😊-ভরসা-😍
👀
টানা বিশটা মিসড কল দেওয়ার পর, বৃষ্টি কল দিলো বিজয়কে ,,,
👀
--- ছেলেটিঃ হ্যালো।
--- মেয়েটিঃ তুমি এতো কিপটে কেনো কতোগুলো মিসড কল দিলাম ব্যাক করলেনা কেনো বলতো?
--- ছেলেটিঃ মোবাইলে ব্যালেন্স নেই।
--- মেয়েটিঃ ইমারজেন্সি ব্যালেন্স এনে কল দিতে।
--- ছেলেটিঃ সেটাও শেষ।
--- মেয়েটিঃ ওহ সকাল থেকে কল করছি আর এই ভরদুপুর বেলা কল রিসিভ করলা!
--- ছেলেটিঃ ঘুমিয়ে ছিলাম।
--- মেয়েটিঃ এতক্ষণ কেউ ঘুমায়? ওরে বিলাসিতারে।
--- ছেলেটিঃ এটা বিলাসিতা না এটা মানি ব্যাগ খালি থাকার প্রতিক্রিয়া।
--- মেয়েটিঃ মানে?
--- ছেলেটিঃ মানে ঘুমিয়ে থাকলে খুধা লাগেনা।
--- মেয়েটিঃ তার মানে তোমার কাছে দুপুরের খাবারের টাকা নাই?
--- ছেলেটিঃ তবে ম্যানেজ করে ফেলেছি, বিশ টাকা।
--- মেয়েটিঃ বিশ টাকা দিয়ে কি খাবে শুনি?
--- ছেলেটিঃ বিশ টাকা দিয়ে এক কাপ চা দুইটা কেক আর একটা চকলেট খাবো। দোকানদার একটা টাকা ভাংতি দিতে
পারবে না তাই।
--- মেয়েটিঃ এগুলো খাবা তুমি?
--- ছেলেটিঃ খাইতেছি।
--- মেয়েটিঃ কোথায়?
--- ছেলেটিঃ টঙ্গে বসে, সাথে বাংলা সিনেমা ফ্রী।
--- মেয়েটিঃ কি সিনেমা?
--- ছেলেটিঃ মনপুরা।
--- মেয়েটিঃ হা হা হা...
--- ছেলেটিঃ হাসো কেনো?
--- মেয়েটিঃ এমনি আচ্ছা একটা হেল্প করবা?
--- ছেলেটিঃ কি বলো?
--- মেয়েটিঃ তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। একটা লোককে দিয়ে দিবা।
--- ছেলেটিঃ ঠিক আছে দিয়ে দিবো।
--- মেয়েটিঃ ওকে এখন রাখি।
--- ছেলেটিঃ ঠিক আছে বাই।
👀
ব্যাংক 3000 হাজার টাকা আসার পর ছেলেটি মেয়েটিকে কল দিলো ,,,
👀
--- ছেলেটিঃ হ্যালো টাকা আসছে কাকে দিবো?
--- মেয়েটিঃ একটা রেস্টুরেন্টে গিয়ে এক প্যাকেট বিরিয়ানি কিনবা, কোক কিনবা আর বাকিটা পকেটে রাখবা।
--- ছেলেটিঃ তারপর?
--- মেয়েটিঃ তারপর মনপুরা সিনেমা দেখবা।
--- ছেলেটিঃ তারপর?
--- মেয়েটিঃ পুরো সিনেমাটা শেষ হলে মোবাইলে রিচার্জ করে আমাকে কল দিয়ে সিনেমার পুরো কাহিনীটা শুনাবা।
--- ছেলেটিঃ এটা কিন্তু মোটেও ভালো হলোনা।
--- মেয়েটিঃ চুপ একদম। যা বলছি তা তা করো নাহলে কপালে মার আছে।
--- ছেলেটিঃ ওকে ওকে সোনা তা তা করছি।
👀
এই প্রকৃত ভালোবাসা। যদিও এখন এমন ভালোবাসা খুবই বিরল!
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ