āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

710

- কেমন আছো ?
- বেচেঁ আছি 
- ভালো নেই ?
- ভালো থাকার কোনো ইচ্ছা বা কারণ কোনোটাই নাই
- কেন জানতে পারি ?
- জেনেও না জানার অভিনয় করোনা
- এখনও ভালোবাস ?
- হুম
- ভুলে যাও
- সম্ভব না
- তাহলে সারাজীবন কিভাবে কাটাবে?
- সিগারেট আর প্রতি রাতে তোমার সাথে
- কথা দিয়েছিলে খাবে না?
- তুমিও কথা দিয়েছিলে কখনও ছেড়ে যাবেনা?
- আমি কি ইচ্ছে করে গিয়েছি? এখনও ফিরে আসতে চাই কিন্তু সম্ভব না
- তাহলে আমি তোমার কাছে আসি?
- না। কখনও না।
- কেন?
- ভালোবাসি তাই
- তাই দূরে চলে গেলে?
- আমার ভাগ্যে তুমি নাই
- তুমি আসলেই স্বার্থপর
- অনেক রাত হয়েছে। ঘুমাতে যাও
- না। তোমার সাথে গল্প করতে চাই।
- না। আজ আর নয়। ভালো থেকো।
.
অতঃপর আকাশের তারাটা যথাস্থানে ফিরে গেল। আর আমি নিকোটিনের কালো ধোয়ায় মগ্ন রইলাম।।
.
.
লেখা : সজীব সূত্রধর (মৃতকল্প)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ