āϏোāĻŽāĻŦাāϰ, ⧍ā§Ģ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2344

-- ক্যারে কাওছার! তুই নাকি প্রেম করিস?
-- কে বলছে আম্মু আমি প্রেম করি?
-- হ্যা করিস কি না সেইটা বল?
-- ধৃৎ, আন্দাজি এক কথা। আমি প্রেম করলে তোমাকে না জেনেই করমু। এটা কেমনে বিশ্বাস করো!
-- আচ্ছা বলতো মেয়েটা কেমন রে?
-- আম্মু..........!!
-- তুই প্রেম করিস। এর প্রমাণ আছে আমার কাছে।
-- কি মোবাইল!! চেক করো...। প্রিপেইড কার্ডের মেয়াদই শেষ।
-- জ্বি, মোবাইলেই প্রমাণ!! কাওছারের আব্বু এদিকে আসতো।
-- ক্যা কি হইছে।
-- তুমি না কালকে বললে তোমার ছেলে প্রেম করে।
[আমিতো লজ্জায় হুতুমপেঁচা হয়ে দাড়িয়ে আছি]
-- হ, প্রেম করেতো! মেয়েটার নাম আতকিয়া। একদম হুজুরনী টাইপের। (আব্বু)
-- সব মিছা কথা। (আমি)
-- দেখ কাওছারের মাও, ফেইসবুকেই প্রমাণ। এই মেয়েটাকে নিয়ে কত গল্প লিখেছে। (আব্বূ)
-- হুম্ম.. ঠিকই তো। পোলায় তলে তলে মহা-ভারত। (আম্মু)
-- আম্মু ঐসবতো কাল্পনিক গল্প।
-- চুপ কর বেয়াদব! কালকে আমাকে মেয়েটাকে দেখতে নিয়ে যাবি। কথা বলব ওর সাথে। (আম্মু)
-- হ, তারাতারি বিয়েটা হতে পারলেই বাঁচি। (আব্বু)
.
আজ আর এই চিন্তাতে সারারাত ঘুম হবে না। কাল্পনিক মেয়েরে আমি পাইমু কই? কি যে করি, বিপদ গুলো যে কেন একা আসে না। নচেৎ মোকাবিলা করতাম।
.
--কাওছার।।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ