসতে লাগল|আমি এবারও কিছু বললাম না|কেবল ওর দিকে তাকিয়ে রইলাম|নদীর ধারে বসে আছি|খুব বাতাস এখানে|তাই বসে আছি|পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্চে| মেয়েটার মাথার দুপাশের চুল গুলো উড়ছে|আমি সেদিকে মহিত হয়ে তাকিয়ে আছি|ও আবার বলল,
:কি?আমার এলোমেলো চুল গুলো ঠিক করে দিতে মন চাইছে তাই না ?
আমি কিছুটা অবাক হয়ে বললাম,
:তুমি কি ভাবে বুঝলে ?
:বেশি কথা না বলে চুল গুলো ঠিক কর|
আমি আস্তে করে ওর মাথায় হাত লাগালাম| ওমনি ও হাওয়ায় মিলিয়ে গেল|আমি পাগলের মত ওকে চারপাশে খুঁজলাম|কিন্ত পেলাম না|বুকের ভিতর শূন্যতা আবার টের পেলাম|বাপশের ব্যথাটা আবার জেগে উঠল|কেন ও বার বার এসে আমার ব্যথা গুলো জাগিয়ে দেয়|কেন?চলে গেছ যেহেতু একেবারে চলে যাও|কেন আমার অবচেতনে এসে আমার কষ্ট বাড়িয়ে দাও|কেন?ছেলেটা কথা গুলো গুন গুন করে বলে আর ক'ফোটা নোনা জল ফেললো

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ