#সব চরিত্র কাল্পনিক।
বাসায় বিয়ের কথা চলছে।একের পর এক প্রপোজাল আসছে।আমায় যখন পাত্র আলাদা ভাবে জানতে চায়,তুমি কি সিঙ্গেল?আমি প্রতিবার ই বলি না😜এটা বলতে আমার প্রেমিক ই শিখিয়ে দিয়েছিল😜একবার এটা বলা সত্ত্বেও একজন বিয়ে ভাঙবেনা😒 সে আমার আরো প্রশংসা করলো,আমার সত্যবাদীতা দেখে সে নাকি মুগ্ধ😖 সে আমাকেই বিয়ে করবেই।আগে প্রেম টেম থাকলেও কিছুনা😒
অনেক কষ্টে আম্মাকে বিশ্বাস করালাম,ছেলের মাথায় টাক😂বিয়েটা আর হলোনা😜
এ শুনে আমার প্রেমিক বললো,এখন থেকে কেউ জিজ্ঞেস করলে বলবা তুমি বিবাহিত।যাক আমিও তাই মেনে নিলাম।🙌
রাস্তা দিয়ে ভার্সিটি যাচ্ছি, এমন সময় এক মহিলা পিছন থেকে ডাক দিল।
আমার কাছে এসেই বলতেছে,এই শোন তুমি কি মেয়ে?
আমি তো হতোভম্ব হয়ে গেলাম।😫 মনে মনে ভাবি বাসা দিয়া সাঁজ টা কি কম দিয়া আসছিলাম!যে আমায় মেয়ে মেয়ে লাগেনা!👿আমি রাগ করে বললাম মানে?
উনি বলে তুমি কি বিবাহিত?😊
আমিও আমার প্রেমিক এর কথা মতন বলে দিলাম,জি☺ মনে মনে ভাবি মহিলা ছোট বেলা থেকেই বিপরীত শব্দে কাঁচা মনে হয়😜নইলে মেয়ের বিপরীত বিবাহিত হয় কেমনে!😂
আহ,কিছুক্ষন পর বাবলু(আমার প্রেমিক এর নাম)কল দিয়ে যা বললো তা শুনেতো আমি যাই যাই।😒
ওই মহিলা নাকি বাবলুর ই মা ছিলো😫আমার পিক নাকি বাবলুই তাকে দেখিয়েছে,এসেছিল কথা বলতে😒
তাইতো বলি,মহিলারে চেনা চেনা লাগে কেন😒অনেকটা বাবলুর মতন দেখতে।মহিলা হয়ে ছেলের মতন দেখতে,সে আবার আমায় জিগায় আমি কি মেয়ে! :/
যাক, কিছুদিন পর বাবলু আমায় জানালো,ওর মামা আর মামি দেখতে আসবে আমাকে।
আমিতো খুশিতে নাচছি।বাসার কেউ বুঝবেই না এটা লাভ ম্যারেজ😆
মামা-মামি আসলো,আমায় তারাও সৌজন্যতা রাখতে জিজ্ঞেস করলো , আমার আলাদা পছন্দ আছে কিনা?
আমিও লজ্জা লজ্জা ভান করে বললাম,না😉
কিছুক্ষন পর ই মামি উঠে বললো,বাবুর সাথে মেয়েটাকে বেশ মানাবে।
আমি তো আহাম্মক এর মতন তাকিয়ে আছি। এই বাবুটা আবার কে!😡
মনে হয় এরা ভুল ঠিকানায় এসেছে😭বাবলুর মামা-মামি ই বা কই গেলো।😒 কাঁদবো না হাসবো কিচ্ছু বুঝতেছিনা।😭
ধূর,আর বসে না থেকে দাড়ালাম।সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে।
এখন প্রেম,বিয়ে বলে আর এড়ানো যাবেনা।
তাই বলেই ফেললাম,ইয়ে মানে একটা কথা জানানোর ছিল,আমি প্রেগন্যান্ট 😖
সবাই থতমত হয়ে তাকিয়ে আছে।এর মাঝেই কলিং বেল এর শব্দ।দরজা খুলে দেখি বাবলু।
আমি রেগে গিয়ে বললাম,এই তোমার মামা-মামি কই?👿
এর মাঝেই বসে থাকা বাবুর মামি বাবলুকে দেখে বলতেছে,বাবু মেয়ের তো মাথা খারাপ।😡
আমার চোখ তখন ছানাবড়া। এই তোমার নাম বাবু কবে থেকে?👿
বাবলু:- আরেহ আমায় আদর করে বাবু ডাকে সবাই 😖.....
আমি ফাইসা গেছি বাবু নাম এর চিপায়😷
#বাবুর এরেঞ্জ ম্যারেজ😜
লেখা:- Umme Nipa
#সব চরিত্র কাল্পনিক ২
আম্মা আমার জন্য এমন সব পাত্র দেখেন যার হাঁটুর বয়সে আমার
বয়স।এক একটা বুইড়া ভাম। :( একটা বায়ো আমার হাতে দিয়ে আমায় দেখতে
বললো,আমি সব দেখার আগেই জন্ম সাল দেখি।এ বাবা!আগের
গুলা ১০-১২ বছরের বড় ছিল,আর এটা ১৫বছরের বড়! ধূর! ভাবলাম
একখান প্রেম করবো। -_-
আম্মারে দেখাইয়া দিবো, দেখো মা তোমার জন্য বাচ্চা শারুখ
খান আনছি। :p তাই মিশন এখন ফেবুতে।
অনেক সুদর্শন যুবক আমায় প্রপোজ করেছে,এর মাঝে অতি
উত্তম একজন এর সাথে প্রেম করে বিয়ে করে মা কে
দেখিয়ে দিব। :)
যাক, ফেবুতে বিশাল এক বিজ্ঞপ্তি দিলাম যে,কে কে আমার
সাথে প্রেম করে বিবাহ করতে ইচ্ছুক?হাত তুলুন। মনে মনে
ভাবলাম, "শ" খানেক মানুষ হাত তুলবে,আহ! আমার তাদের মধ্যে
বাছাই করাটা খুব
মুশকিল হয়ে যাবে। কিন্তু বেপার হইলো উল্টা। কেউ হাত
তোলাতো ভালো ভয়ে একটা লাইক ও দেয়নায়। >_< মেসেজ এ
কত মানুষ প্রপোজ করলো,আর এখন সুযোগ বুইঝা কাইটা
পরছে। :/
৩ঘণ্টা পর ও কেউ হাত তুললো না। নাহ,আমার আর প্রেম করে
বিয়ে করা হলোনা। ৪ঘন্টা পর যখন হতাশ হয়ে পোষ্ট টা ডিলিট
দেয়ার জন্য লগ ইন করলাম,দেখি তিনটা কমেন্ট।এক টা নয়,দুটো
নয় তিন তিন টা পাখি । ;)
যাক নাই প্রেমিক এর চেয়ে কাঁনা প্রেমিক ভালো। এই তিন জনের মাঝেই
লুকিয়ে আছে আমার প্রেমিক পুরুষ 8-) এখন আমার বাছাই করার পালা..
প্রথম যে কমেন্ট দিয়েছে আইডির নাম, পোলা তো নয়
আগুনেরই গোল্লা। এই নামের আবার মানুষ হয় কেমনে! :o যাক
সারা
আইডি খুঁজেও তার একটা ছবি পাইলাম না। যেহেতু প্রথম কমেন্ট
সে করেছে অনিচ্ছা সত্ত্বেও তাকে মেসেজ দিলাম।
>এই যে আগুনের গোল্লা আপনার আসল নাম কি গোল্লা? -
-না,মিলন
>কাল দেখা করবেন?
-আচ্ছা।
সকাল বেলা বান্ধবীকে নিয়ে দেখা করতে বের হলাম, আধ
ঘন্টা যাবত দাড়িয়ে আছি,
লোক এর দেখা নাই
পাশে এক পান বিক্রেতা কতক্ষন ধরে আজে বাজে কথা বলেই
যাচ্ছে। তাই আমি আর আমার বান্ধবী উল্টো দিকে ফিরে
তাকাইয়া আছি।
এমন সময় পিছন থেকে পানওয়ালার কন্ঠে বললো,ইস্কিউজ মি
মেডাম..
আমি পিছন এর দিকে না ঘুরেই বলতেছি,ওই মিয়া পান বেঁচেন
ভালো,এতো ফালতু কেন?জান
দূরে গিয়া বেঁচেন। তাকিয়ে দেখি সে পানওয়ালা নয়
কিন্তু অনেকটা পানওয়ালার জমজ ভাইর মতন।
>কে আপনি?
-আমি মিলন ওই যে আগুনের গোল্লা।
মনে মনে ভাবি এই যদি হয়
আগুনের গোল্লা,তাহলে কয়লার গোলা কে! >_<
ছাই কালার একটা গেঞ্জি,তার ভিতরে মানুষ রে খুজে পাওয়া যায়না।
একটু হাওয়া দিলে উড়ে যাবে। পায়ে কি বিশ্রি এক জোড়া চটি।
আমাদের আলাদা বসার জন্য
বললো,আমার শরীর খারাপ লাগছিল তাই বললাম না আরেকদিন। :/
কোন মতে,বাসায় এসে আগুনের গোল্লারে ব্লক দিলাম।
যাক এখন ২য় জন,তার নাম কোন গোল্লা মোল্লা নাই। নামটা
হইলো হৃদয় হৃদয়। মানষের নাম দুবার হৃদয় হয়,তা জীবনেও শুনিনাই। -_-
যাক
নাম এ কি আসে যায়? বুড়া না হইলেই হলো। এবার আর ছবি না
দেখে
দেখা করবোনা।আইডিতে যত ছবি আছে সব ই ঠাডা ভাঙা
রোদ্দুরে দাড়াইয়া তুলছে। গায়ের কালার ই তো বুঝিনা।
যাক,এর সাথে দেখা করার সাহস পাইলাম না।মেসেজ এ কথা হলো।
দুদিন পর রাত ১টায় হৃদয় হৃদয় আইডি থেকে আমায় মেসেজ
দিল,কে আপনি?আমিতো অবাক এ লোক পাগল নাকি?এখন
আমায় চেনে না।আমি বললাম,দু দিন আগে যে আমায় বিয়া করার
জন্য লাইন এ দাড়াইছিলেন,আমি সে।
সে রিপ্লাই দেয়,আসলে হৃদয় আমার স্বামি।ও আমার সাথেও
প্রেম করে বিয়ে করেছিল।এখন অনেক মেয়ের সাথে
এমন করে।প্রেমিক পুরুষ খুঁজতে খুঁজতে এখন কিনা বিবাহিত পুরুষ
পেলাম। :( হুহ এর জন্যই নাম হৃদয় হৃদয়।এক টা হৃদয়ে ওর বউরে
রাখে আরেক হৃদয়ে দুনিয়ার সব মাইয়ারে।হারামজাদা >_<
এখন বাকি আর একজন, সেই আমার শেষ ভরসা।
তার আইডির নাম,অবুজ বালক নিলয়।
হয়তো এ লোক বিবাহিত না,বিবাহিত হইলে আর অবুজ থাকতো না :p
আমি তারে মেসেজ দেয়ার আগেই দেখি তার অনেকগুলি
মেসেজ।সে খুব ই আগ্রহী। কাল যদি আমি তার সাথে দেখা না
করি সে নাকি সুইসাইড করবে ।
যাক, এগুলাইতো প্রেমিক পুরুষ এর কথা। যা মন্দ লাগেনি। :p
সকাল সকাল তৈরী হয়ে বের হলাম,গুনগুন গান না করলে নাকি
প্রেম হয়না,তাই গুন গুন গান ও গাইলাম।
দেখা করতে গিয়ে দেখি অবুজ বালক এক তোরা ফুল নিয়ে
দাড়িয়ে আছে,দেখতে খুব ইয়াং লাগে।আমাকেই ওর
চেয়ে বড় মনে হয়। :( তাতে কি আম্মার বুড়া পাত্রের চেয়ে
ভালো।
দুজন বসে আড্ডা দেয়ার মাঝেই এক মহিলা এসেই নিলয়ের
গালে ঠাটিয়ে চর।আমি ভয়ে দাড়িয়ে গেলাম।সে বলতেছে
ছেম্রা সামনে তোর সমাপনি আর তুই এখানে আড্ডা দেছ?
আমি আমতা আমতা করে বলি কে আপনি?
সে বলে আমি ওর মা।তুমি কে?
অবুজ বালক উঠেই বলে ইনি আমার শিক্ষিকা :3 সাজেশন নিতে
আসছি।
আমিতো পরলাম লজ্জার মধ্যে। :( সমাপনি দিবে?এতো বাচ্চা
পোলাপান ফেবু চালায়! আবার বিয়া ও করতে চায়।হায় আল্লাহ... :(
আমি মনের সান্তনার জন্য জিজ্ঞেস করলাম,আচ্ছা ও কি এইট নাকি
ফাইভ এ পড়ে?
অবুজ বালক যে এতটা অবুজ হবে তা বুঝতে পারিনাই।মন খারাপ
করে বাসার দিকে হাঁটা দিলাম।সবার কপালে প্রেম এর বিয়ে
থাকেনা।আমার কপালে ওই বুড়াই আছে।বাসায় ঢুকেই দেখি এক
ভদ্র সুদর্শন পুরুষ বসে আছে।আম্মু আমায় পরিচয় করিয়ে
দিলো, সে আব্বুর বন্ধুর ছেলে,রায়হান।মনে মনে ভাবি বিয়ের
জন্য এমন ছেলে দেখতে পারেনা, বাইছা বাইছা বুড়া আনে।
কয়েকদিন পর দেখি রায়হান আমায় রিকোয়েষ্ট দিয়েছে।ক্রাস
এর রিকোয়েষ্ট পাবার পর মনের ভিতর একসাথে জোয়ার-ভাঁটা
হচ্ছিল। :)
কিছুদিন পর দেখি সে আমার পাত্র চাই বিজ্ঞাপন এ চতুর্থ জনের
তালিকায় কমেন্ট করেছে।আহ!মনে মনে ভাবছি, পাইলাম
অবশেষ এ উহাকে পাইলাম ... :D
আম্মুকে রায়হান এর কথা বলবো কিন্তু লজ্জাও লাগছে।এর
মাঝে আম্মু আমায় আবার আরেক জনের বায়ো ধরাইয়া দিল।আমি
বললাম,কি আবার বুড়া?
বায়ো খুলে দেখি ওই আগের বায়োটাই।আমি আম্মুরে
বললাম,আম্মু ১৫বছরের বড়! এটা তো আগে একবার দেখেছি।
আম্মু বলে হুম,আগে ছবি দেখোনি,এখন ছবি দেখো।
আমি রেগে গিয়ে বললাম,বুড়া লোক এর ছবি দেখে আমি
প্রেমে পরবো নাকি। :/
আম্মু বললো ছবি দেখ, তারপর ভালো না লাগলে তাদের না
করে দিব।
আমি ভাবলাম ছবি এক নজর দেখতে ক্ষতি কি,
একবার কোন মতে দেখেই বলে দিব,না পছন্দ হয়নি।তারপর
রায়হান এর কথা বলবো।
ছবি দেখে আমি তো আকাশ ভেঙে পরলাম :3
আম্মু এ দেখি রায়হান এর ছবি।
আম্মু:- হুম আমিতো তোরে আগের বার ই দেখতে বলছিলাম।
মনে মনে ভাবি,ইস!আগে যদি দেখতাম তাহলে আর প্রেমিক
পুরুষ খুঁজতে হতোনা।
আম্মু আমার হাত থেকে রায়হান এর পিক নিয়েই বললো,কি পছন্দ
হয়নিতো,তাদের না বলে দিবো।
আমি:- আম্মু তুমি আমার দিকে খেয়াল করে দেখেছো ইদানিং?
আম্মু:- কি?
আমি:- আমায় কিছুটা বুড়িদের মতন দেখায়।মনে হয়,আমি কোন
বুড়া মানুষ এর বুড়া পাজর এর হাড্ডি দিয়া তৈরী :3
আম্মুর হাত থেকে রায়হান এর পিক নিয়ে বললাম,যেহেতু বুড়াই
কপালে আছে,তাহলে এই বুড়া কি দোষ করছে। ;)
# লাভ ম্যারেজ।
লেখা: Umme Nipa
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ