āϰāĻŦিāĻŦাāϰ, ā§§ā§­ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3868

#যান্ত্রিক ভালুবাসা😜
Umme Nipa

ফাহাদ সাহেব অফিসে বসে ফেবুতে লগ ইন করেই ৫মিনিট ধরে টাস্কি খেয়ে আছে।
ইহাও কি সম্ভব!
রোবট সোফিয়া তাকে রিকোয়েষ্ট দিয়েছে...!

এতো বছর কত শত মেয়েকে,হাই আপু...প্লিস এড মি?
যদি বন্ধু হন হাতটা বাড়ান, আপু একসেপ্ট মি আমি আপনার বিশাল বড় প্যান ;)
আপু বন্ধু হতে পারি?
আপু আপনি এতো চুইট কেন??
আপনার ঠ্যাং এতো সুন্দর কেনু আপু?
আবার কাউকে কাউকে বলা হয়েছে আই লাব ইউ আপু।
বা তোমাকে চাই..
বা মন দিলে দিন মাগার জুলিয়ে রাখবেনা না😫

এতো মেসেজ দিয়েও কোন মেয়ের মন তো ভালো ফেবুতে ফ্রেন্ড হওয়াই হয়নি ফাহাদ এর।
আর সেখানে কিনা এত্ত কিউট আর ফ্যামাস রোবট নিজ থেকে তাকে রিকোয়েষ্ট দিয়েছে...

আর কিছু না ভেবেই রিকোয়েষ্ট একসেপ্ট করেই পোক দিল...

রোবট: এতো খোঁচাখুঁচির কিছু নাই।যা বলার বলো...

ফাহাদ: তুমি বাংলা পারো? :o

সোফিয়া: আমি সব পারি, শুধু ডিম পাড়া বাদে আরকি। ;)

ফাহাদ: আমি তোমায় এক বার দেখেই ভালোবেসে ফেলেছি।
প্লিস সোফিয়া আমায় পিরিয়ে দিও না জান।এতো সুন্দর চুল ছাড়াও মেয়েদের লাগে আগে দেখিনি কখনো।

সোফিয়া: তোমার টানেই আমি বাংলাদেশ এসেছি ফাহাদ।

ফাহাদ: সত্যি?
তুমি কত্ত ভালো...
এ দেশের মাইয়াগুলান তো আমায় পাত্তাও দিতে চায়না।
তারা বিলাই-কুত্তারে নিয়া পিক তুলে তবুও আমার সাথে পিক তুলবার চায়না।
ভাবছি এদেশে রোবট এর আমদানি করে মাইয়াগুলার ভাত মারুম।
মেয়েরা পরে লাইন দিবে আমাদের পিছনে😎

সোফিয়া: দুষ্টু।আগে আমায় স্বার্থ ছাড়া ভালোবাসো।

ফাহাদ: আমায় বিয়ে করবে?
হানিমুন কিন্তু প্যারিস যাব।
আর বাচ্চার নাম রাখবো শরিফা...

সোফিয়া: অসাধারণ।😍

ফাহাদ: তোমার গায়ের কালারটা কিন্তু জোশ..
এখানে তো সব মেয়েরাই আটা -ময়দা মাখে।

সোফিয়া: তুই বাসায় আয় তারপর তোরে বুঝাচ্ছি কত আটায় কত ময়দা..

ফাহাদ: জান তোমার মাথার তার কি ছিড়ে গেছে?

সোফিয়া: তুই আয় একবার আমার সামনে, তার পেঁচিয়ে ঝুলিয়ে দিব পাখায়। 😡

ফাহাদ: এই সোফিয়া বাবু তুমি হঠাৎ করে আমার বউর ভাষায় কেম্নে কথা বলো? :o

সোফিয়া: আরে আহাম্মক পুরুষ আমি তোর বউ ই।
এখনে বসে বসে তোর রান্না করে গায়ের রং কালা বানাচ্ছি আর তুই  রোবটের গায়ের রঙ এর প্রশংসা করিস?
তুই আয় একবার, প্রেম কত প্রকার..কি কি বুঝাচ্ছি।

ফাহাদ: ভাগ্যিস তুমি আগেই পরিচয়টা দিয়ে দিলা।আরেকটু হলেই আমি রোবটরে বলতাম আমার বউ ঘারটা মটকাতে পারবে?

স্ত্রী: কি কইলি তুই...?👿

ফাহাদ: বউ তোমারে না বলছি ফেবু ইউজ করতে না।ফেবু ইউজ করা পাপ..
তারউপর তুমি রোবটের পিক দিয়া ফেইক আইডি খুলছো?রোবট নির্মাতা মামলা করবে তো।

স্ত্রী : তুই একবার বাসায় আয়।ভাবছি তোরেও রোবট বানাইয়া আমি রোবট  নির্মাতা হবো।

ফাহাদ: বউ আমি ঘুমে থাকি তাই আমার হিসাব থাকেনা। 😫

#ফাহাদ সাহেব এখন মনের দুঃখে গান গায়...সোফিয়া..সোফিয়া তুমি কোথায়?😭

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ