āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1498

.
কলেজ থেকে বাড়ি ফিরবো। তো বাসের
জন্য অপেক্ষা করছি! সূর্য মামা রাগ করে
আজ লাইটিং বাড়িয়ে দিয়েছে! কাধে
দশ কেজি ওজনের কলেজ ব্যাগ! তার
উপরে গাড়িও আসছে না! খুবই অসহ্য
লাগছে!
.
হঠাৎ করেই এক সুন্দরি ললনা পাশে এসে
দাড়ালো! খুবই সুন্দর চেহারা! পরনে টাইট
ফিটিং টপ জিন্স! মুখে হালকা সাদা
পাউডার-পাউডার ভাব! তা দেখে মনের
ভেতরের বিড়ালটা বাঘের মত গর্জন করে
উঠল! রোদের তাপও শীতল হয়ে এলো!
গভীর দৃষ্টি দিয়ে ললনার দিকে তাকিয়ে
রইলাম! সুন্দরি ললনা হাতে তুড়ি দিয়ে
বলল-
.
"এই যে মিষ্টার এভাবে তাকিয়ে আছেন
কেন?
.
ললনার কথায় বাস্তবে ফিরে এসেবললাম
-জি আমাকে কিছু বলছেন??
.
"সমস্যা কি আপনার,এভাবে আমার দিকে
তাকিয়ে আছেন কেন?
.
"আসলে আমি আপনার দিকে
তাকইনি,,আমি জন্ম থেকেই একটু ট্যাড়া!
.
"কোথায় আপনি ট্যাড়া,,এখন তো ঠিকই
আমার দিকে তাকিয়ে বলছেন!
.
এইবার একটু প্যারায় পরে গেলাম,ললনার
পাশেই দেখি একজন ভিক্ষুক ভিক্ষা
করছে! তাই ভনিতা করে বললাম- আসলে আমি আপনার দিকে নয় আপনার
পাশের ভিক্ষুকের দিকে তাকিয়ে কথা
বলেছি,আহারে কত কষ্ট ওদের! হয়তো
বেচারাদের কিছু নেই!
.
"যদি ওদের কিছু থাকতো তাহলে ভিক্ষা
করতো না বুঝলেন? আর এক বার তাকিয়ে
থাকতে দেখলে গনপিটুনি চিনেন তো
?গনপিটুনি খাওয়াবো!!
.
মনে মনে ললনার চৌদ্দ গুষ্ঠি উদ্দার
করলাম,না হয় একটু তাকিয়েছি-ই তাতে
এমন কি মহাভারত অসুদ্ধ করেছি,ভালো
জিনিসের দিকে সবাই তাকায় আমিও
তাকিয়েছি তাতে এমন কি হয়েছে?
.
হঠাৎ করে পিঃ পিঃ শব্দ করে গাড়ি
এসে সামনে থামলো,,ললনার হাতে ধরা
পরে গেছি সুতরাং সামনে থাকলে বিপদ
হতে পারে তাই টুপ করে গাড়িতে উঠে
পরলাম! ললনাও দেখি গাড়িতে উঠল!
সম্পূর্ন গাড়িতে আমার পাশেই একটা সিট
খালি! বুঝলাম বিপদ বুঝি কাধে করে
নিয়েই গাড়িতে উঠেছি!
.
যেই ভাবনা সেই কাজ,সুন্দরি ললনা আমার
পাশে এসেই বসলেন! কথায় আছে যেখানে
বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়! আমার
ক্ষেত্রেও তাই হলো! বিড়ালের মত
কাচুমুচি হয়ে গাড়ির জানালার সাথে
চেপে বসেছি যাতে ললনা শরীরের সাথে
স্পর্শ না হয়! স্পর্শ হলে ললনার হাতের
সাথে আমার মুখের চম্বুকিয় আকর্ষন হতে
পারে!!
.
কিন্তু যতই চাপছি ললনা ততই জায়গা
নিয়ে বসছে! কথায় আছে বসতে দিলে
খেতে চায়,খেতে দিলে শুতে চায়! পরলাম
মহা বিপদে কিছু করার নেই
বলে,বিসমিল্লাহ বলে মনে মনে ললনার
চৌদ্দ গোষ্ঠি একতরফা ঝারলাম!!
কিছুক্ষন পর ললনা নিজেই জিজ্ঞেস
করলেন,
.
"কোথায় যাবেন আপনি?
.
ভয়ে ভয়ে বললাম- মুরাদপুর
.
আমিও মুরাদপুর
.
বুঝলাম এই ললনার কাছ থেকে আমার আজ
রক্ষা নেই! কপালে শনি ঘটিয়ে তারপরই
ছাড়বে! কিছুক্ষন পর আমার চোখ ললনার
হাত ব্যাগের দিকে পরলো! ১০০০ টাকার
চকচকে নোটের অর্ধেকের বেশি বেরিয়ে
আছে! গাড়ি দু একটা ঝাকি খেলেই পড়ে
যাবে,তাই ললনাকে বললাম- আপু আপানার বেরিয়ে গেছে!
.
কথাটা বলার সাথে সাথে ললনার চোখ ৬০
পাওয়ার বাতির মত জ্বলে উঠল!
চোখ দিয়েই মনে হচ্ছে খেয়ে ফেলবে
এমন অবস্থা! কিন্তু কি এমন খারাপ
বলেছি বুঝতে পারলাম না! ভালো কথাই
তো বললাম!
হঠাৎ করেই মনে পরলো হায় হায় "টাকা"
কথাটা উচ্চারন করি নাই,শুধু বলেছি আপু
আপনার বেরিয়ে গেছে!!.
.
তাই সাথে সাথেই চোখ বন্ধ করে দাতে
দাত কামড়িয়ে সূরা পড়তে শুরু করলাম!
কারন আমি শিওর ললনার হাত আমার
মুখকে তিব্র-ভাবেই আকর্ষন করছে,পরা শুধু
সময়ের ব্যাপার মাত্র!
.
মিনিট খানিক পর চোখ খুলে মুখের ভিভর
আঙুল দিয়ে দাত গুনে দেখলাম! না
বত্রিশটা ঠিকই আছে,এবার গালে হাতা
দিলাম,গালেও কোন হাতের ছাপ খুজে
পেলাম না! ললনার ব্যাগের দিকে
তাকিয়ে দেখলাম এখন আর চকচকে নোটটি
দেখা যাচ্ছে না! তাই আড় চোখে সুন্দরি
ললনার পাউডার মাখা মুখের দিকে
তাকালাম! না ললনা স্বাভাবিক ভাবেই
বসে আছে! সুতরাং ভয়ের কোন কারন নেই!
ললনা এবার নরম শুরে বলল,
.
"কথা যা বলবেন একটু স্পশ্ট ভাবে বলবেন!
.
ললনার এমন নরম স্বর শুনে প্রেম সাগরে
ডুবে গেলাম! দেখলাম ললনা আমায় তার
কথার মধু দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি
খাইয়ে দিচ্ছে! আর আমিও তা তৃপ্তি
সহকারে খাচ্ছি! আহ কি সেই স্বাদ!
.
"এই যে চোখ বন্ধ করে আছেন কেন?
আপনি কি পাগল নাকি?
.
ললনার কথায় বাস্তবে এলাম কিন্তু মনে
মনে হাজার গালি দিলাম"মেয়ে মানুষের
জন্য কি স্বপ্ন দেখাও নিষেধ নাকি?
.
"জি আমার মা ও আমায় পাগল বলে তাই
আপনিও নির্দিধায় বলতে পারেন!
.
হঠাৎ গাড়ি ব্রেক করলো! ললনা আরও
কিছু বলতে গিয়েও বলতে পারল না,নেমে
পরল! আমিও পিছন পিছন নামলাম!
.
ললনার নামটা জিজ্ঞেস করতে
যাবো,অমনি ললনা রাস্তার পাশে
দাড়িয়ে থাকা একজনের দিকে দৌড়ে গিয়ে তার কোলে থাকা বাচ্চা কোলে
নিয়ে,,ওলে..বাবু.. কান্দে..না..থাক
..থাক..এই যে মা এসে গেছি! এই জাতিও
কথা বলতে শুরু করল!
.
আমি তো পুরাই ফিদা হয়ে ললনার দিকে
তাকিয়ে রইলাম!
ললনা আমার পাশে থাকা লোকটির
হাতের ভেতর হাত ঢুকিয়ে বাচ্চা কোলে
হেটে যেতে লাগলো!!
.
আমিও পিছন ফিরে আমার বাসার দিকে
হাটতে লাগলাম।ইচ্ছে করছি চিৎকার করে
'রাজিব'এর সেই গানটা গাই কিন্তু আমার
কন্ঠে ঐ গান শুনলে রাস্তার মানুষ সব হাউ
মাউ করে গলা জরিয়ে কাদতে শুরু করতে
পারে!
.
তাই মনে মনেই গাইতে লাগলাম: ""তুমি যে
ক্ষতি করলা আমার,আমার আল্লাহ'য়
করবে তোমার বিচার""

Raj arnob

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ