রম্যগল্প→তেজপাতা
লেখক→RJ Tusher Acharjee(জুনিয়র কমলাকান্ত)
।
স্নান সারিয়া আসিয়া আহ্নিক সম্পন্ন করিয়া মধ্যাহ্ন ভোজের জন্য পাটি খানা বিছাইয়া বসিলাম।প্রসন্ন আজ দেখিলাম বহুপদের সুস্বাদু খাবার রন্ধন করিয়াছে।তৃপ্তিকর ভূরিভোজন সম্পন্ন হইতেই প্রসন্ন একবাটি মিষ্টান্ন নিয়া উপস্থিত হইয়া বলিল...
→কর্তাবাবু খাটি দুধের মিষ্টান্ন করিয়াছি আজ।
মিষ্টান্নর ঘ্রানে উপলব্ধি করিতে পারিলাম উহা অতিশয় সুস্বাদু হইয়াছে।কিন্তু এই মুহুর্তে খাওয়াটা ঠিক হইবে না।প্রসন্ন কে মিষ্টান্নর বাটি চৌপায়ার উপর রাখিতে বলিলাম।এই মুহুর্তে মিষ্টান্নর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আফিং।আফিং হাতে ঝিমইতেছিলাম হঠাৎ করিয়া মিষ্টান্নর কথা স্মরণ হইলো।মিষ্টান্নর বাটির দিকে দৃষ্টি পরিতেই তাহার মধ্যে অর্ধ নিমজ্জিত একটি তেজপাতা প্রত্যক্ষ হইলো।ধবধবে সাদা মিষ্টান্নর মধ্যে কালো তেজপাতা বেমানান দেখাইতেছিল।মনে মনে বলিতে লাগিলাম,কি দরকার ছিল এই কুঃসিত তেজপাতা খানার।হঠাৎ করিয়া এক প্রতিবাদী কন্ঠ কর্ণগোচর হইতে লাগিল।দিব্বকর্ণ প্রাপ্ত করিয়া শুনিতে পাইলাম তেজপাতা চিৎকার করিয়া বলিতেছে....
..
"হায় মানুষ যার দ্বারা উপকৃত হও তাহাকেই অপমান করো।আমাকে ছাড়া তোমরা মিষ্টান্ন রন্ধন করো না।শুধু
মিষ্টান্ন কেন আরো বিভিন্ন ভাবে তোমরা আমায় ব্যবহার করো আর যখন কারোর খাওয়ার পাতে আমি পরি তো তোমরাই ছিঃ ছিঃ বলিয়া ফেলাইয়া দেও।আমার দ্বারা উপকৃত হইয়া আমাকেই কুঃসিত বলো,ছিঃ ছিঃ বলিয়া ফেলাইয়া দেও।উপকারির তো উপকার করোই না বরং নিন্দা আর অপমান করো।তোমরা মানুষরা যখন যাহাকে পারো ব্যবহার করো আর ব্যবহার করা হইলেই ছুড়িয়া ফেলাইয়া দেও।ছিঃ ধিক্কার তোমাদিক কে।তোমরা সুবিধাবাদী স্বার্থপর।তোমরা আমাকে কর্তন করিয়া রৌদ্রে শুকাইয়া তেলে ভাজিয়া আমার দ্বারা সুস্বাদু খাবার রন্ধন করো আর আমি তোমাদিগের খাওয়ার পাতে পরিলে নাক ছিটকাইয়া ফেলিয়া দেও।আমার তো কোন দোষ নেই আমি এক নিষ্পাপ তেজপাতা বরং দোষ তোমাদিগেরই অকৃতজ্ঞ তোমরা"....
..
এতোক্ষন চুপ করিয়া তেজপাতার সকল কথা শুনিতেছিলাম।কিন্তু এইবার মনুষ্য কুলের সন্মান বাচাইবার জন্য বলিলাম....
তুমি এক ক্ষুদ্র তেজপাতা মনুষ্য কুলের সম্পর্কে এতোসব বলার অধিকার তোমার নেই।তোমার অবস্থানেই তুমি থাকো।
তেজপাতা প্রতিবাদ করে উঠলো।হয়তো আমার কথাগুলোর সঠিক জবাব দিবে কিন্তু এমন সময় প্রসন্নর আগমন...
→কর্তাবাবু মিষ্টান্ন তো জুরাইয়া যাইতেছে।
প্রসন্নর কথায় সম্মতি ফিরিয়া পাইলাম আর বাটিতে থাকা ধবধবে সাদা মিষ্টান্নর মধ্যে তেজপাতা কে দেখিতে লাগিলাম কিন্তু এখন উহা কুঃসিত মনে হইতেছে না মনে হইতেছে যেন মিষ্টান্নর সোভা বৃদ্ধি করিয়াছে।প্রসন্ন বাটিটা হস্তে তুিলয়া দিল।তেজপাতা খানা হস্তে লইলাম তখন পর্যন্ত যেন তাহার প্রতিবাদী কন্ঠস্বর কর্ণে বাজিতেছে।তুলিয়া উহা সযত্নে চৌপায়ার উপর রাখিয়া মিষ্টান্ন খাওয়া আরম্ভ করিলাম আর তেজপাতারজ কথাগুলো ভাবিতে লাগিলাম।
..
(সাধুভাষায় লিখিলাম কোন প্রকার ভুল ত্রুটি ক্ষমা করিবেন আর ভুলটা ধরাইয়া দিলে খুবই খুশি হইবো।ধন্যবাদ ভালো থাকিবেন)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ