āϰāĻŦিāĻŦাāϰ, ⧍ā§Ē āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2283

প্রফেসর বুড়ি

.
আজ সারাদিনটা অনেকটাই রহস্য জনক ভালোই কাটলো। আমি ধনু। দশম শ্রেনির ছাত্র। সকালে ঘুম থেকে উঠেই শুনি আমাদের এলাকায় একজোরো গরু পাওয়া গিয়েছে। বেশ কৌতূহল নিয়ে দেখতে গেলাম। সাথে বড় দাদা বুড়িও আছে।
.
আসল কথা হলো বুড়িই আমাকে আগে বলছে এই ঘটনাটি।  ওবার দিন দিন গোয়দা হবার চেষ্টা করছে। প্রায় সারাদিন অনেকক প্রকার বই পড়ে। অনেক রকমের কাজ করে যেগুলো ভাবতেই কেমন লাগে।
.
১০মিনিট পর সেই স্থানে গিয়ে থামলাম। রীতিমত অনেক লোক এসে জোরো হয়েছে। সবাই বলা বলি করছে, গরু গুলো নাকি এলাকার না,তবে কি করে গরু গুলো এখানে এলো। আমি এসব ভাবতে গেলে মাথা টনটন করে।
.
বুড়িদার দিকে তাকালাম। বুড়িদা দেখি বুড়িদের মত দেখতে। কারো কথা শুনছেনা। প্রায় দুই মিনিট ধরে একটা গরু গায়ে কি জানি দেখলো।  তারপর আবারও দুই মিনিট ধরে আর একটা গরু দেখলো। মোট গরু দুইটা।
.
গরু গুলো দেখতে পুরো সাদা, মানে দুধ কালো অর্থাৎ একবারে সাদা। শিং গুলো বেশ লম্বা আর বাকানো। গায়ে অনেকটাই রংগের মত কিন্তু পানি দিয়ে ধুয়েছে তা বুঝা যাচ্ছে।
.
সকালে কিছু খাইনি তাই বাসার দিকে চলতে সরু করলাম দুইজনই। আসতে আসতে প্রশ্ন করলাম আচ্ছা বুড়িদা,
.
----কি বুঝলে?
----এই তোকে কতদিন বলি তুই আমাকে প্রফেসর বুড়ি বলবি।
----আরে রাগ করো কেন? আমরাই আমরাই তো! এবার বলো কি বুঝলে?
----তুই যদি ভালো করে না ডাকিস তবে। অন্যরা কি  করে ডাকবে বল।  গরু গুলো... (বলেই চুপ করে গেলো,কিছু বুঝলাম না)
----কি হলো বলো?
----হুম। গরু গুলো ভারতের বুঝলি। ভারত থেকে এগুলো এসেছে। মনে হয় অনেকগুলো গরু ছিলো তাই দল থেকে এগুলো বের হয়েছে, লোকগুলো দেখেনি।
-----কিন্তু আসে পাশে তো কোনো গরু পায়ের দাগ দেখলাম না।
----- আমাদের নদীর দিকে চল।
-----আচ্ছা চলো,
.
৫-৭ মিনিটের মধ্যেই নদীর দিকে গেলাম। কিছুখন খুজার পর দেখতে পাইলাম অনেকগুলো গরু পায়ের দাগ।
.
-----এবার বুঝলি এগুলো।
----কিন্তু যা বুঝতেছি, এতো একটা দুইটা গরুর পায়ের দাগ নয়। প্রায় ১০০ তো হবে।
----না তারোও বেশি ১৫০ হবে।
----তুমি কি করে জানলে?
----ঐ দুটা গরু দেখলি না, গায়ে একগুলো রং লাগানো।
----হুম।
---- ভালো করে দেখলে বুঝতি, গরু গায়ে নাম্বার করা। নদীর পানিতে দুয়ে উঠে গিয়েছে। বুঝছি।
----তুমি কি করে বুঝলে ১৫০ টার মত গরু আছে এই দলে।
----আরে তখন দেখলাম একটা গরু গায়ে ৭৬ সংখ্যা দেওয়া আর একটার গায়ে ১৩৪ নাম্বার দাও। ১৫০ না হয়ে ২০০ ও হতে পারে।
---- বুঝলাম। চলো বাসায় যাই।পরে খবর নিবো ওখন?
----হুম চল।
.
[আমি ধনু রায়। দশম শ্রেনির ছাত্র। বিভাগ মানোবিক। আর প্রফেসর বুড়ি মানে বাবু রায় আমার খালাতো ভাই। অনায় শেষ করে এই বছর।  পড়া লেখার পশাপাশি শখের গোয়ন্দা সে। তেমন কোনো বড় ঘটনা এখনো সে পাইনি। তবে আপনারা নিরাশ হবেনা। কিছুদিনের মধ্যেই পাবে। ]
.
সন্ধ্যার দিকে জানতে পারি। তিন -চার জন্য লোক এসে গরু গুলো নিয়ে গিয়েছে আর বুড়িদা মানে প্রফেসর বুড়িদার কথাগুলোই পুরো পুরি ঠিক ছিলো। গরু ছিলো ১৮০ টা এত গুলো গরু কিন্তু তারা ছিলো মাত্র তিন জন তাই এই দুটা এভাবে এখানে এসেছে।
.
ভাবতেছেন বাবু নায় না বলে বুড়িদা বলছি কেনো আসলে তারাও একটা ঘটনা আছে। পরে কোনো সময় বলবো যদি সময় পাই। পুরো বাংলাদেশের কাজ তো আমাকে করতে হয় তাই। সময় কই।  :v

.
.
সমাপ্ত

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ