āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3692

-----সে আমায় ডাকছে-----
------আহমাদ নাকীব------

অজানা সুরে রাত জাগা পাখিরা গাইছে;
বোধহয় সে আমায় ডাকছে।
শিশির শব্দে পদ শব্দ ঢেকে,
কুহেলিকার ঘ্রাণ গায়ে মেখে
আঁধিয়ারার উত্তরীয় জড়িয়ে,
পবন সনে আপন মিলিয়ে-
সে যেন আসছে।
-
মধ্যরাতের নিঃস্তব্ধ ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে সে সুর সাধছে।
সেই সুরের গুঞ্জন ধ্বনি তীক্ষ্ণ ব্যাথার মতন মম বুকে বিঁধছে।
ঝরা পাতার নূপুর পড়ে, মাতাল হাওয়ায় চুল ছড়িয়ে-
সে আমায় ডাকছে।
-
এই ডাক যেন বহুদূর পেরিয়ে তেপান্তর হতে আসছে,
বাতাসে বাতাসে সম্মোহনী সুবাসে সেই আলোড়ন ভাসছে।
আমি নিরুপায়- শিঙ্খলিত,
অজানা আশঙ্কায় আজ আমি তাই ভীত।
মম প্রানের বীণে অসহায় তান বাজছে
তবুও সে আমায় ডাকছে।
-
স্বপ্নপুরের ডাঙার ধারে আমি তারে দেখেছি-
তার কাজল চোখে অসাড় চোখ রেখেছি,
আমার চোখের ভালোবাসায় সে গরল মিশিয়ে দিয়েছে-
কালো শাড়ির আঁচল ভরে বিষাদ কুড়িয়ে এনেছে।
তবুও আজ সে আমায় ডেকেছে,
আমার তরে স্বপনডোরে রক্ত গোলাপ রেখেছে।।
Ahmad Naqeeb

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ