ঘন জঙ্গল। পাশাপাশি দুটো গাছ। একটা গাছ বয়সে কিছুটা বড় অপরটা থেকে। ছোট গাছটা লক্ষ করলো বড় গাছের মন খারাপ।
,
ছোট গাছটি তাই জিজ্ঞাসা করলো, “একি এমন মন খারাপ করে আছ কেন?”
অন্যমনষ্ক বড় গাছটি বলল, “কি আর করবো বলো, মানুষ যে হারে আমাদেরকে কাটছে! আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার।”
.
ছোট গাছটিও যেন একমূহুর্তে অনেক বড় হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, “ঠিকই বলেছ। কিন্তু শুধু আমাদের না মানুষের ভবিষ্যতও কিন্তু চরম অন্ধকার।”
,
বড় গাছটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, “কি বলছ। কিভাবে?” ছোট গাছটি যেন শুধু বয়সেই ছোট, সে বড় গাছটিকে অবাক করে বলতে লাগলো, “মানুষ খুব বোকা। তারা জানে তাদের জন্য আমাদের গাছেদের সবথেকে বেশি প্রয়োজন,কিন্তু তাও তারা নির্বিচারে আমাদেরকেই কাটছে। তারা আবিষ্কার করেছে আমাদের প্রাণ আছে..”,।
,
বড় গাছটির অবাক হওয়ার পালা যেন শেষই হচ্ছে না। সে জানতো না যে মানুষ জানে তাদের প্রাণ আছে।কিন্তু এই ছোট গাছটা এত কিছু জানলো কিভাবে!?
বড় গাছটি ছোট গাছকে জিজ্ঞাসা করল, “কি বল মানুষ জানে আমাদের প্রাণ আছে?”
.
“হ্যাঁ তারা জানে। তারা এটাও জানে আমরাই তাদের বাঁচিয়ে রেখেছি। কিন্তু তাও তারা আমাদেরকে কেটে ফেলছে।”
বড় গাছটি এবার হেসে ফেললো, “তাহলে তো তুমি ঠিকই বলেছ,মানুষ বোকা। না বোকা না,মহা বোকা! হা হা হা”
,
“হ্যাঁ তারা মহাবোকা। এই সুন্দর পৃথিবীটাকে তারা ক্রমে ক্রমে ধ্বংস করে দিচ্ছে। আমাদেরকেও ধ্বংস করছে,নিজেরাও ধ্বংসের মুখে যাচ্ছে।
আজ যেন ছোট গাছটা অনেক বড় বড় কথা বলছে।বড় গাছটি এমনটা ভাবতে ভাবতে জিজ্ঞাসা করলো, “আমরা কি কিছুই করতে পারি না?”
,
ছোট গাছটি বলতে লাগলো, “ কিভাবে করবো!? তারা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রানী, যারা বুঝতে পারছে তাদের কথাই কেউ মানছে না। আর আমাদের ভাষা তো মানুষ বোঝেই না। আমরা নিরুপায়,কিছুই করার নেই আমাদের।”
বড় গাছটি কিছু একটা চিন্তা করে বললো, “ আমার মনে হচ্ছে আমরা পারব মানুষকে সঠিক পথ দেখাতে, আমাদের প্রয়োজন উপলব্ধি করাতে।
ছোটগাছটি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, “কি বলছ!! কিভাবে?”
“তুমি বলেছিলে আমরাই মানুষকে বাঁচিয়ে রেখেছি।”
“ হ্যাঁ, আমরা খাবার তৈরির সময় অক্সিজেন নামের যে ধোঁয়া বাতাসে ছেরে দিই সেটাই মানুষ তাদের শ্বাসকার্যে ব্যবহার করে।
,
বড় গাছটি মুচকি হেসে বলতে লাগল, “তাহলে তো মানুষকে খুব সহজেই বোঝানো যায় আমাদের প্রয়োজন তাদের জীবনে। আমরা সব গাছেরা মিলে খাবার তৈরি বন্ধ করে দেব। তাহলে বাতাসে আর অক্সিজেন থাকবে না। মানুষ অক্সিজেনের ঘারতিতে বুঝতে পারবে আমাদের গুরুত্ব।”
“খুব ভাল বুদ্ধি। মানুষ খুব ভালো ভাবে বঝে যাবে আমাদের গুরুত্ব। আর আমাদের নির্বিচারে মারবে না। বাঁচব আমরা, বাঁচবে পৃথিবী, বাঁচবে মানুষ।”
,
হৃদয়ের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পৃথিবী থেকে কি সব অক্সিজেন কর্পুরের মতো উবে গেল! হৃদয় আর এক মুহূর্ত থাকতে পারবে না। কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না সে। তার মনে হচ্ছে অক্সিজেনের অভাবে এখনই বুঝি তার মৃত্যু ঘটবে। এমন সময় ঘুম ভেঙ্গে গেল হৃদয়ের। পরিস্থিতি বুঝতে পেরে বড় একটা নিশ্বাস নিল সে। আর ভাবতে লাগলো ভাগ্যিস স্বপ্ন ছিল।
,
বিদ্রঃ গাছ পালা আমাদের অক্সিজেন দেয়,,তা থেকে অনেক উপকৃত হই,,। মানুষ অক্সিজেন ছারা এক মুহুর্ত ও বাঁচতে পারেনা। এবং অনেক উপকারী কাজে ও আসে,,, তাই অযথা গাছ কাটা বন্ধ করে দি সকলেই,,,।
,
""""গাছ লাগান পরিবেশ বাঁচান"""
,
----Nistobdo Ovimani Hridoy.
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϰāĻŦিāĻŦাāϰ, ⧍ā§Ē āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2292
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§Šā§¯ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ