""""""নারীর অধিকার """""""
-আমার সাথে আমার প্রেমিকের সব হয়েছে শুধু বিয়েটা বাকী আছে,
আমরা প্রতিদিন পুকুর পাড়ে অথবা চিপায় চাপায় দেখা করতাম এবং স্বামী স্ত্রী যেটা করে সেটাও করতাম।
.
.
-আমাদের মাঝে সম্পর্ক ছিলো স্বামী স্ত্রীর কিন্তু বিয়েটা হয়নি,
আমার প্রেমিক আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত শারীরিক সম্পর্ক করেছে, যার ফলে আজ আমি গর্ভবতী।
.
.
-কিন্তু এখন আমার প্রেমিক বিয়ে করতে রাজী না আর সেই জন্যই আমি আমার প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করেছি, আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো,
আমার সাথে যদি এতকিছু করতে পারে তাহলে আমাকে বিয়ে করতে পারবেনা কেনো??
.
.
-মেয়েটা যে প্রশ্ন করলো সেটার উত্তরে পাল্টাপাল্টি মন্তব্য করি আমরা সাধারণ পাবলিক আছি যারা,
কখনো কি ভেবে দেখেছি আজকাল এরকম কেনো হয়?
না আমরা ভাবিনা কারণ ভাবতে গেলে আমাদের ভিতরের পশুটা কখনোই জাগবেনা,
.
.
-আজকাল কিছু পতিতা আছে যারা নারীর অধিকার করে করে দেশটাকে পতিতালয়ে পরিণত করেছে,
নারীর অধিকার মানে কি পার্কে বসে ছেলেদের সাথে নষ্টামি করা??
নারীর অধিকার মানে কি রাত ১২ টার সময় একটা ছেলের হাত ধরে বাসার বাহিরে বের হওয়া??
নারীর অধিকার মানে কি স্বামীর সাথে সামান্য ঝগড়া লাগলেই যৌতুকের দায়ে নির্যাতনের মামলা করা??
.
.
-আমাদের মা, দাদিদের সময়তো এত বিবাহ বিচ্ছেদ হয়নি,
আমাদের মা, দাদিরা কি সুখে ছিলেন না??
তাদের সময়তো অভাব অনটন লেগেই থাকতো কিন্তু কোথায় ছিলো যৌতুকের দায়ে স্ত্রীকে নির্যাতনের মামলা?
.
.
-আপনারা হয়তো বলবেন, এখন দেশ আধুনিক হয়েছে, নারীদের অধিকার বেড়েছে, নারীরা নিজেদেরটা নিজেরা বুঝতে শিখেছে,
এখন আর স্বামীর আশায় পথ চেয়ে থাকতে হয়না, নিজেরাই নিজেদের যোগ্যতায় চলতে পারে।
.
.
-এতকিছু হয়েছে বলেই আজ পরকীয়া নামক শব্দটা আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে,
স্ত্রী পরকীয়া করলে দোষ নেই কিন্তু স্বামী তার স্ত্রীকে শাসন করলেই সেটা হয়ে যায় নির্যাতন,
এ কেমন বর্বরতাময় আইন করা হয়েছে ছেলেদের বিপক্ষে???
.
.
-আমার স্ত্রী পরকীয়া করবে আর আমি কেনো শাসন করতে পারবোনা???
আমার স্ত্রী রাতবিরেতে বাসার বাহিরে থাকবে আর আমি কিছু বললেই কেনো আমি স্বৈরশাসক হয়ে যাবো??
আমার স্ত্রীকে শাসন করার অধিকার কি আমার নেই??
.
.
-মেয়েরা ছেলেদের সমান অধিকার চায়, আমরা ছেলেরা সেটা দিতেও চাই কিন্তু তার আগে কিছু কন্ডিশন আছে,
১,রাত ১২টার পর গ্রামের রাস্তা দিয়ে দুটা মেয়ে নিরাপদে এক কিলোমিটার রাস্তা হেঁটে দেখান??
যেটা একটা ছেলের পক্ষেই সম্ভব।
২,কোনপ্রকার সমালোচনা ছাড়া একসাথে দুইটা স্বামীর সংসার করে দেখান?
যেটা অনেক পুরুষই করছে কোনপ্রকার সমালোচনা ছাড়া।
.
.
৩,মা না হয়ে বাবা হওয়ার ক্ষমতাটা দেখান??
জানি এটার কোনটাই আপনাদের পক্ষে সম্ভব না, এতরাতে রাস্তায় আপনারা হাঁটতে পারবেননা এবং একসাথে দুইটা স্বামীর সংসার করতে পারবেননা কারণ আপনারা অনেক মুল্যবান সম্পদ,ছেলেদের চেয়েও অনেক দামী।
.
.
- আপনারা বাবা হতে না পারলেও এমন কিছু হতে পেরেছেন সন্তান প্রসবের সময় ব্যাথায় যদি একবার আল্লাহ্ বলে ডাকেন আল্লাহতায়ালা সাথে সাথে আপনাদের নামের পাশে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন।
.
.
-এতকিছু পাওয়ার পরেও যদি আপনারা আরো অধিকার চান তাহলেতো প্রেমিকের বাড়িতে গর্ভবতী অবস্থায় আমরণ অনশন করতেই হবে।।।।।।
Written by Noyon Ahmed Rawful (পাগলীর পাগলা)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Š āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
1492
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ē:⧍⧠AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ