- তুই কই?
- এইতো বাসায়, কেন?
- দোস্ত, হুন্ডাডা একটু বাইর কর না; প্লিজ ☺
- না না, এখন পারমু না। কাজ আছে আমার। না গেলে অনেক প্রবলেম হইবে।
- ভাই, কর না; একটু কাজ আছে ☺
- কি কাজ?
- বেডা..বুঝোনা কি কাজ। এইডা কি বইলা দেওয়া লাগবে? 😁
- হ..বুঝছি। আকাম ছাড়া তো কোনো কামের কাম করবা না। বের করতে আছি 😒
- উম্মাহ্; সানগ্লাসটাও লইয়া আইস, আর হেডফোনডাও আনিস।
- জ্বি, আনমুনে 😕
- ওহ শোন, ব্যাগে ল্যাটপটটাও আনিস; আমারডায় চার্জ নাই।
- আমারটায়ও নাই 😈
- আরে, এইরকম করো কেন? আনলে কি হয়। ডাটা ক্যাবেল আর পেনড্রাইবটাও ঢুকায়া রাখিস।
- বলা লাগবে না, রাখমুনে
- আরেকটা তো জিনিস লাগে বেডা?
- কি? যে জিনিসই লাগুক,আমি আনতে পারমু না।
- ট্যাবটাও ভাই, একদিনের লাইগা! একদিনও না, মাত্র কয়েকঘন্টার জন্য ☺☺☺
- উফফ!!!! 😡😡😡
- আনবি তো?
- হ..আনতাছি 😰
.
.
.
.
.
(৫ মিনিট পর)
- ভাই, ক্যামেরার কথাডা ভুইলাই গেছি। ঐডাই মেইন জিনিস। ঐডাও একটু লইয়া আইস..😆☺
- @@###&..%!@&###..°$#@#@# 😈😡😠😒
Collected
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ