বান্ধবীর খালার বিয়েতে গেলাম।
খালার একটু বয়সেই বিয়ে হচ্ছে।কিন্তু বাসার সবাই খুশি কারন খালার বয়স ৩০আর খালুর বয়স নাকি ৩২।
এতো ইয়াং বর পেয়ে খালাও খুশি।
বর আসার সাথে সাথেই মাথায় বাজ পরলো।
বরের বয়স চশমা পরে গুনলেও আনুমানিক ৫৫।
আমার মনে হয় যুদ্ধের সময় ই তার বয়স ছিল ত্রিশ এর কাছাকাছি।
বান্ধবীরর নানাকে বললাম,নানা আমাদের তো ঠকানো হয়েছে।
বর তো বুড়া।চলেন এর একটা বিহিত করি।
সে আমার হাত ধরেই বলে নানু চাইপ্পা যাও। বিয়ের দিন আর কেঁচো খুড়তে সাপ বের করোনা।
বান্ধবীরে জিজ্ঞেস করলাম,এখানে সাপ টা কি!বরের আবার বউ আছেনাকি?
বান্ধবী আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, আরেনা বরের কাছে আমার খালার বয়স বলা হয়েছে ১৮ ছুঁই ছুঁই।
আহ...খালাও পেয়েছে ইয়াং বর..
আর খালু পাইছে নাবালিকা..
😜
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ