***পেজের ইনবক্স থেকে পাওয়া***
..আমি তামিম (ছদ্মনাম),আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাচ্ছি.দয়া করে গল্পটা আপনাদের পেইজে লেখার জন্য অনুরোধ করছি.এটা একটা সম্পূর্ণ ঘটনা.আমার সাথে ঘটে যাওয়া ঘটনা.
ক্লাস টেন এ পড়ি তখন.একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম.বাবার টাকা কম.তাই আমাকে ফ্রিতে কোচিং করতে দেওয়া হয়েছিল.আমি গরীবের ছেলে.তাই আমার সাথে কেউ মিশতো না.তাছাড়াও এটা নিয়ে আমার কোন মাথা ব্যথা ছিল না.তবে আমার একটা ফ্রেন্ড ছিল.তারপর দীর্ঘ একমাস কেটে যায়.২ ফেব্রুয়ারি ২০১২.সেদিন একটা নতুন মেয়ে পড়তে আসে.আমার প্রথম দেখতেই তাকে ভালো লেগে যায়.তারপর থেকে আমি সবসময় তার প্রতি একটু দুর্বল হয়ে থাকতাম.মেয়েটির নাম তাশফিয়া.এটা কোন ফেক নাম না.তারপর থেকে আমি ওর বন্ধু হওয়ার চেষ্টা করি.তারপর আমি ইন্টারে উঠলাম.দীর্ঘ একবছর পার হয়ে গেল.তবুও আমি ওকে আমার ভালোবাসার কথা বলতে পারলাম না.কলেজে উঠার পর আমি ফেরদৌস নামে একটা স্যারের নিকট ভর্তি হই ।তারপর জানতে পারি তাশফিয়াও এই স্যারের কাছেই পড়ে.তারপর একদিন ফেইসবুকে তার আইডি পেয়ে যাই,.তাকে রিকু দিলাম.সে একসেপ্ট করলো.তারপর তাকে মেসেজ দিলাম.সে রিপ্লেও দিল.তারপর থেকে তার সাথে কথা বলতাম.সে আমাকে তার সব কথাই বলতো.
.
যার ফলে তার প্রতি ভালোবাসা আরো গভীর হয়ে যায়.ও ছিল খুব বড়লোকের মেয়ে আর আমি ছিলাম সাধারণ একটা রাজমিস্ত্রির ছেলে.তাই তাকে ভালোবাসার কথা বললে ও আমার কথা না ও রাখতে পারে বলে ভয় পেতাম.একদিন জানতে পারি তার স্বাধীন নামে বিএফ আছে.একথাটা জানার পর আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছিল.তারপর আমি একদিন বলেই ফেলি আমি তাকে ভালোবাসি.সে আমাকে কলেজের সবার সামনে অনেক অপমান করে.ও বলে আমার মতো গরীব ছেলের উপর নাকি শুধু করুণা করা যায়.ভালোবাসা যায়না.তারপর থেকে ওর আর আমার কোন যোগাযোগ হয়না.ও আমার নাম্বার,ফেইসবুক আইডি সব ব্লক করে দেয়.ওর সাথে কথা না বলতে পেরে আমার অবস্থা পাগল প্রায়.আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে.আমি স্বাধীনের নামে একটা ফেসবুক আইডি খুলি.উদ্দেশ্য ছিল তাশফিয়ার সাথে কথা বলার.কিন্তু আমার মন্দ ভাগ্য,আমি ধরা পড়ে যাই ।তারপর তাশফিয়া ওর বিএফ কে এই কথা বলে দেয়.স্বাধীনের অনেক বখাটে বন্ধু ছিল.তারা একদিন আমাকে বাড়ি থেকে খেলার নাম করে নিয়ে যায়.মাঠে গিয়ে আমাকে ব্যাট স্টাম্প দিয়ে মারে.আমার হাত ভেঙ্গে গেলেও আমি বাড়িতে বলি এটা পড়ে গিয়ে হয়েছে.ওরা আমাকে অনেক কিল ঘুসি মেরেছিল.এমনকি সেন্ডেল দিয়েও মেরেছিল.আমি সব সহ্য করে নিয়েছিলাম.
কারণ আমি তার সাথে দুদন্ড কথা বলেও খুশি ছিলাম.আমাকে একমাস বাড়িতে পড়ে থাকতে হয়.পরে যখন সুস্থ হই তখন জানতে পারি তাশফিয়ার সাথে নাকি স্বাধীনের অনেক আগেই বিয়ে ঠিক করা ছিল.আজকে আমি গরীব বলে আমার ভালোবাসার কোন মূল্য নেই.আমি ভেবেছিলাম হয়তো তাশফিয়াও আমাকে ভালোবাসে.কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভূল ছিল.এখন তারা আমার সামনে হাত ধরাধরি করে ঘুরে বেড়ায়.আমার হাতে এখন কিছু করার নেই.আমি এখন ইচ্ছা করলেও বাঁচতে পারি না.আবার মাবাবার জন্য মরতেও পারিনা.আমি আমাদের গরীব ঘরের একটাই ছেলে.তাই আমি মরে গেলে আমার বাবা মার জীবন অনেক কঠিন হয়ে যাবে.এখন আমি প্রতিরাতে কেঁদে বালিশ ভেজালেও এখন আমার কিছু করার নেই.কারণ তাশফিয়া স্বাধীনকে ভালোবাসে.ওরা আমার সামনে ঘুরে বেড়ায়, প্রেম করে,কিন্তু আমার কিছু করার নেই.নিজেই গুমরে মরি.তাশফিয়া যদি স্বাধীনকে পেয়ে খুশি থাকে তাহলে আমিও খুশি.তাই এখন ভাগ্যটা বিধাতার হাতে ছেড়ে দিয়েছি.আমার কানে এখন একটাই কথা বার বার বাজে..গরীবের উপর করুণা করা যায়.তাদের ভালোবাসা যায়না.কিছুদিন পরে তাদের বিয়ে.আমার একটাই দোয়া,ভালো থাক তাশফিয়া,সুন্দর হোক তোর জীবন.আপনারাও তার জন্য দোয়া করবেন।
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ