আবার চলে আসলাম ভৌতিক গল্প নিয়ে।
গল্পের নাম-------লাউ পাতা।
আমার নাম পায়েল। আমি পেশায় একজন দোকান দার।
আমার দোকান টিন দিয়ে তৈরি ছিল।
আমার দোকানটা ছিল কবরস্থানের পাশে।
চুর এর ভয়ে আমাকে রাতে দোকানে থাকতে হত।
একদিন রাতে একা দোকানের ভিতর গুমিয়ে ছিলাম।
হঠাৎ একটা শব্দে আমার গুম ভেঙ্গে গেলো।
আমি মনে করলাম হয়ত গাছের কোন ডাল ভেঙ্গে পরেছে।
আমি আবার শুয়ে পরলাম।। দুই মিনিট পরে আবার সেই একই শব্দ।
এবারের শব্দটা অনেক জুরে হল।
মনে হচ্ছিল কেউ ইট অথবা পাথর ছুড়ে মারল।।
আমি দোকানের জাপ খুলে বাইরে আসলাম।
কিছুই দেখলাম না,,,,,আবার দোকানের ভিতর চলে গেলাম।
ভয়ে চখে গুম আসছিল না,,,
এবার ঠক ঠক শব্দ শুনা যাচ্ছে মনে হচ্ছিল কেউ আমার দেকানের সামনে দিয়ে যাচ্ছে।
বুকে সাহস আসলো,,,,,, তাড়া হুরা করে দোকান থেকে বের হলাম।
কিন্তু কোন লোক দেখা যাচ্ছিল না,,,,এদিক ওদিন তাকালাম কাউকে দেখতে পেলাম না।
এবার আরো ভয় পেয়ে গেলাম আর তাড়া তারি দোকানের ভিতর ডুকে পরলাম।
ডুকতে না ডুকতেই কান্নার শব্দ শুনতে পেলাম।
কান্নাটা ছিল বাচ্চার।।।
আমি মনে মনে ভাবলাম এত রাতে কার বাচ্চা কাঁদে আশেপাশে তো কোন বাড়ি নেই।
বুকে সাহস নিয়ে দোকান থেকে বের হলাম।
এদিক ওদিক তাকালাম কাউকে দেখা যাচ্ছিল না।
আমি আরো একু সামনে বাড়লাম।।।।।
তখন মনে হচ্ছিল কান্নাটা কবরস্থান থেকে আসছে।
আরো সামনে বাড়লাম আর দেখলাম একটা লোক কবরের সামনে বসে আছে।
কিন্তু সে বাচ্চাদের মতো কাঁদছিল।।।।
তার গায়ে ছিল সাদা কাপড়।।।।
এক পলকে ১০-১২ জন হয়ে গেল।।।।
এ দেখে ভয়ে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল।
আমি যে আবার দোকানের ভিতর চলে যাবো তার সাহস হচ্ছিল না।
মনে হয় আজই আমার শেষ দিন। হাত পা কাপতে লাগল।
একটা কবরের পাশে বসে তারা কাঁদছে।
তাদের থেকে বেশী ভয়ংকর ছিল তাদের কান্নার আওয়াজ।
এরকম কান্না আমি আগে কোন দিন শুনিনি।
হঠাৎ তারা কবরটা কে খুরতে লাগল।।
কবর খুরে একটা লাশ বের করলো।
ঐ লাশটাকে কাদে নিয়ে দশ বার জন লোক হাওয়ায় মিলিয়ে গেল।।।
এর পরের দিনই আমি দোকান টা বেছে দিলাম।।।।।।।।।।।
সমাপ্ত
অনেকে আমার কাছে জানতে চেয়েছে লাউ পাতার সংগে
ভূতের কি সম্পর্ক।
আমি একটা গল্পে লিখেছিলাম ভূত যাওয়ার সময় বলেছিল।
তর মায় লাউ পাতা বিলাইছে, তাই বেচে গেলি।
আজ আমি সেই লাউ পাতা সম্পর্কে বলব আপনাদের।
আগের দিনের মানুষেরা মনে করতো লাউ পাতা বিলানো পুর্নের কাজ।
লাউ পাতা একটা দেবাংসি জিনিস।।
কেউ লাউ পাতা চাইলে কোন ব্যক্তি না করবে না।
কারন সে যদি না করে তাহলে তার বিপদ আসবে।
অমঙ্গল হবে।।।
যদি কারো বাবা,মা লাউ পাতা বিলায় তার সন্তানের বিপদ আসে না।
কারন লাউ পাতা বিলানু পুর্নের কাজ।
আপনার দাদা, দাদী এই ব্যাপারে জানতে পারে।
আগের দিনের মানুষেরা এটা বিশ্বাস করতো।
আশা করি সবাই বুজতে পেরেছেন।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ